Mujibnagar Smriti Saudha | মুজিবনগর স্মৃতিসৌধ

in upvu •  3 years ago 

ASSALAMUALIKUM
OA ROHMATULLA
Hello..!!
My Dear Blurt,
I am @hasanuzzaman002 from Bangladesh
Today I am going to share
Mujibnagar Smriti Saudha

WWW.jpg

Mujibnagar Smriti Saudha (Memorial) At the initial stage of the War of Liberation, the government in exile of the People's Republic of Bangladesh took oath at village Baidyanathtala in Meherpur district on 17 April 1971. Baidyanatala was renamed as mujibnagar after the name of Bangabandhu Sheikh Mujibur Rahman. Later a memorial monument was constructed to commemorate the place of oath.

Immediately after the War of Liberation the Government of Bangladesh took initiative to make Mujibnagar memorable. On 31 August 1973 the government gave an instruction to construct a memorial at Mujibnagar. During the observance of Mujibnagar Day on 17 April 1974, Syed Nazrul Islam, the acting President of the Bangladesh Government in exile during the liberation war, formally inaugurated the project.

But after 1975 the work of the project was suspended. In 1986, initiative was taken to complete the work of the monument for which nearly two crore taka was sanctioned.

WWWWW.jpg

Mujibnagar Smriti Saudha
The Mujibnagar Smriti Saudha is the symbol of liberation war and the sacrifice of the Bangalis. It stands on a land measuring 20.10 acres. This monument was erected on twenty three triangular shaped concreted pillars, and appears to be a symbol of the rising sun in its design planned by architect Tanveer Naquib. Twenty three pillars symbolise the twenty three years of Pakistani rule and of the struggle that the Bangalis gradually unfolded during those twenty three years. The altar is built with a height of 3 6 and a diametre of 160. The pillars are standing in a line covering half of the altar. Of the octagonal triangular shaped pillars the height of the first one is 9 and the length is 20. Each of the following pillars has an additional height of 1 and length 9/ from the previous one and thus the 23rd pillar assumes a height of 25 6 with length 25 6. The round shaped altar is divided into three parts of different height from the surface. The height of the first, second and third is 2 6, 3 and 3 6 respectively. The numerous circles on the other part of the altar of 2 6 height symbolise the thirty lac martyrs in the War of Liberation. The other part of the altar of 3 height is covered by numerous pebbles symbolising the unified struggle of seven crore freedom fighter Banglalis. The place where oath was taken by the Mujibnagar Government has been earmarked by a rectangular of red cyramic bricks. The ascending stairs to the altar is of nine steps symbolising the progress of liberation war during the nine months.

A construction farm, 'Everyday Engineering' completed the construction work of the memorial under the supervision of the Directorate of Public Works of the government. President H.M Ershad formally inaugurated the Mujibnagar Smriti Saudha on 17 April 1987. It was transformed into the Mujibnagar Smriti Saudha Complex by annexing the new establishments like a library, a mosque and guest house during 1996-2001.

মুজিবনগর স্মৃতিসৌধ
মুজিবনগর স্মৃতিসৌধ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রারম্ভে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী সরকার কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা গ্রামে ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর। মুজিবনগর সরকারের শপথ গ্রহণের স্থানকে স্মরণীয় করে রাখার জন্য পরবর্তী সময়ে সেখানে নির্মিত হয় একটি স্মৃতিসৌধ।

মুক্তিযুদ্ধের অব্যবহিত পরেই বাংলাদেশ সরকার মুজিবনগরকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেয়। ১৯৭৩ সালের ৩১ আগস্ট সরকার মুজিবনগরে একটি স্মৃতিসৌধ নির্মাণের নির্দেশ দেয়। ১৯৭৪ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু ১৯৭৫ সালের পর প্রকল্পের কাজ স্থবির হয়ে যায়। ১৯৮৬ সালে মুজিবনগরে স্মৃতিসৌধের কাজ সমাপ্ত করার উদ্যোগ নেয়া হয় এবং এ লক্ষে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ করা হয়।

