Time acts as the great medicine in everyone's life

in time •  2 years ago 

Time is not only the precious resource of human life. Time acts as the great medicine in everyone's life. How you see time. In fact, it is a matter of perspective who is watching how. Many great personalities have said change perspective. Life will change. And I'm talking right now. You give time to time. Time will change your life. Time thing to remember. Need to be done within time.

Have you ever noticed what kind of medicine time has brought healing to your life. I know. You must have seen it. But never realized this. Motivational speakers motivate us not to waste time. However, many people do not show the way how to use the time. And showing the way is not very important. Because if you look at yourself a little, you will find the way yourself.
 
Today I will discuss how to prevent wastage by keeping the time in a certain table. Microsecond millisecond, second, minute, hour, day, week, month These are the words that you hear which are specific units of time. There are distinct doctrines about time. According to one view, time is a part of the fundamental structure of the universe. which is a special dimension and where physical events occur sequentially. It is the realist view which agrees with the theory of Isaac Newton. According to this view time is a physical quantity. which is measurable.
 
So we measure time through a specific device. Which is known to us as clock. An idea works in me with the ticking sound of the clock. Which tells us every moment that we go too far which we can't bring back even if we want to. Twenty-one thousand six hundred times in twenty-four hours and vice versa twenty-four thousand six hundred times breath comes and goes. And if we do not use every breath, we will not have any kind of success.
 
Financial success and may be financial success. So when we were kids, we used to put the same kind of class rooting on our reading table. In this way we have to divide twenty four hours depending on our daily work. Like when do you wake up? When to have breakfast, when to go to office, when to pray and how much time to use for your representation. When to watch television and how much time to spend on social media. Make a full routine of it. And this routine can be set as the cover photo of our mobile. And when we look at this cover photo, the awareness of time will work in us. And if we practice in this way, time will follow in us. Presently this world is running two versions of internet web. And soon the Web 3 version will be fully upon us.
 
It means that we are moving towards modernity so much that you and I cannot come back from it even if we want to. But we will change our selves. Such is a day of twenty-four hours. And how to start and how to end this day so you will notice one thing. Today all the voices and famous people of the world work in their lives turning twenty four hours a day into a routine. The routine is made so strongly by analyzing their daily work that they don't have a chance to waste a minute outside of this routine. And if it is wasted in any way, then the balance of the next work is lost and the whole is damaged. For example, the richest person in the world today is Elon Musk. Finished the meeting within six minutes. No matter how big the important meeting is. If for some reason the time is a little more than six minutes later, the meeting scheduled for the next week is rescheduled. Another one of the richest people in the world today is Jack Jackma. That does not allow more than fifteen minutes in each of his meetings. Therefore, we ourselves are responsible for not being financially successful. Because I can't honestly dare to make full use of the time. So have to stay back.
 
Let's not prepare to create honest courage from within ourselves. And use the time properly in the right place. And achieve whatever we want from this world. No one in this selfish world will help you with time. Rather it will take time away from you. So why do we lag behind? We have equal rights like famous people on this earth. Remember that no one will give us the right to achieve anything. We have to make it ourselves.



Native Language



সময় শুধু মানব জীবনের অমূল্য সম্পদই না. সময় প্রত্যেকের জীবনে মহা ঔষধ হিসেবে কাজ করে. আপনি সময়কে কিভাবে দেখছেন. আসলে কে কিভাবে দেখছে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার. অনেক মহান ব্যক্তিত্বরা বলেছেন দৃষ্টিভঙ্গি বদলান. জীবন পাল্টে যাবে. আর আমি এই মুহূর্তে বলছি. আপনি সময়কে সময় দেন. সময় আপনার জীবনকে পরিবর্তন করে দেবে. মনে রাখতে হবে সময়ের জিনিস. সময়ের মধ্যেই করা দরকার.

আপনি কখনো লক্ষ্য করে দেখেছেন সময় কি ধরনের ঔষধি হিসেবে আপনার জীবনে নিরাময় নিয়ে এসেছে. আমি জানি. আপনি অবশ্যই দেখেছেন. তবে এই বিষয়টি কখনোই উপলব্ধি করেননি. Motivational speaker রা সময় অপচয় না করার জন্য আমাদেরকে মোটিভেট করে থাকে। তবে অনেকেই সময়কে কিভাবে কাজে লাগাবো তার পথ নির্দিষ্টভাবে দেখিয়ে দেয় না. এবং পথ দেখানোটা খুব বেশি জরুরিও নয়. কেননা আপনি নিজেই যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আপনি নিজেই পথ খুঁজে পাবেন।
 
আজকে আলোচনা করবো সময়কে কিভাবে নির্দিষ্ট ছকের মধ্যে রেখে কাজে লাগিয়ে অপচয় রোধ করা যায়. মাইক্রো সেকেন্ড মিলি সেকেন্ড, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস এই যে শব্দগুলো শুনলেন এগুলো যা সময়ের নির্দিষ্ট একক. সময় সম্পর্কে স্বতন্ত্র মতবাদ রয়েছে. একটি মতানুসারে সময় মহাবিশ্বের মৌলিক কাঠামোর একটি অংশ. যেটি একটি বিশেষ মাত্রা এবং যেখানে ভৌত ঘটনা সমূহ ক্রম ধারায় ঘটে. এটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি যা আইজ্যাক নিউটনের তত্ত্ব সম্মত. এই মতানুসারে সময় একটি ভৌত রাশি. যা পরিমাপ যোগ্য।
 
তাই আমরা সময়কে একটি নির্দিষ্ট device এর মাধ্যমে পরিমাপ করে থাকি. যা ঘড়ি নামে আমাদের কাছে পরিচিত. ঘড়ির টিকটক শব্দ নিয়ে আমার মধ্যে একটি ধারণা কাজ করে. যা প্রতিমুহূর্তে আমাদেরকে জানান দিয়ে অনেক দূরে চলে যাই যা আমরা চাইলেও আর ফিরিয়ে আনতে পারি না. আমাদের মধ্যে চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছয়শো বার এবং মতান্তরে চব্বিশ হাজার ছয়শো বার নিঃশ্বাস আসা যাওয়া করে. আর প্রতিটা নিঃশ্বাস আমরা কাজে লাগাতে না পারলে আমাদের কোনো ধরনের সফলতা আসবে না.
 
