জীবনের তাগিদে আমাদের প্রতিটি মানুষকে পরিশ্রম করতে হয়, সেটা যে কোন ক্ষেত্রেই হোক।। একজন মানুষ যদি চাকরি করে তারও পরিশ্রম করতে হয় আর সেই পরিশ্রমের বিনিময় সে পারিশ্রমিক পেয়ে থাকে।। যদিও এখানে পরিশ্রমের কিছু পার্থক্য থাকে যারা চাকরি করে তাদের একরকম পরিশ্রম আর যারা মাঠে কাজ করে তাদের এক রকম পরিশ্রম।। কর্ম অনুযায়ী একেকজনের পরিশ্রম একেক রকম হয়ে থাকে আর এটাই স্বাভাবিক।।
![]() |
---|
![]() |
---|
বাবা ব্যস্ত থাকায় গতকালকে একটা জমিতে স্যার প্রয়োগ করার জন্য গিয়েছিলাম।। সকালে বাবা বলেছিল সেই জমিতে স্যার দিতে আর বাবার কথা মতোই চলে যাই সেই জমিতে স্যার প্রয়োগ করার জন্য।। বাসা থেকে অনেকটা দূরে তাই এক ছোট ভাইয়ের কাছে সাইকেল নিয়ে এসে স্যার নিয়ে চলে যায় সেখানে।। ভুট্টার গাছগুলো অতিরিক্ত বড় হওয়াই সার প্রয়োগ করতে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়।।
![]() |
---|
ভেবেছিলাম আমার চাইতে গাছগুলো ছোট থাকবে, এতে স্যার প্রয়োগ করা অনেক সহজ হবে।। আসলে অনেকদিন হয় জমিতে যাওয়া হয় না, তাই বুঝতে পারিনি এত বড় হয়ে গেছে।। পরে আর কি করার অনেক কষ্ট করেই সারগুলো জমিতে ছিটিয়ে দিলাম। প্রায় ৪০ মিনিটের মত লেগেছে এখানে ৩০ শতাংশ বেশি জমে রয়েছে আর গাছগুলো বড় হওয়াই সময় কিছুটা বেশি লেগেছে।
![]() |
---|
আর জমিতে স্যার দেওয়ার পর পানি দিতে হবে আর সেখানে পানি দেওয়া একটু ঝামেলার কাজ।। কারণ আশেপাশে বোটিং থাকলেও পানি দেয়ার মত তেমন ব্যবস্থা নেই।। কিছুটা দূরে একটা বাড়ি রয়েছে সেখান থেকেই মূলত পানি দিতে হয়।। কিন্তু তার একটু দূরেই এক ছোট ভাই দেখি পানি দিচ্ছে তাদের বাড়ি থেকে কারেন্ট নিয়ে এসে।। পরে আমি তাকে যেয়ে বললাম আমাদের জমিতে পানি দিতে।। সে আমাকে বলল ভাইয়া আমাদের জমিতে পানি দিতে অনেক সময় লাগবে তাছাড়া এটা আমরা অন্য জনের কাছ থেকে নিয়ে এসেছি তাই দেওয়া সম্ভব হবে না।।
![]() |
---|
পরে আর কি করার তাকে বললাম ঠিক আছে।। পরে সেখান থেকে বাসায় চলে আসার জন্য রওনা দেই। আর বাসায় আসার পথে এক ছোট ভাইয়ের কিছু রাজহাঁস দেখতে পাই আর সেখান দিয়েই বাসায় আসতে হয়।। আমি যখন হাঁসগুলোর কাছ দিয়ে আসতেছিলাম তখন হাঁসগুলো আমার দিকে দৌড়ে আসে কামড় দেওয়ার জন্য আমি তো ভয় পেয়ে যাই।। পরে কিছুটা পিছিয়ে যায় আর সেই ভাইকে ডাক দেই। পরে সে এসে হাঁসগুলোর পাশে দাঁড়ায় আর আমি চলে আসি।।
আর হ্যাঁ মজার বিষয় হল তাকে কিছুই বলল না অথচ আমাকে কামড় দেয়ার জন্য দৌড়ে আসে।। প্রাণীরাও মানুষ চেনে তারা জানে সে তার মালিক। আর সব সময় খেতে দেয় তাই তাকে কিছু করা যাবে না।। আর আমি অপরিচিত মানুষ তাই আমার দিকে দৌড়ে আসে অদ্ভুত তাই না।। যাই হোক পরে সেখান থেকে আমি বাসায় চলে আসি আর এভাবেই ব্যস্ততার সাথে কিছুটা সময় অতিবাহিত করি।।
Every one of us has to work hard in life, be it in any field. If a person works, he also has to work hard and in return for that hard work, he gets paid. Although there are some differences in hard work here, those who work have one kind of hard work and those who work in the field have one kind of hard work. Each person's hard work is different according to the work and this is normal.
IMG_20250311_165835.jpg
IMG_20250311_170003.jpg
Yesterday, my father was busy, so I went to apply Sir to a piece of land. In the morning, my father told me to apply Sir to that land, and as my father had said, I went to apply Sir to that land. It was quite far from home, so I brought a bicycle to a younger brother and went there with Sir. The corn plants were too big, so I had to suffer a lot while applying fertilizer.
IMG_20250311_170326.jpg
I thought the trees would be smaller than mine, so it would be much easier to apply the fertilizer. Actually, I haven't been to the field for a long time, so I didn't realize it had grown so big. Later, with a lot of difficulty, I sprinkled the fertilizers on the field. It took about 40 minutes. There is 30 percent more accumulation here, and it took a little longer for the trees to grow.
IMG_20250311_170111.jpg
And after giving the land sir, we have to give water and giving water there is a bit of a hassle. Because even though there is boating nearby, there is no provision for giving water. There is a house a little far away, and basically we have to give water from there. But a little far away, I saw a younger brother giving water by bringing electricity from their house. Later, I went to him and asked him to give water to our land. He told me, brother, it will take a long time to give water to our land, and besides, we brought it from someone else, so it will not be possible to give it.
IMG_20250311_170141.jpg
I told him what to do next.. Then I left from there to go home. And on the way home, I saw some swans belonging to a younger brother and had to go home through there.. When I was coming near the ducks, the ducks ran towards me and I was scared to bite them.. Then I stepped back a little and called that brother. Later he came and stood next to the ducks and I left..
And yes, the funny thing is that I didn't say anything to him but he came running to bite me. Animals also know humans, they know that they are their owners. And I always feed him, so nothing can be done to him. And I am a stranger, so he came running towards me, isn't it strange? Anyway, later I came home from there and spent some time busy like this.