A moment spent by the river after a long day.

in travels •  29 days ago 

There are very few people who don't like to spend time by the river. Personally, I love spending time alone by the river. A long time ago, when I lived at home, sometimes I used to sit by the river alone in the afternoon. I could never explain to anyone how much I liked it. Although now I don't have to stay much at home, sometimes I really want to spend some time on the bank of a river, but I have become so busy in my personal life that now I don't have the opportunity to spend time on the bank of the river. But sometimes when I go somewhere on the river, I look at the river with a surprised look, I remember all the old memories, how much time I used to spend by the river before, when I remember all the things, I feel really bad for myself even though this bad feeling. Sometimes it is not possible to convince someone. Imagine you are sitting on the bank of the river alone in the afternoon, the south wind is coming and touching your body, the hair on your head is getting messy, then feel the feeling of someone inside your mind.
নদীর পাড়ে সময় কাটাতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। ব্যক্তিগতভাবে, আমি নদীর ধারে একা সময় কাটাতে ভালোবাসি। অনেক দিন আগে যখন বাড়িতে থাকতাম, মাঝে মাঝে বিকেলে একা নদীর ধারে বসে থাকতাম। কতটা ভালো লেগেছে তা কাউকে বোঝাতে পারলাম না। যদিও এখন বাড়িতে বেশি থাকতে হয় না, মাঝে মাঝে নদীর ধারে কিছু সময় কাটাতে ইচ্ছে করে, কিন্তু ব্যক্তিগত জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এখন সময় কাটানোর সুযোগ নেই। নদীর তীরে কিন্তু মাঝে মাঝে নদীর ধারে কোথাও গেলে অবাক দৃষ্টিতে নদীর দিকে তাকাই, পুরানো সব স্মৃতি মনে পড়ে, আগে কত সময় নদীর ধারে কাটাতাম, সব কথা মনে পড়লে খুব খারাপ লাগে। আমার জন্য এই খারাপ অনুভূতি যদিও. অনেক সময় কাউকে বোঝানো সম্ভব হয় না। মনে করুন আপনি বিকেলে নদীর তীরে একা বসে আছেন, দখিনা বাতাস এসে আপনার শরীর ছুঁয়ে যাচ্ছে, আপনার মাথার চুল এলোমেলো হয়ে যাচ্ছে, তখন আপনার মনের ভিতরে কারো অনুভূতি অনুভব করুন।


TV & Film Storyboard in Dark Yellow White Light & Playful Style_20241024_095148_0000.png


I have told you before, when I used to stay at home, sometimes I used to go to the river bank in the afternoon. Now we don't stay at home much, but when we go home, we all try to spend some time by the river. I know why everyone likes to spend time by the river. I went home a long time ago and suddenly one afternoon I planned to spend some time by the river and since there is new water in the river, it means the whole thing is a little different fun. When the new water comes in the river, the atmosphere is a little different than other times because then the river has light water but the intensity of the water flow is much better. I like to stand on the bank of the river and feel the intensity of the current. Sometimes I can't control myself anymore so I dive into the water and try to feel the intensity of the river.
আমি আপনাদের আগেই বলেছি, আগে যখন বাসায় থাকতাম তখন মাঝে মাঝেই নদীর পাড়ে গিয়ে সময় কাটাতেন বিকেল বেলা। এখন বাসায় খুব একটা বেশি থাকা হয় না তবে যখন বাসায় যাই তখনই ভাই ব্রাদার সবাই মিলে চেষ্টা করি নদীর পাড়ে গিয়ে কিছুটা সময় কাটানোর। কেন জানি নদীর পাড়ে গিয়ে সময় কাটাতে সকলেই অনেক বেশি পছন্দ করে অনেকদিন আগে বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে হঠাৎ করেই একদিন বিকেল বেলা প্লানিং করে ফেললাম যে নদীর পাড়ে গিয়ে কিছুটা সময় কাটাবো আর যেহেতু নদীতে নতুন পানি এসেছে তার মানে পুরো ব্যাপারটা একটু অন্যরকম মজার। যখন নদীতে নতুন পানি আসে তখন কার পরিবেশটা একটু ভিন্ন অন্যান্য সময়ের থাকে কারণ তখন নদীতে হালকা হালকা পানি থাকে কিন্তু পানির স্রোতের তীব্রতা থাকে অনেক বেশি এই দৃশ্যটা দেখতেই অনেক বেশি ভালো লাগে। নদীর পাড়ে দাড়িয়ে নদীর স্রোতের তীব্রতা অনুভব করতে আমার ভীষণ ভালো লাগে।আমি মাঝে মাঝে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না যার কারণে সেই পানির মধ্যে নেমে যাই এবং নদীর স্রোতের তীব্রতা অনুভব করার চেষ্টা করি।


