বদ্ধ পরিবেশে থাকতে থাকতে একঘেয়ে হয়ে যাওয়ায় আজ বেড়াতে বের হয়েছিলাম।একটু বাইরে থেকে বাইরের আবহাওয়া বাতাস নিলে যেমনি মন ভালো থাকে তেমনি স্বাস্থ্যের জন্যেও অনেক ভালো এটি।তাই আজ পরিবারসহ ঘুরতে গিয়েছিলাম পার্কে।বাসা থেকে খুব বেশি দূরে নয় জায়গাটা।এক ঘন্টার রাস্তা।রাস্তার মধ্যেও অনেক মজা করেছি আমরা।
গিয়েছিলাম সাতবাড়ি শিশু পার্কে।প্রথমে সেখানে ঢুকতেই টিকিটের ব্যবস্থা।তারপর ছেট বাচ্চারা হুটোপুটি করে ভেতরে চলে গেলো।সেখানে বসার,খাওয়াদাওয়ার সব কিছুরই ব্যবস্থা রয়েছে। ছোট বাচ্চাদের জন্যে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা।বাচ্চাদের রাইডে উঠায়ে দিয়ে আমরা বড়রা সবাই এক জায়গায় গোল হয়ে বসলাম।এবং সামনে বিভিন্ন রকমারি খাবার রেখে কখোনে বা গানের কলি ধরা কখোনো বা লটারি উঠায়ে যার যা ভাগ্যে পরে তাই করে দেখানো এসব করেই সময় কাটানো হলো।আর তার সাথে তো খাওয়া দাওয় চলছেই।
বাসার চার দেওয়ালের মধ্যে বন্দী পাখির মত থাকা আমি যখন বাইরে বের হয় তখন নিজেকে মুক্ত পাখির মতোই মনে হয়।ছুটে বেড়াই এক তেপান্তর থেকে আরেক তেপান্তরে নিজের সীমারেখা ভুলে। এক ডাল থেকে আরেক ডালে ডানা ঝাপটিয়ে বেড়ায়। আজ তেমনি খোলা আকাশের নিচে, মুক্ত বাতাসে নিজের ভেতরে থাকা চঞ্চল পাখিটাকে অনুভব করলাম।মনে হচ্ছিলে ইস যদি প্রর্ত্যেকদিন এমন মুক্ত আকাশ, বাতাস পেতাম কতোই না ভালো হতো।
ঘুরতে গিয়েছিলাম বিকেলে কিন্তু বাসায় পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল। ঠান্ডা পড়তে শুরু করেছিল কিন্তু বাইরে থাকা ফুসকা,ঝালমুড়ি, চটপটি কি আর মিস করা যায় মোটেও না তাই সবাই রাস্তাতেই দাড়িয়ে খাওয়া হলো আর অবশেষে বাড়ি পৌছালাম।সবশেষে বলবো নিকের হাজার ব্যস্ততা ভুলে নিজেকে নিজের মতো করে সময় দেওয়াটা একান্ত জরুরি।ঘুরে আসার পর সব কাজেই অনেক ভালো মন বসে।শরির, মন দুটোকেই অনেক উৎফুল্ল রাখে।
Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord
Felicitaciones, su publicatión ha sido votada por @ r2cornell-curate. También, nos puedes encontrar en Discord