অনেকদিন পর আবারো কলেজ,, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কলেজ যাওয়া হয় না বললেই চলে।। বর্তমান সময়ে চতুর্থ বর্ষ মানে ফাইনাল ইয়ার সকল ছাত্রদের জন্য ফরম ফিলাপ হচ্ছে মূলত ফরম ফিলাপ করার জন্য কলেজে যাওয়া।। প্রায় বন্ধুরাই ফরম ফিলাপ করে শেষ করেছে কয়েকজন ব্যতীত।। তাই ভাবলাম ফরম ফিলাপ করে আসি যেহেতু করতেই হবে।।
![]() |
---|
বাসা থেকে অনেকটা দূর কলেজ আর আমার একটা বন্ধু আছে আমাদের বাসায় থাকে কিছুটা দূরে থাকে।। তার বাইক আছে সে বলতেছিল গাড়ি নিয়ে কলেজে যাব আমিও বললাম ঠিক আছে।। আর আমার দুইটা বান্ধবী আছে তারা যাওয়ার কথা ছিল কিন্তু তারা বলে আমাদের টাকা নিয়ে যেয়ে ফরম ফিলাপটা করে দিতে আমরা বললাম ঠিক আছে।। আরে ওদের টাকা নিয়ে বন্ধুসহ চলে যাই কলেজ।।
আগে ফরম ফিলাপ করতে অনেকটাই সহজ হত বর্তমান সময়ে একটু ভোগান্তি পোহাতে হয়। কারণ আগে ব্যাংক থেকে লোক কলেজে এসে বসত আর সেখানেই টাকা দিলে হতো।। এখন বাইরে কম্পিউটারের দোকানে যেয়ে টাকা জমা করতে হয় আবার সেখান থেকে একটা কাগজ দেয় সেটা নিয়ে কলেজে যেয়ে আবার জমা দিতে হয়।। সব মিলিয়ে একটু ভোগান্তির মধ্যেই পড়তে হয়।। পরে কি আর করার কলেজে যাওয়ার পর সেখান থেকে সেই কম্পিউটার দোকানে চলে যায় আর টাকা পরিশোধ করে আবারো কলেজ।।
![]() |
---|
আর কলেজে আমাদের ডিপার্টমেন্টে ঢুকে সেই ভাইকে কাগজ জমা দেই সব মিলিয়ে প্রায় ৪৪০০ টাকার মত লাগে।। আর টাকা জমা দেওয়ার পর আমরা সেখান থেকে বের হই।। পরে আমাদের আর একটা বন্ধু আছে সে একটা কোম্পানিতে চাকরি করে কুড়িগ্রামই থাকে, পরে তার সাথে দেখা করি।। আর সেখান থেকে চলে যায় TTC তে সেখানে আমার একটা বান্ধবী ছিল সে কম্পিউটার শিখে আর সে বলতেছিল দেখা করতে।। পরে আমরা সেখানে যেয়ে তার সাথে দেখা করি।
![]() |
---|
পরে সেখান থেকে বেরিয়ে পড়ি আর আমার সেই বন্ধুটার সাথে বসে তিনজনে অনেকক্ষণ গল্প করতেছিলাম।। মূলত সেও আমাদের সাথে পড়াশোনা করত তার ব্যক্তিগত কিছু সমস্যা থাকার জন্য এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে আর চাকরি করে।। পরে বেশ কিছু সময় তার সাথে গল্প করতে ছিলাম আর যেহেতু রমজান মাস খাওয়া-দাওয়ার কোন ঝামেলা নেই তাই আমরা এমনি অনেকটা সময় অতিবাহিত করি।।
পরে সেই বন্ধুকে রেখে আমরা সেখান থেকে বাসায় আসার জন্য রওনা দেই।। অনেকদিন পর তিন বন্ধু একত্রিত হয়ে ভালই লাগতেছে।। যাইহোক পরে সেখান থেকে বাসায় চলে আসি, আর বাসায় আসতে আসতে প্রায় তিনটা পার হয়ে যায়।।
College again after a long time, it can be said that one does not go to college without any special need. Currently, for all the students of the fourth year, that is, the final year, the form filling is basically going to college to fill the form. Almost all my friends have completed the form filling except for a few. So I thought I would fill the form and come since I have to do it.
IMG_20250318_165042.jpg
The college is quite far from home and I have a friend who lives at our house a little far away. He has a bike and he said he will take the car to college. I said okay. And I have two girlfriends. They were supposed to go but they said they would take our money and fill out the form. We said okay. Hey, let's take their money and go to college with my friend.
Earlier it was much easier to fill up the form but nowadays it is a bit of a hassle. Because earlier people used to come to the college from the bank and pay the money there. Now you have to go to a computer shop outside and deposit the money and then they give you a paper and you have to go to the college and deposit it again. All in all, you have to study in a bit of a hassle. What else can you do after going to college? From there, you go to the computer shop and pay the money and go back to the college.
IMG_20250318_165011.jpg
And in college, we went to our department and submitted the papers to that brother, it cost about 4400 taka in total. And after submitting the money, we left there. Later, we have another friend, he works in a company and lives in Kurigram, later we met him. And from there he went to TTC. I had a friend there, she was learning computers and she said to meet. Later, we went there and met her.
IMG_20250318_165024.jpg
Later, I left there and sat with my friend and the three of us talked for a long time. He used to study with us, but now he has left his studies and is working due to some personal problems. Later, I talked with him for quite some time and since there is no problem with food and drink during the month of Ramadan, we spent a lot of time like that.
Later, leaving that friend behind, we set off to return home. It was nice to see three friends together after a long time. Anyway, we left for home later, and it was almost three o'clock by the time we got home.