আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সেই সাথে আমি আরো দোয়া করি। আপনাদের বাবা-মা ও ছোট ভাই বোন যেন সুস্থ রাখে আল্লাহ তায়ালা। আপনারা যেন আপনাদের বাবা মার খেয়াল রাখতে পারেন। আমি আল্লাহতালার কাছে দুহাত ধরে মোনাজাত করি। আপনাদের যেন সুস্থ রাখে এবং কি আপনাদের পরিবারের সকল যেন সুস্থ ও শান্তিতে রাখে আল্লাহ্ তাআলা।
দুপুর বেলা কাজের সময় আমাদের যে অবস্থা হয়। আমাদের এমন করুন অবস্থা হয় যা বলার বাহিরে। বর্তমানে এত গরম পড়তেছে যা ৪৫ ডিগ্রি সেলসিয়াস সৌদি আরবে পড়তেছে। আমাদের কাজ ছিল রুম চেক করা। খালি রোঙ্গাতে কি কি আছে সবকিছু চেক করে নিয়ে আসে আমাদের কাজ আজকে। রুমে কয়টা বেডশীট আছে বা কয়টা কম্বল আছে এগুলো সব কিছু চেক করা।
আমাদের কাজ শেষ হয় রাত ৯ টা বাজে। রাত নয়টা বাজে কাজ শেষ করে এসে রুমে আসি কিছুক্ষণ রেস্ট করি। আমাদের খাবার খেতে রাতের দশটা বেজে যায়। খাবার শেষ করে আমরা কিছুক্ষণ আড্ডা দি। আমরা এগারোটা বাজে শুয়ে পরি। কেননা কালকে সকালে আবার জলদি উঠতে হবে কাজের জন্য। কাজে একটু লেট হয়ে গেলে আমাদের বেতন থেকে টাকা কাটবে।
অবশেষে এটাই বলতে চাই। ভু ল মানুষেরই হয়। আমার কিছু ভুল হতেই পারে। আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ভুলগুলো দেখিয়ে দিলে। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভুলগুলো সংশোধন করে। আমি আপনাদের ভাল কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
বর্তমান সময়ে একটু গরম বেশি পড়ে। আপনি যেখানে আছেন সেখানে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পড়েছে এটা আসলে অনেক বেশি।
আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম আপনি সৌদি আরবে জীবিকা নির্বাহ করার জন্য গেছেন, আপনি একজন প্রবাসী ভাই।
আপনি আপনার কাজের অনেক কিছু আমাদের মাঝে শেয়ার করেছেন এবং আপনার কাজ রুমের ভিতরে।
আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো সবসময় ভালো থাকুন।