আমি ফুটবল খেলতে দারুন পছন্দ করি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে ফুটবল খেলা নিয়ে সুন্দর দারুন চমৎকার একটি বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কমবেশি সবাই খেলাধুলাকে পছন্দ করি বিশেষ করে ফুটবল খেলা এটি খুবই জনপ্রিয় একটি খেলা যখন বিশ্বকাপ খেলা হয় তখন আপনি দেখবেন ছোট থেকে ছোট বড় থেকে বড় বৃদ্ধ সবাই ফুটবল খেলা দেখার প্রতি আগ্রহ করে।
কারণ ফুটবল একটি জনপ্রিয় খেলা ক্রিকেট খেলা সবাই পছন্দ করে না তবে হ্যাঁ যুবক শ্রেণির প্রত্যেকটা মানুষ ফুটবল খেলাকে পছন্দ করে কিন্তু যারা মোটামুটি বয়স্ক হয়েছে তাদের কাছে ক্রিকেট খেলাটা কেমন যেন মনে হয় তারা মনে করে এটি লাঠি দিয়ে মারামারি একটা খেলা, আসলে বিষয়টি হাস্যকর হলেও এটাই বাস্তব কারণ এখনকার লোকেরা যেমন আমাদের বাপ চাচা ঢাকা নানা এদের কথায় বলা যাক তাদের কাছে যদি ক্রিকেটের কথা বলা হয় তাহলে তারা রেগে যায় এবং এ কথা বলে যে এটি একটা খেলা হলো? এর চেয়ে আরো কত ভালো ভালো খেলা আছে সেগুলো খেলতে পারোস না! এর দ্বারা বোঝা যায় ক্রিকেট খেলা তাদের কাছে পছন্দ নয় কিন্তু যদি ফুটবলের কথা আপনি তাদেরকে বলেন তাহলে তারা খুব বেশি আনন্দিত হয় ও খেলা দেখার প্রতি উৎসাহিত হয়।
খেলা দেখার মধ্যে অনেক আগ্রহ সৃষ্টি হয় আর আমরা যারা ফুটবল খেলি তারা তো খেলতে ভালোবাসি দেখতেও ভালোবাসি এবং আমরা সবাই কোন না কোন দল সাপোর্ট করি তবে মুসলিম হিসেবে আমাদের এমন কোন দল সাপোর্ট না করাই ভালো। অনেক সময় দেখা যায় ইহুদি খ্রিস্টানদের দল নিয়ে সাপোর্ট করে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি হয় নিজেদের মধ্যে তর্কাতর্কি সৃষ্টি হয় নিজেদের মধ্যে মারামারি হওয়ার মতো উপক্রম হয় আবার কোন কোন জায়গায় মারামারিও হয় এগুলো যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সকলকে এই বিষয়ে পূর্ণ সতর্ক থাকতে হবে যাতে করে এই বিষয়গুলোতে কখনো মারামারি বা গ্যাঞ্জাম না হয়।
আমরা গ্রামাঞ্চলে ফুটবল খেলি কোথায় এটি যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা ভালোভাবেই জানে আমরা অনেক সময় দেখা যায় চাইনিজ মাঠ অর্থাৎ ধানের ক্ষেত বাংলা ভাষায় গ্রাম্য ভাষায় বলা হয় ধানের ক্ষেতে যখন আমরা ধান উঠায় তখন বিশাল একটি খেত দেখা যায় আর সেখানেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকি কোন কোন সময় আমরা দুদিকে বাঁশ দিয়ে গোলকি বানিয়ে সেখানে আমরা ফুটবল খেলাধুলা করি আবার কোন কোন সময় মাঠের মধ্যে সুন্দর করে কাজ করে কিরিস বানিয়ে সেখানে ক্রিকেট খেলার মাঠ তৈরি করি ও সবাই মিলে খেলাধুলা করি।
আবার অনেক সময় আমাদের যমুনা নদীর পাশে যখন বিশাল বড় মাঠ ওঠে তখন আমরা সেই মাঠে খেলাধুলা করি বিশেষ করে আরেকটি খেলার জায়গা আমাদের জন্য নির্ধারণ হয়েছে তা হল বালুর বাদে , আমরা যখন বালুর মাঠে অর্থাৎ বালুর বাঁধে খেলি সেখানে বিশাল বড় জায়গা অর্থাৎ সেটি একটি বাঁধ বানানো হয়েছে নদীর ভিতরে দিয়ে সেখানে খেলে অনেক মজা পাওয়া যায় কারণ সেখানে জায়গা অনেক বড় আর খেলতে হয় ভালোর উপর সেখানে সবাই খুব বেশি দৌড়াতেও পারে না বরং সেখানে সুশৃংখলভাবে ধীরে ধীরে খেলা হয় অনেক সময় আমরা সেখানে মিনিবার দিয়ে খেলে মিনিবার বলতে হাত দিয়ে বল ধরা যাবে না বরং পা দিয়ে ঠেকাতে হবে ধরতে হবে।
