খুব ইচ্ছে ছিল একদিন এই প্রিয় ঐপন্যাসিকের সামনে দাড়িয়ে শ্রদ্ধা জানানোর। তার প্রতিটি উপন্যাস যুগ যুগ ধরে দুঃসাহসিক সব স্বপ্ন দেখাবে হাজারো কিশোরকে। প্রতিটি লাইন পড়ার সময় প্রতিটি কিশোরের ধমনিতে টগবগ করতে থাকবে তাজা রক্ত।
" মাসুদ রানা" বাংলা সাহিত্যের এক অমর সৃষ্টি।
ভুলতে পারি না "ধ্বংস পাহাড়ের" সেই মাসুদ রানা আর কবির চৌধুরী কে।
এরপর একে একে সমস্যা সমাধানে প্রকাশিত হয় ৪০০+ উপন্যাসে চিরযৌবন এক তেজ দীপ্ত তরুনের গল্প।
সেবা প্রকাশনী মাসুদ রানা সব যেনো আজ নিরব। আমাদের কৈশোর জমানো, প্রিয় কাজী আনোয়ার হোসেন আর নেই।
একটি নক্ষত্রের পতন 😭😭😭😭😭😭😭।
I wanted to pay my respects to this beloved novelist one day. Each of his novels will show thousands of teenagers dreams of adventure for ages. While reading each line, fresh blood will continue to flow in the arteries of every teenager.
"Masud Rana" is an immortal creation of Bengali literature.
I can't forget who is Masood Rana and Kabir Chowdhury of "Destruction Hill".
Then, one by one, 400+ novels were published to solve the problem.
Seva Prakashani Masud Rana seems to be silent today. Our adolescent, dear Kazi Anwar Hossain is no more.
The fall of a star 7.