মুজিবনগর স্মৃতিসৌধ
মুজিবনগর স্মৃতিসৌধ বাঙালির স্বাধীনতা যুদ্ধ ও আত্মত্যাগের প্রতীক। ২০.১০ একর জমির উপর স্মৃতিসৌধটি স্থাপিত। ২৩টি কংক্রিটের ত্রিকোণাকার স্তম্ভ সমন্বয়ে এ স্মৃতিসৌধ নির্মিত। স্থপতি তানভীর কবিরের নকশায় এ সৌধটিকে উদীয়মান সূর্যের প্রতীক বলে মনে হয়। ২৩টি স্তম্ভ পাকিস্তানের ২৩ বছর শাসনের প্রতীক। এই ২৩ বছরে বাঙালি জাতি ধীরে ধীরে যে সংগ্রাম গড়ে তোলে, তার প্রতীকও ২৩টি স্তম্ভ। ৩ ফুট ৬ ইঞ্চি উচ্চতায় ১৬০ ফুট ব্যাসে বেদীটি নির্মিত। বেদীর অর্ধাংশে স্তম্ভগুলো সারিবদ্ধভাবে দন্ডায়মান। সমকোণী ত্রিভুজাকৃতির এ স্তম্ভগুলোর প্রথমটির উচ্চতা ৯ ফুট এবং এর দৈর্ঘ্য ২০ ফুট। পরবর্তী প্রতিটি স্তম্ভ উচ্চতায় ১ ফুট এবং দৈর্ঘ্যে ৯ ইঞ্চি করে বৃদ্ধি পেয়ে ২৩ তম স্তম্ভের উচ্চতা দাঁড়িয়েছে ২৫ ফুট ৬ ইঞ্চি এবং দৈর্ঘ্যও হয়েছে ২৫ ফুট ৬ ইঞ্চি। গোলাকার বেদী ভূতল থেকে ভিন্ন ভিন্ন উচ্চতায় তিনটি ভাগে বিভক্ত। প্রথমটির উচ্চতা ভূমি থেকে ২ ফুট ৬ ইঞ্চি, দ্বিতীয়টির ৩ ফুট ও তৃতীয়টির ৩ ফুট ৬ ইঞ্চি। ২ ফুট ৬ ইঞ্চি উচ্চতার বেদীর অপরাংশ অসংখ্য গোলাকার বৃত্ত দ্বারা স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদকে বুঝানো হয়েছে। তিন ফুট উচ্চতার বেদীর অপরাংশ অসংখ্য নুড়ি পাথরে আবৃত। এটি মুক্তিযোদ্ধা সাত কোটি বাঙালির ঐক্যবদ্ধ সংগ্রামের প্রতীক। মুজিবনগর সরকারের শপথগ্রহণের স্থানটি লাল সিরামিকের ইট দ্বারা আয়তক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে। বেদীতে আরোহণের সোপান নয়টি ধাপে বিভক্ত। সোপানের এ নয়টি ধাপ নয় মাসের মুক্তিযুদ্ধের অগ্রগতির প্রতীক।

সরকারের গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে মেসার্স এভ্রি-ডে ইঞ্জিনিয়ারিং নামীয় নির্মাণ প্রতিষ্ঠান স্মৃতিসৌধের নির্মাণ কাজ সম্পন্ন করে। ১৯৮৭ সালের ১৭ এপ্রিল রাষ্ট্রপতি এইচ এম এরশাদ মুজিবনগর স্মৃতিসৌধের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সালে এখানে পাঠাগার, মসজিদ ও অতিথিশালা নির্মাণ করে একে মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্সে রূপান্তরিত করা হয়।

Thanks for reading my post. I will do my best to read and respond to each comment!
@upvu
@jeenger
@zahidsun
@jacobgadikian
@megadrive
@mmmmkkkk311
@saboin
@blurtmob

Warm Regards,
hasanuzzaman002

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (1.35 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote

Hi, @hasanuzzaman002,

Thank you for your contribution to the Blurt ecosystem.


Please consider voting for the witness @symbionts.
Or delegate to @ecosynthesizer to earn a portion of the curation rewards!