আর্থিক সফলতা এবং হতে পারে আর্থিক সফলতা. তাই আমরা ছোটবেলায় যেই রকম ক্লাস রুটিং করে আমাদের পড়ার টেবিলের উপরে লাগিয়ে রাখতাম. ঠিক এইভাবে করে চব্বিশ ঘণ্টা সময়কে আমাদের প্রাত্যহিক কাজের উপর নির্ভর করে ভাগ করতে হবে. যেমন আপনি কখন ঘুম থেকে উঠবেন? কখন নাস্তা করবেন কখন অফিসে যাবেন, কখন প্রার্থনা করবেন এবং কতটুকু সময় নিজের represent এর কাজে লাগাবেন. কখন টেলিভিশন দেখবেন এবং কতটুকু সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করবেন. এর একটি পূর্ণাঙ্গ রুটিন তৈরি করতে হবে. আর এই রুটিনটি আমাদের মোবাইলের cover ফটো হিসেবে set করে রাখতে পারি. আর যখন আমাদের এই cover photo র দিকে চোখের দৃষ্টি যাবে তখনই সময় সম্পর্কে সচেতনতা আমাদের মধ্যে কাজ করবে.আর এইভাবে করে আমরা প্র্যাকটিস করলেই একসময় আমাদের মধ্যে সময় অনুবর্তিত চলে আসবে. বর্তমান এই পৃথিবীতে ইন্টারনেট ওয়েব টু ভার্সন চলমান. এবং শীঘ্রই ওয়েব থ্রি ভার্সন পুরোপুরি ভাবে আমাদের মাঝে চলে আসবে।
 
তার মানে বোঝা যাচ্ছে আমরা আধুনিকতার দিকে এতটাই এগিয়ে যাচ্ছি যা আপনি আর আমি চাইলেও সেখান থেকে ফিরে আসতে পারবো না. তবে আমরা আমাদের নিজেকে পরিবর্তন করবো. যেমন চব্বিশ ঘন্টা একটি দিন হয়. আর এই দিনটাকে কিভাবে শুরু করবো এবং কিভাবে শেষ করবো সুতরাং আপনি একটি বিষয় লক্ষ্য করে থাকবেন. আজকের দিনে পৃথিবীর সকল ধ্বনি ও বিখ্যাত ব্যক্তিরা তাদের জীবনে দিনের চব্বিশ ঘণ্টা সময়কে একটি রুটিনে রূপান্তর করে কাজ করে. রুটিন ওনাদের প্রাত্যহিক কাজের উপর বিচার বিশ্লেষণ করে এতটাই মজবুত ভাবে তৈরি করা হয় এই routine এর বাইরে তাদের এক minute সময় অপচয় করার সুযোগ থাকে না. আর যদি কোনো ভাবে অপচয় হয়ে যায় তাহলে তার পরবর্তী কাজগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যাই সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়. উদাহরণ স্বরূপ বলা যায় বর্তমানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি ইলোন মাস্ক. ছয় মিনিট সময়ের মধ্যে মিটিং শেষ করে. সেটা যত বড় গুরুত্বপূর্ণ মিটিং এ হোক না কেন. কোনো কারণে সময় যদি একটু বেশি ব্যয় হয়ে যায় ছয় মিনিট পরবর্তী যে মিটিংটা ধার্য করা থাকে তার জন্য সেই মিটিং পরবর্তী সপ্তাহে আবার অনুষ্ঠিত হয়. বর্তমান বিশ্বের আরো একজন অন্যতম ধনী ব্যক্তি jack জ্যাকমা. যে তার প্রত্যেকটি মিটিংয়ে পনেরো মিনিটের বেশি সময় দেয় না. অতএব আমরা আর্থিকভাবে সফল না হওয়ার পেছনে আমরা নিজেরাই দায়ী. কেননা সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগানোর সৎ সাহস করতে পারি না. তাই পিছিয়ে থাকতে হয়.
 
চলুন নিজের ভেতর থেকে সৎ সাহস তৈরি করার জন্য প্রস্তুতি নেই. এবং সময়কে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করি. এবং অর্জন করি এই পৃথিবী থেকেই যা কিছু আমরা চাই. এই স্বার্থপর পৃথিবীতে কেউই আপনাকে সময় দিয়ে সাহায্য করবে না. বরঞ্চ আপনার কাছ থেকে সময় কেড়ে নেবে. তাই আমরা কেন পিছিয়ে থাকবো? এই পৃথিবীর উপরে বিখ্যাত ব্যক্তিদের মতো আমাদেরও সমান অধিকার আছে. মনে রাখবেন কোন কিছু অর্জন করার অধিকার আমাদেরকে কেউ দিয়ে দেবে না. সেটা আমাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হবে.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  

Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

logo3 Discord.png