Impact of juvenile delinquency
The most common crimes committed by Bangladeshi teenagers are theft of pickpockets, ticketless train travel, shoplifting and harassment of girls.
In addition, juvenile delinquents often commit robberies and extort money from traders. Sometimes they even commit murder. Family members who have such juvenile delinquents lose their family peace.
Occasionally there are cases of sexual harassment of girls by the highest number of juvenile offenders in urban and rural areas of Bangladesh. They are obscene and indecent remarks towards girls.
Because of these, girls cannot travel safely to school-college-madrasa. If the bullies do not respond to the unjust offer, they kidnap the girls, physically abuse them or throw acid on them.
Parents are often attacked while protesting. Due to these scams, sometimes the students stop studying. Juvenile delinquency is often associated with drug addiction and other bad habits.
কিশোর অপরাধের প্রভাব
বাংলাদেশি কিশোররা সাধারণত যেসব অপরাধ করে তার মধ্যে রয়েছে চুরি পকেটমার বিনা টিকিটে রেল ভ্রমন দোকানপাট চুরি এবং মেয়েদের উত্ত্যক্ত।
এছাড়া কিশোর অপরাধীরা অনেক সময় দল বেঁধে ডাকাতি এবং ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে। থাকেন কখনো কখনো তারা খুন পর্যন্ত করে। যে পরিবারে এরকম কিশোর অপরাধী আছে তাদের পারিবারিক শান্তি বিনষ্ট হয়।
কখনো কখনো বাংলাদেশের শহর ও গ্রাম অঞ্চল সর্বোচ্চ কিশোর অপরাধীদের দ্বারা মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটে। তারা মেয়েদের প্রতি অশ্লীল ও অশোভন উক্তি।
এদের কারণেই মেয়েরা নিরাপদে স্কুল-কলেজ-মাদ্রাসা তে যাতায়াত করতে পারে না। বকাটে কিশোরদের অন্যায় প্রস্তাবের সাড়া না দিলে তারা মেয়েদের অপহরণ শারীরিক নির্যাতন বা তাদের উপর এসিড নিক্ষেপ করে।
প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় অভিভাবকরা তাদের আক্রমণের শিকার হয়। এসব বখাটের উৎপাতে কখনো কখনো ছাত্রীদের পড়ালেখা বন্ধ হয়ে যায়। কিশোর অপরাধীরা অনেক সময় মাদকাসক্তি ও অন্যান্য খারাপ অভ্যাস এর সঙ্গে জড়িত থাকে।