মন ভালো করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি ভূমিকা পালন করে।। আপনি খেয়াল করলেই দেখতে পারবেন যখন আপনার মন খারাপ থাকবে প্রাকৃতির মাঝখানে গেলে অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে।। আমাদের প্রতিটি মানুষের মন ভালো করার কিছু মাধ্যম থাকে আর যখন মন খারাপ থাকে আমরা সেই কাজগুলো করতে ভীষণ ভালোবাসি।। মাঝে মাঝে আমার মন খারাপ হলে বিকাল মুহূর্তে হাঁটাহাঁটি করতে বের হই আর প্রাকৃতিক সৌন্দর্য দেখার চেষ্টা করি।।
আমরা গ্রামে বসবাস করি আর আমাদের চারপাশে ই সবুজ প্রাকৃতিক দৃশ্য সব সময় চোখে পড়ে।। প্রাকৃতিক দৃশ্য মানুষকে অনেক বেশি আনন্দ দিয়ে থাকে।। শহরের মানুষ এরকম প্রাকৃতিক দৃশ্য খুবই কম দেখতে পায় কারণ তাদের চারপাশেই শুধু দেওয়ালের পাচির।। আর সেই অনুযায়ী আমরা গ্রামের মানুষ অনেক ভালো আছি একদম খোলামেলা পরিবেশে সব সময় চলাফেরা করতে পারি।।
ভালো লাগতেছিল না তাই মন ভালো করার জন্য রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে ছিলাম। আর কিছু দূর যেতে দেখতে পাই একটা ব্রিজ আর এটি নতুন হয়েছে এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি।। বাসা থেকে কিছুটা দূরে আর মাঝে মাঝেই সেখানে যাওয়া হয়।। যেহেতু বিকেল হয়েছে আর বিকালের মুহূর্তে সেখানে গেলে বেশ ভালো লাগে।। তাই ভাবলাম সেখানে যেয়ে কিছুটা সময় অতিবাহিত করি।।
![]() |
---|
![]() |
---|
আর সেখানে যেয়ে বসে থাকতেই নজর পড়ে সূর্যের দিকে যেন আমার দিকে তাকিয়ে আছে।। তাই আমিও ভাবলাম একটু ভালোভাবে নজর দেই সূর্যের দিকে।। তাই হাতটা বাড়ালাম আর চেষ্টা করলাম হাতের আঙ্গুলের মাঝখানে সূর্যকে নেওয়ার।। বাহ কি চমৎকারভাবে হাতের মাঝখানে সূর্য বসে গেল দেখতেই অনেক ভালো লাগতেছিল।।
![]() |
---|
![]() |
---|
বিকাল মুহূর্তে এরকম দৃশ্য খুবই কম নজরে পড়ে।। যেহেতু এবার নজরে পড়েছে তাই চেষ্টা করলাম ভালোভাবে বেশ কিছু ফটোগ্রাফি নেওয়ার।। সূর্য অস্ত্র যাওয়ার মুহূর্ত সত্যি অসম্ভব সুন্দর লাগে।। যখন হাত দিয়ে সূর্যর ফটোগ্রাফি নিছিলাম মনে হচ্ছিল সূর্য আরও কাছে চলে আসছে।। আর দেখতেই ভালো লাগছিল আর এই ভালোলাগার মুহূর্ত আরো কিছু সময় উপভোগ করার চেষ্টা করলাম।।
![]() |
---|
আর একটু পরেই একটা ছোট ভাইও সেখানে আছে আর তাকে দেখাচ্ছিলাম সূর্য অস্ত্র যাওয়ার দৃশ্য।। সেও দেখে বলতেছিল খুবই চমৎকার লাগছে দেখতে।। পরে দুজনে মিলে সেই দৃশ্য উপভোগ করতে ছিল।।
![]() |
---|
মাঝে মাঝেই এই ছোট ভাইয়ের সাথে সময় অতিবাহিত করি।। বাসা থেকে কিছুটা দূরে সে থাকে কিন্তু খুব বেশি দেখা মেলে না কারণ সেও পড়াশোনা নিয়ে ব্যস্ত।। কিন্তু রমজান মাস আসার পরে বিকেল মুহূর্তে তার সাথে দেখা হয়।। পরে তার সাথে ও বসে থাকে অনেকক্ষণ গল্প করতে ছিলাম।।
বিকাল মুহূর্তে তার সাথে সময় অতিবাহিত করতে ভালই লাগতেছিল।। রমজান মাসে বিকাল হলে একটু খারাপই লাগে মনে হয় সময় অতিবাহিত হচ্ছে না।। পরে তার সাথে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে বাসায় চলে আসে।। আর এ ভাবেই আনন্দ সাথে একটি বিকাল অতিবাহিত করি।।
Natural beauty plays a big role in improving your mood. If you pay attention, you will see that when you are feeling down, if you go to the middle of nature, your mood will automatically improve. Each of us has some means of improving our mood and when we are feeling down, we love to do those things. Sometimes when I am feeling down, I go out for a walk in the afternoon and try to see the natural beauty.
We live in the village and we always see green natural scenery around us. Natural scenery gives people a lot of joy. People in the city rarely see such natural scenery because they are surrounded by only walls. And accordingly, we villagers are very happy and can always move around in an open environment.
I was not feeling well so I was walking along the road to improve my mood. After going a little further, I saw a bridge and it was new and the work was not yet complete. It is a little far from home and I go there occasionally. Since it is afternoon and it is quite nice to go there in the afternoon. So I thought I would spend some time there.
IMG_20250312_190044.jpg
IMG_20250312_190002.jpg
And as I was sitting there, I noticed the sun as if it was looking at me. So I also thought I would take a closer look at the sun. So I extended my hand and tried to catch the sun between my fingers. Wow, how beautifully the sun sat between my hands. It was so nice to see.
IMG_20250312_185850.jpg
IMG_20250312_185823.jpg
Such a scene is rarely seen in the afternoon. Since it was noticed this time, I tried to take some good photographs. The moment the sun sets is truly incredibly beautiful. When I took a photograph of the sun with my hand, it seemed like the sun was getting closer. And it was nice to see and I tried to enjoy this beautiful moment for a while longer.
IMG_20250312_185921.jpg
And a little later, a younger brother was also there and I was showing him the scene of Surya's arms going down. He also saw it and said it looked very beautiful. Later, the two of them were going to enjoy the scene together.
IMG_20250312_185908.jpg
I occasionally spend time with this younger brother. He lives a little far from home but we don't see each other much because he is also busy with his studies. But after the month of Ramadan comes, I meet him in the afternoon. Later, I sit with him and talk for a long time.
It felt good to spend time with him in the afternoon. It feels a little bad when it's afternoon during the month of Ramadan, it feels like time isn't passing. Later, after spending some time with him, he comes home. And in this way, we spend an afternoon happily.