by @fizz.vai on Greenrain Laboratory School
View my bio on Blurt.media: https://blurt.media/c/greenrainlabschool
I have noticed that the students of our school have achieved very good skills in many subjects. And to highlight those skills, we take various initiatives so that they can present their performances in front of the people in a very beautiful way. A few days ago, an annual program was organized in our school and all the students of our school participated in this program and displayed their comments in front of everyone. To be honest, every person in our area was impressed by their performances because such performances are not often seen. I myself could not have imagined that such small children could present such beautiful personalities in front of the people, but when I saw it later, I felt very good. I think everyone in our area is very happy to see this performance of the students. I used to share these performances of our school on YouTube and Facebook earlier, but since joining this platform, now I share those performances here too so that you can see those performances very well. Please let me know in the comments how you liked this performance of Nasir. Like today, I will come up with a new video for you in the future.
আমি লক্ষ্য করে দেখেছি আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা অনেক বিষয়ে খুবই ভালো পারদর্শিতা অর্জন করেছেন। আর সে পারদর্শিতার বিষয়গুলোকে ফুটিয়ে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করি যেন তারা তাদের পারফরম্যান্স গুলো মানুষের সামনে খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পারে। গত কিছুদিন আগে আমাদের স্কুলে একটা বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর এই অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল এবং তাদের আর কমেন্টগুলো সকলের সামনে প্রদর্শন করেছিল। সত্য কথা বলতে তাদের পারফরমেন্স গুলোকে খেয়ে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের মুগ্ধ হয়েছিল কেননা এই ধরনের পারফরম্যান্স খুব একটা দেখতে পাওয়া যায় না। এত এত ছোট ছোট ছেলে মেয়েরা যে এত সুন্দর সুন্দর পারসোন্যান্স মানুষের মাঝে উপস্থাপন করতে পারবে সেটা আমি নিজেও ভাবতে পেরেছিলাম না কিন্তু পরবর্তী সময়ে যখন এটা দেখতে পেলাম তখন আমার কাছে খুবই ভালো লাগছিল। আমার কাছে মনে হয় ছাত্রছাত্রীদের এই পারফরমেন্স দেখে আমাদের এলাকার সকলেই অত্যন্ত খুশি হয়েছে আমাদের স্কুলের এই পারফরম্যান্স গুলো আমি পূর্বে youtube এবং ফেসবুকে শেয়ার করতাম কিন্তু এই প্লাটফর্মে যুক্ত হবার পর থেকে এখন আমি সেই পারফরম্যান্স গুলো এখানেও শেয়ার করে থাকি যেন আপনারা সেই পারফরম্যান্স গুলো দেখতে পারেন খুব ভালোভাবেই।নাসির এই পারফরম্যান্সটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মত এই পর্যন্তই পরবর্তী সময়ে আপনাকে মাঝে নতুন কোন একটা ভিডিও নিয়ে হাজির হব।