যাইহোক এভাবেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলা করে থাকি বিশেষ করে ফুটবল খেলা আমার কাছে অনেক প্রিয় আমি একটি ঘটনার কথা আপনাদেরকে বলে যায় তখন আমাদের গ্রামে ফাইনাল খেলা শুরু হয়েছিল কারণ আমরা অনেকদিন আগে থেকেই টুর্নামেন্ট ছেড়েছিলাম একপর্যায়ে খেলা হাসতে হাসতে ঈদের আগ মুহূর্তে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। যেহেতু আমাদের খেলা ছিল বিবাহিত বনাম অবিবাহিতদের সাথে ওবায়দন খুবই শক্তিশালী ছিল। এরপর আবার ঈদের সময় তাহলে তো বুঝতে পারছেন যারা ঢাকায় থাকে অথবা বিভিন্ন জায়গায় চাকরি-বাকরি করে তারা ঈদে বাড়িতে আসছে তারাও খেলতে আসছে আমি সেদিন কোন একটা কাজে সিরাজগঞ্জ শহরে গিয়েছিলাম।
শহর থেকে আসতে আসতে প্রায়ই হাফটাইম শেষ হয়ে গিয়েছে হাফ টাইমের পরে আমি অবিবাহিতদের দল থেকে মাঠে নেমে পড়লাম এবং বিবাহিতদের দল থেকেও অনেকেই ব্লাড পরিবর্তন করলো সেখানে সেনাবাহিনীর চাকরি করে এমন তিনজন নেমে পড়ল বিবাহিতদের দল থেকে। আমাদের অবিবাহিতদের মধ্যেও অনেকে বদল করা হলো যারা ৪৫ মিনিট খেলেছে এবং হাঁপিয়ে গিয়েছে দুর্বল হয়ে পড়েছে তাদেরকে বসিয়ে রেখে যারা নতুন দৌড়াতে পারবে বেশি তাদেরকেই নামানো হলো। আমি আগে খুব বেশি ফুটবল খেলতে পারতাম যদিও এখন অনেকদিন ধরে না খেলার কারণে আর বেশি খেলতে পারি না কিন্তু আগে খেলতে পারতাম। তাই আমাকেও সেদিন প্রেমের পরে নামানো হয়েছিল।
খেলা যখন ২ মিনিট শেষ হলো হঠাৎ করে একজন মাটিতে লুটে বললো। আমরা এখনো বল পায়ের সাথে লাগাতেই পারলাম না কিন্তু সে বলটা ধরে হাওয়ার উপর ঘুরানি দিয়ে পড়ে গেল এবং সে বলতে লাগলো আমি শেষ। সঙ্গে সঙ্গে আমরা ধরে আসলাম এবং তার পা ধরে সোজা করা শুরু করলাম কিন্তু সে বলল আমার পা ভেঙে গেছে। অবশ্য আমরা পাশ থেকে কোন একটা আওয়াজ শুনেছিলাম কিন্তু কিসের আওয়াজ পাচ্ছি আমরা বুঝতে পারিনি কিন্তু যখন সে একথা বললো যে আমার পা ভেঙে গেছে তখন আমরা বুঝতে পারলাম এই শব্দটা পা ভাঙ্গার শব্দই ছিল। তৎক্ষণাৎ আমাদের অবস্থা ও অন্যরকম হয়ে গেল।
উনি একজন সেনাবাহিনীর ডিফেন্ডার ছিল। উনি একজন যোদ্ধা হঠাৎ করে তার এমন একটা ক্ষতি হয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারে না। আমরা কোনমতে থাকি সেখান থেকে নিয়ে হাসপাতালে যাই এবং সরকারিভাবে তাকে চিকিৎসা করা হয়। তার পায়ের মধ্যে রড লাগানো হয় যাতে করে সে আগের মত আবার হাঁটতে পারে অনেকদিন পর এখন আবার তারা সমস্যাটা আরো বেড়ে গেছে তাই ভিন্ন কোন পান্তা অবলম্বন করবে বলে মনে হচ্ছে। সরকারি চাকরির মেয়াদ ১০ বছর থেকে দু বছরে নেমে এসেছে এবং সে রিটান নিয়েছে। যাইহোক বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
I love playing football.
