As I said before I love to travel. But I couldn't go anywhere because everything was off for the lock down. The incidence of corona in Bangladesh has decreased a lot. As a result, the place of travel is slowly opening up. So Shilaidaha has also opened kuthibari.
Shilaidaha is the home of world poet Rabindranath Tagore. It is located 14 km away from Kushtia city. I have been thinking of going to Kuthibari for a long time but there was no time. so we returned from Kuthibari last Friday. This is the place where world poet Rabindranath Tagore spent most of his life.
I went out in the morning to go. We went with 10 people on 5 bikes. We left at 7 in the morning. After that we went to Alauddin Nagar and everyone had breakfast. Then we left again. We reached Kuthibari at that time. But then the factory was not opening. The gate will open at 9 o'clock. So we thought we would enter the house a little later.
So we went to the banks of the river Padma. It was very nice to go there. We were here for a while. From there we go to the mind-blowing wooden house. Which is a 5 storey house but the whole house is made of only wood. The inside was very nicely decorated.
then it was past 9 o'clock so we went to the kuthibari. We looked around the whole house.
Inside the house were Rabindranath Tagore's utensils and many handicrafts. I saw them and liked them very much.
The best thing I liked was Kushtia's famous ice cream. We try that when we leave. The ice cream was amazing in one word. I liked eating ice cream very much.
Then we came back to our own home. That journey was really great.
[যেমনটি আমি বলেছিলাম ভ্রমণ করতে পছন্দ করি। তবে আমি কোথাও যেতে পারিনি কারণ লক ডাউনের জন্য সবকিছু বন্ধ ছিল। বাংলাদেশে করোনার ঘটনা অনেক কমেছে। ফলস্বরূপ, ভ্রমণের স্থানটি ধীরে ধীরে খোলা হচ্ছে। তাই শিলাইদহ খুলেছেন কুঠিবাড়িও।
শিলাইদহ হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এটি কুষ্টিয়া শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। আমি দীর্ঘদিন ধরে কুঠিবাড়িতে যাবার কথা ভাবছিলাম কিন্তু সময় ছিল না। তাই আমরা গত শুক্রবার কুঠিবাড়ি থেকে ফিরে এসেছি। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন।
সকালে যেতে বের হয়ে গেলাম। আমরা 5 জন বাইকে 10 জনের সাথে গিয়েছিলাম। আমরা সকাল at টায় রওনা দিলাম। এরপরে আমরা আলাউদ্দিন নগরে গেলাম এবং সকালের নাস্তা করলাম। তারপরে আমরা আবার চলে গেলাম। আমরা তখন কুঠিবাড়িতে পৌঁছেছি। কিন্তু তখন কারখানাটি চালু ছিল না। গেটটি 9 টা বাজবে। তাই আমরা ভেবেছিলাম আমরা একটু পরে বাড়িতে প্রবেশ করব।
তাই আমরা পদ্মা নদীর তীরে চলে গেলাম। সেখানে গিয়ে খুব ভাল লাগল। আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। সেখান থেকে আমরা মন ছড়িয়ে কাঠের বাড়িতে যাই। যা একটি 5 তলা বাড়ি তবে পুরো বাড়িটি কেবল কাঠের তৈরি। ভিতরে খুব সুন্দরভাবে সজ্জিত ছিল।
তখন রাত ৯ টা বেজে গেছে তাই আমরা কুঠিবাড়িতে গেলাম। আমরা পুরো বাড়ির চারদিকে তাকালাম।
বাড়ির ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসন এবং অনেক হস্তশিল্প ছিল। আমি তাদের দেখেছি এবং তাদের খুব পছন্দ করেছি। আমার সবচেয়ে ভাল জিনিসটি পছন্দ হয়েছিল কুষ্টিয়ার বিখ্যাত আইসক্রিম। আমরা যখন চেষ্টা করি তখন চলে আসি। আইসক্রিম এক কথায় আশ্চর্য ছিল। আইসক্রিম খেতে আমার খুব ভাল লেগেছে। তারপরে আমরা আমাদের নিজের বাড়িতে ফিরে আসলাম। সেই যাত্রাটি ছিল সত্যিই অসাধারণ।]
Hello, Blurtter!
Congratulations! Your post has been selected for BlurtBD Curation Project. Manually curated by "looking" and "shimu840". Keep it up the good work.
BlurtBD is a manual curation project that supports all those talented authors who can contribute quality things to our Blurt Community. Use tag BlurtBD and Join our Discord Channel Blurt Bangladesh