IMG_20241024_093522.jpg

IMG_20241024_093637.jpg

IMG_20241024_093659.jpg


The feeling of feeling the rush of the river feels different, it feels like it will immediately drag me to another place but this time I have to be very careful, a little carelessness can be the cry of my life. But if you can spend some time in the current of the river, you will find a different kind of pleasure working inside you and this pleasure you will not find anywhere else. I spent such a beautiful moment a few days ago, that moment is still very much attached to me like a memory. In people's life there are some moments that become very exciting and colorful. These colorful moments can never be forgotten or forgotten and impossible. When we remember that moment, we have to say it with a soft smile on our lips. It was actually much better.
নদীর স্রোতের তীব্রতা অনুভব করার ভালো লাগাটা অন্যরকম মনে হয়, মনে হয় এক্ষুনি আমাকে টেনে নিয়ে চলে যাবে অন্য কোথাও তবে এ সময় অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয় একটু অসতর্কতা-ই হতে পারে আপনার সারা জীবনের কান্না। তবে আপনি যদি নদীর স্রোতের মাঝে কিছুটা সময় কাটাতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে আর এই ভালো লাগাটা আপনি অন্য কোন জায়গা খুঁজে পাবেন না। এরকমই এক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম কিছুদিন আগে সেই মুহূর্তটা আমার কাছে আজও অনেকটা স্মৃতির মত জড়িয়ে আছে। মানুষের জীবনে আসলে কিছু কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলো অনেকটা রোমাঞ্চকর এবং রঙিন হয়ে যায় এই রঙিন মুহূর্তগুলো কখনোই ভুলে থাকা সম্ভব নয় বা ভুলে যাওয়া ও সম্ভব নয় কোন একটা সময়ে গিয়ে সেই মুহূর্তের কথা যখন আমাদের মনে পড়ে ঠিক তখনই ঠোঁটের কোন মৃদু হাসি দিয়ে বলতে হয় সময়টা আসলেই অনেক বেশি ভালো ছিল।


IMG_20241024_093607.jpg

IMG_20241024_093616.jpg

IMG_20241024_093625.jpg


A few days ago when we went home, four or five of us went for a walk on the river bank with three bikes in the afternoon. The river had barely reached water, and the small road leading forward through the middle of the river was in such a condition that it would sink in a few days. The environment there was such that there was water on both sides of the road, only the water did not rise above the road and farmers were traveling on that road and many people were standing on that road watching the new water flow. We left the bike on the bank of the river and walked along the middle of the road. It was very nice to go there, only water and water all around and a small road in the middle, we were sitting there for a long time. I also saw that many people are busy fishing in the new water of the river and many people are fishing with nets and varshi. I caught a lot of fish with a bow when I was a child.
কিছুদিন আগে বাসায় গিয়ে আমরা চার পাঁচ জন বিকেল বেলা তিনটা বাইক নিয়ে ঘুরতে গিয়েছিলাম নদীর পাড়ে। নদীতে তখন সবে মাত্র পানি এসেছে, নদীর মাঝ দিয়ে যেই ছোট রাস্তা টি এঁকেবেঁকে করে সামনের দিকে অগ্রসর হয়েছে সেই রাস্তাটির আর হয়তোবা কয়েকদিনের মাঝেই ডুবে যাবে এরকম একটা অবস্থা। ওখানকার পরিবেশটা ছিল এরকম যে রাস্তার এপাশ এবং ও পাশ দুই পাশেই পানি শুধুমাত্র রাস্তার উপরে এখন পর্যন্ত পানি ওঠেনি আর ওই রাস্তা দিয়েই কৃষকেরা যাতায়াত করছে সেই সাথে অনেক মানুষেরা সেই রাস্তার উপর দাঁড়িয়ে নতুন পানির বয়ে যাওয়া দৃশ্য দেখছে। আমরা নদীর পাড়ে বাইক রেখে হাঁটতে হাঁটতে চলে যায় সেই রাস্তার মাঝ বরাবর। সেখানে গিয়ে ভীষণ ভালো লাগছিল চারিদিকে শুধু পানি আর পানি আর মাঝখানে ছোট্ট একটা রাস্তা সেখানে দাঁড়িয়ে আমরা অনেকটা সময় বসে ছিলাম। সেই সাথে এটাও দেখেছিলাম যে নদীর নতুন পানিতে মাছ ধরার কাজে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছে এবং অনেক মানুষ মিলে জাল এবং বর্ষী দিয়ে মাছ ধরছে। বরশি দিয়ে ছোটবেলায় অনেক মাছ ধরেছি সেখানে গিয়েও এরকম একটা দৃশ্য দেখে অনেক বেশি ভালো লাগছিল।


