Habibullah Siraj (31 December 1947 - 24 May 2021)

in writer •  3 years ago 

হাবীবুল্লাহ সিরাজী (৩১ ডিসেম্বর ১৯৪৮ - ২৪ মে ২০২১) ছিলেন একজন বাংলাদেশী কবি ও লেখক। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন। সিরাজী ২০১৮ সালের ২০ ডিসেম্বর থেকে মৃত্যু অবধি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন।

writer.jpg

জন্ম ও শিক্ষা জীবন
সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হোসেন সিরাজী ও মাতা জাহানারা বেগম। তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে ১৯৬৪ সালে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে ১৯৬৬ সালে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন।

সাহিত্য কর্ম
হাবীবুল্লাহ সিরাজী'র প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২টি। এছাড়াও তিনি ২টি উপন্যাস, ২টি প্রবন্ধ, ১টি স্মৃতিকথা এবং ১০টির মতো ছড়া/পদ্যগ্রন্থ রচনা করেছেন।

কাব্যগ্রন্থ
কবিরাজ বিল্ডিংয়ের ছাদ
দাও বৃক্ষ দাও দিন (১৯৭৫),
মোমশিল্পের ক্ষয়ক্ষতি (১৯৭৭),
মধ্যরাতে দুলে ওঠে গ্লাশ (১৯৮১),
হাওয়া কলে জোড়া গাড়ি (১৯৮২),
নোনা জলে বুনো সংসার (১৯৮৩),
স্বপ্নহীনতার পক্ষে (১৯৮৪),
আমার একজনই বন্ধু (১৯৮৭),
পোশাক বদলের পালা (১৯৮৮),
প্রেমের কবিতা (১৯৮৯),
কৃষ্ণ কৃপাণ ও অন্যান্য কবিতা (১৯৯০),
সিংহদরজা (১৯৯০),
বেদনার চল্লিশ আঙুল (১৯৯০),
ম্লান, ম্রিয়মাণ নয় (১৯৯২),
বিপ্লব বসত করে ঘরে (১৯৯৯),
ছিন্নভিন্ন অপরাহ্ণ (১৯৯৯),
জয় বাংলা বলোরে ভাই (২০০০),
সারিবদ্ধ জ্যোৎস্না (২০০০),
সুগন্ধ ময়ূর লো (২০০০),
নির্বাচিত কবিতা (২০০১),
মুখোমুখি (২০০১),
তুচ্ছ (২০০৩),
স্বনির্বাচিত প্রেমের কবিতা (২০০৪),
হ্রী (২০০৫),
কতো কাছে জলছত্র, কতোদূর চেরাপুঞ্জি (২০০৬),
কাদামাখা পা (২০০৬),
ভুলের কোনো শুদ্ধ বানান নেই (২০০৮),
শূন্য, পূর্বে না উত্তরে (২০০৯),
ইতিহাস বদমাশ হ’লে মানুষ বড়ো কষ্ট পায় (২০০৯),
একা ও করুণা (২০১০),
যমজ প্রণালী (২০১১),
কবিতাসমগ্র (২০১১),
আমার জ্যামিতি (২০১২)
ছড়া-পদ্য
ইল্লিবিল্লি (১৯৮০),
নাইপাই (১৯৮৪),
রাজা হটপট (১৯৯৯),
ফুঁ (২০০১),
ফুড়–ৎ (২০০৪),
এই আছি, মৌমাছি (২০০৮),
মেঘভ্রমণ (২০০৯),
রে রে (২০১০),
ছয় লাইনের ভূত (২০১১),
ছড়াপদ্য (২০১২)
উপন্যাস: ১. কৃষ্ণপক্ষে অগ্নিকা- (১৯৭৩), ২. পরাজয় (১৯৮৮)
প্রবন্ধ: দ্বিতীয় পাঠ (২০১০), মিশ্রমিল (২০১২)
স্মৃতিকথা: আমার কুমার (২০১০)

পদক, পুরস্কার ও সম্মাননা

যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৭),
আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯),
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৯১),
বিষ্ণু দে পুরস্কার (২০০৭),
রূপসী বাংলা পুরস্কার (২০১০),
কবিতালাপ সাহিত্য পুরস্কার (২০১০),
একুশে পদক (২০১৬)
Habibullah Siraj (31 December 1947 - 24 May 2021) was a Bangladeshi poet and writer. He was awarded the Ekushey Padak in 2016 by the Government of Bangladesh in recognition of his contribution to Bengali language and literature. Siraj was the Director General of Bangla Academy from December 20, 2016 till his death.

Birth and education life
Siraj was born on 31 December 1947 in Faridpur district. His father Abul Hossain Siraj and mother Jahanara Begum. He graduated from Faridpur Zilla School in 1974, from Faridpur Rajendra College in 1976 and from Bangladesh University of Engineering in 1980.

Literary work
The number of books of poetry published by Habibullah Siraj is 32. He has also written 2 novels, 2 essays, 1 memoir and 10 rhymes / verses.

Poetry
Roof of Kabiraj building
Dao Vriksha Dao Din (1985),
Loss of wax industry (197),
Glass (1981), shaking at midnight,
Hawa Kale Jora Gaadi (1982),
Wild world in salt water (1983),
For Dreamlessness (1984),
I have only one friend (198),
Change of clothes (197),
Love Poems (1989),
Krishna Kripan and Other Poems (1990),
Singhadarja (1990),
Forty Fingers of Pain (1990),
Faded, Not Dreamy (1992),
Biplob Basat Ke Ghare (1999),
Scattered Afternoon (1999),
Joy Bangla Balore Bhai (2000),
Aligned Moonlight (2000),
Sugandha Mayur Lo (2000),
Selected Poems (2001),
Face to Face (2001),
Trivial (2003),
Self-selected love poems (2004),
Hri (2005),
How close is Jalchatra, how far is Cherrapunji (2006),
Kadamakha Pa (2006),
No misspellings (2007),
Zero, neither before nor north (2009),
People suffer when history is bad (2009),
Eka O Karuna (2010),
Twin method (2011),
Poems (2011),
My Geometry (2012)
Rhyme
Illybilli (1970),
Naipai (1984),
Raja Hotpot (1999),
Blow (2001),
Fur-T (2004),
Here I am, Bee (2006),
Cloud Travel (2009),
Ray Ray (2010),
Ghosts of the Six Lines (2011),
Rhyme (2012)
Novel: 1. Krishnapakse Agnika- (1983), 2. Defeat (198)
Articles: Second Lesson (2010), Mixed Mill (2012)
Memoirs: Amar Kumar (2010)

Medals, awards and honors

Jessore Sahitya Parishad Award (1986),
Alaol Sahitya Puraskar (1989),
Bangla Academy Literary Award (1991),
Vishnu De Award (2006),
Ruposhi Bangla Award (2010),
Kabitalap Sahitya Puraskar (2010),
Ekushey Padak (2017)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!