Bismillahir Rahmanihir Rahim. Assalamu Alaikum wa Rahmatullah. Hello friends, how are you all? I hope you are very well by the grace of Allah. I am also very well and healthy, Alhamdulillah, by the grace of Allah. The topic that I will share with you today is about the game of football. I will try to present a beautiful and wonderful topic to you, Insha Allah. We all love sports, especially football. It is a very popular game. When the World Cup is played, you will see that everyone from young to old is interested in watching football.
Because football is a popular game, not everyone likes to play cricket, but yes, every young person likes to play football, but for those who are quite old, they think that playing cricket is a game of fighting with sticks, in fact, although it is funny, this is true because today's people, like our fathers, uncles, grandparents, if cricket is mentioned to them, they get angry and say that it is a game? There are many better games than this, can't you play them! This means that they don't like playing cricket, but if you tell them about football, they are very happy and are encouraged to watch the game.
Watching the game creates a lot of interest and we who play football love to play and also love to watch and we all support some team or the other, but as Muslims, it is better for us not to support such a team. Many times it is seen that Jews and Christians support each other's teams and create conflicts among themselves, arguments arise among themselves, and even fights occur in some places. We must keep a vigilant eye on this so that these do not happen and everyone must be fully alert so that these issues never cause fights or conflicts.
We play football in rural areas. Those who live in rural areas know very well where we play football. We often see Chinese fields, that is, rice fields. In rural Bengali, when we harvest rice, a huge field is seen and there we play different types of games at different times. Sometimes we make goalies with bamboo on both sides and play football there, and sometimes we work beautifully in the field and make cricket pitches there and everyone plays games together.
Again, many times when a huge field is built next to our Yamuna river, we play in that field, especially another place for us to play is Balur Bade, when we play in the sand field, that is, in the sand dam, there is a huge place, that is, a dam has been built inside the river, it is a lot of fun to play there because the space is very big and you have to play on the ground, everyone cannot run too much there, but they play slowly and orderly there. Many times we play there with a minibar, meaning the minibar cannot be caught with the hand, but you have to block it with your feet.
Anyway, we play different sports at different times, especially football, which is very dear to me. I will tell you about an incident. Then the final game started in our village because we had left the tournament a long time ago. At one point, our final game was held just before Eid, laughing and laughing. Since our game was between married and unmarried people, the obedience was very strong. Then again during Eid, you can understand that those who live in Dhaka or work in different places and come home for Eid also come to play. I went to Sirajganj city for some work that day.
Halftime is often over when I come from the city. After halftime, I went down to the field from the singles team and many from the married team also changed blood. There were three people who were serving in the army from the married team. Many of our singles were also changed. Those who played for 45 minutes and were panting and weak were left sitting and those who could run more were put down. I used to play football a lot, although now I can't play much anymore because I haven't played for a long time, but I could play before. So I was also put down that day after love.
When the game was 2 minutes over, suddenly one of them fell to the ground and said. We still couldn't put the ball with our feet but he caught the ball and spun in the air and fell and he started saying I'm finished. We immediately caught up with him and started straightening his leg but he said that my leg was broken. Of course we heard a sound from the side but we did not understand what the sound was but when he said that my leg was broken then we understood that this sound was the sound of a broken leg. Immediately our situation became different.
He was an army defender. He is a warrior and no one can imagine that he would suddenly suffer such a loss. We somehow took him from there to the hospital and he was treated officially. Rods were inserted in his leg so that he could walk again like before. After a long time now they have again increased the problem so it seems that they will adopt a different tactic. The government service period has been reduced from 10 years to two years and he has taken the return. Anyway, forestI am saying goodbye here today, may everyone be well and healthy, may Allah protect us.