IMG_20241024_093646.jpg


To be honest, everyone loves and prefers to spend time in the nature environment and if it is the natural environment of the village then there is no more to say. We stood on the road between the river and chatted for a long time.At one point while walking we almost crossed the road as the sky was cloudy and it was raining occasionally. No matter how difficult it was, all our tiredness and bad feelings went away by going to the river bank. From standing there we were watching the fishing scene in the river and watching the fishing bags of many people to see who caught how many fish and what fish. Most of the fishermen caught such small fish as tengra shrimp putty and kept them in their bags. Seeing such a scene of fishing, many times I wanted to be in the water, but neither of us were in any situation like the water or me.
সত্যি বলতে প্রকৃতি পরিবেশের মাঝে সময় কাটাতে সকলেই অনেক বেশি ভালোবাসে এবং পছন্দ করে আর সেটা যদি গ্রাম গঞ্জের প্রকৃতিক পরিবেশ হয় তাহলে তো আর কোন কথাই নেই। নদীর মাঝে রাস্তার উপর দাঁড়িয়ে থেকে আমরা অনেকটা সময় আড্ডা দিয়েছিলাম আড্ডা দেওয়ার এক পর্যায়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় রাস্তা পার হয়ে ওপারে চলে গিয়েছিলাম যেহেতু আকাশ মেঘলা ছিল আর মাঝে মাঝেই বৃষ্টি পড়ছিল রাস্তাঘাটে অনেক বেশি কাদা ছিল যার কারণে বাইক নিয়ে যাতায়াত করায় অনেক বেশি সমস্যা হয়েছিল। যতই সমস্যা হোক নদীর পাড়ে গিয়ে আমাদের সকল ক্লান্তি খারাপ লাগা দূর হয়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে থেকে আমরা নদীতে মাছ ধরার দৃশ্য দেখছিলাম এবং অনেকের মাছ ধরার থলি দেখছিলাম যে কে কত বেশি মাছ পেয়েছে এবং কি কি মাছ পেয়েছে। বেশিরভাগ জেলে টেংরা চিংড়ি পুটি এ জাতীয় ছোট ছোট মাছ ধরে নিজেদের থলের মধ্যে রাখছিল। মাছ ধরার এরকম দৃশ্য দেখে অনেকবার ইচ্ছে হয়েছিল পানিতে না আমার কিন্তু পানিতে না আমার মত কোন অবস্থাতেই আমরা কেউ ছিলাম না।


IMG_20241024_093522.jpg

IMG_20241024_093547.jpg


To be honest, I don't like to be confined between the four walls of the city, I always want to go to the nature environment of the villages and take a breath of fresh air. And if you want to get fresh breath and see the beauty of nature with your own eyes, then you must go to the village because the nature environment of the village is very similar to the nature environment of the city. And you can experience this breathtaking scene by yourself. This time I did not stay in the village for a long time, but the few days I stayed in the village I tried to enjoy every day in my own way. I don't know when we will go to the village again, when we will sit and chat by the river, but to be honest, I really want to go back to the village, but the situation prevents me from going to the village.
সত্যি বলতে শহরের চার দেয়ালের মাঝে বন্দী থাকতে মোটেও ভালো লাগে না সব সময় ইচ্ছে করে গ্রাম-গঞ্জের প্রকৃতির পরিবেশের মাঝে গিয়ে সতেজ নিঃশ্বাস নিতে। আর আপনি যদি সতেজ নিঃশ্বাস এবং প্রাকৃতির অপরূপ সৌন্দর্য দুই চোখ দিয়ে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে কারণ গ্রামের প্রকৃতি পরিবেশের সাথে শহরের প্রকৃতিক পরিবেশের অনেকটাই বইসাদৃশ্য রয়েছে। আর এই বইসা দৃশ্য আপনি নিজ থেকে অনুভব করতে পারবেন। এবার গ্রামে গিয়ে খুব একটা বেশি দিন থাকা হয় নি তবে যে কয়টা দিন গ্রামে থেকেছিলাম প্রত্যেকটা দিন নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করেছিলাম ভীষণ ভালো লেগেছিল। জানিনা আবার কবে গ্রামে যাওয়া হবে কবে নদীর পাড়ে বসে আড্ডা দেওয়া হবে তবে সত্যি বলতে খুব করেই মন চায় গ্রামে ফিরে যেতে কিন্তু পরিস্থিতি গ্রামে যেতে বাধা দেয়।

This was the story of my beautiful moment spent by the river today after a long time. Hope you all enjoyed reading my story of this beautiful moment.


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord