আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সেই সাথে আমি আরো দোয়া করি। আপনাদের বাবা-মা ও ছোট ভাই বোন যেন সুস্থ রাখে আল্লাহ তায়ালা। আপনারা যেন আপনাদের বাবা মার খেয়াল রাখতে পারেন। আমি আল্লাহতালার কাছে দুহাত ধরে মোনাজাত করি। আপনাদের যেন সুস্থ রাখে এবং কি আপনাদের পরিবারের সকল যেন সুস্থ ও শান্তিতে রাখে আল্লাহ্ তাআলা।
আজকে আমি আমার কাজ সম্পর্কে কিছু বর্ণনা শেয়ার করবো আপনাদের সাথে। এখন আমি সকাল সাড়ে তিনটা বাজে ঘুম থেকে উঠি। মুখ ধুয়ে ফ্রেশ হই। তারপরে আমি কাজে আসি সকাল চারটা বাজে। আগে আমি যখন বাড়িতে ছিলাম আমাকে কেউ সকাল পাঁচটা বাজে ঘুম থেকে ডেকে উঠাতে পারত না। আর এখন আমি প্রতিদিন সাড়ে তিনটা বাজে মোবাইলে তিনটা অ্যালার্ম লাগায় ঘুম থেকে ওঠা লাগে। আজকে সকাল বেলা যখন ডিউটিতে আসতে ছিলাম বাইরে অনেক বাতাস ছিল তাই ঠান্ডা লাগতেছি। এরকম যদি বাংলাদেশ হতে তাহলে কখনো কাজে আসতাম না আমি।
যাইহোক তারপরে আমি কাজ শেষ করে রুমে গেলাম তখন বাজে সাড়ে সাতটা। রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে শুয়ে পড়লাম কেননা আবার সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠতে হবে আমাকে। তারপরে মোবাইলে এলানা আওয়াজের সাড়ে দশটা বাজে আমার ঘুম থেকে ওঠা হয়। আবার কাজে চলে আসি আমি এগারোটা বাজে কাজে এসে দুপুর ২ টা পর্যন্ত কাজ করেই আমি রুমে চলে যাই। আবার বিকাল পাঁচটা বাজে আমি কাজে চলে আসি কাজে এসে আমাদের কিচেনে থেকে খাবার নিয়ে আসে সিনিয়র ম্যাচে।
বিকেল পাঁচটা বাজে যখন গাড়ি খাবার নিয়ে আসে তারপরে আমি খাওয়াটা সাজিয়ে দিয়ে পড়ে। খাবারটা সাজিয়ে দিতে আমার আধাঘন্টা টাইম লাগছে। তারপরে আমি আধা ঘন্টার জন্য ম্যাচ থেকে বাইর হয়ে দেখেছি। আজকে সূর্যটা অনেক সুন্দর দেখাতে ছিল তাই জন্য সূর্যটা ছবি তুলে নিলাম একটা। তারপর সন্ধ্যা ছয়টা বাজে আমি আবার আমার কাজ স্টার্ট করি। আমার কাজ শেষ হতে রাইতে সাড়ে নয়টা বেজে যায়।
অবশেষে এটাই বলতে চাই। ভুল মানুষেরই হয়। আমার কিছু ভুল হতেই পারে। আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ভুলগুলো দেখিয়ে দিলে। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভুলগুলো সংশোধন করে। আমি আপনাদের ভাল কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।