How to success in Business

in successblurt •  3 years ago 

How to success in Business

আমরা ব্যবসা শুরু করার পূর্বে কিছু সমস্যায় ভুগি এই সমস্যাগুলোর মধ্যে কিছু নিয়ে আজ আলোচনা করব। আমরা দেখি আমাদের আশেপাশে কিছু মানুষ ব্যবসা করে বেশ ধনী হয়ে যাচ্ছে, তখন মনে হয় আমি নিজেও ব্যবসা শুরু করে দিই। কিন্তু তার দু এক দিন পর যখন ই সেই ব্যবসা নিয়ে একটু গভীর চিন্তা করা শুরু করি তখনই আর বুঝে উঠতে পারিনা যে ব্যাপারটা আসলে কিভাবে শুরু করা যায়। সবকিছুই কেমন জানি কঠিন আর অগোছালো মনে হয়।

২) আবার দ্বিতীয় সমস্যাটা হচ্ছে অনেককে দেখছি ব্যবসা করে ধনী হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বোঝা যাচ্ছেনা সে আসলে কি ব্যবসা করছে আর কিভাবে ধনী হয়ে যাচ্ছে ।

৩) আবার তৃতীয় সমস্যাটা হচ্ছে অনেকেই দেখছি ব্যবসা শুরু করার শুরুতেই লোকসান করে বসে আছে।

আর এটা দেখে কি আর ব্যবসা করব ভয় তৈরি হয় মনের মধ্যে। আর মনে মনে ভাবতে থাকি সবাইকে দিয়ে ব্যবসা হলেও আমাকে দিয়ে হবে না।

কিন্তু এত সমস্যা থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষ কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন কোন না কোন ব্যবসা শুরু করছে। এটা আসলেই খুব ভালো কথা কিন্তু এর মধ্যকার 95 শতাংশ মানুষই ব্যবসায়ে লোকসানের সম্মুখীন হন। তারা তাদের সকল ধন-সম্পদ সময় ব্যয় করে ফেলেন কিন্তু সফলতা পায় না।

*এখন কথা হলো এমন হয় কেন?

= কারন তারা নিজেরাই বুঝতে পারেনা তারা যে ভুলগুলো করছে যার ফলে তাদের সময় অর্থ সফলতা দুটোই হাতছাড়া হয়। আর তারপর এমন অবস্থা হয় যে তারপর শেয়ার ব্যবসার কথা ভুলেও চিন্তা করতে পারে না বা করার মতো অবস্থায় থাকিও না।

এবং এই জন্য আমি আপনাদের সঙ্গে ব্যবসার কিছু বিষয় নিয়ে আলোচনা করব।

ক) প্রথমত আপনার ব্যবসায় আপনার নিয়ন্ত্রণ কতটা রয়েছে?

= এখানে এই নিয়ন্ত্রণ বলতে আমরা বুঝি যে সবকিছুই আপনার নিজের হাতে এই ব্যবসা আছে কিন্তু বিষয়টা আসলে এরকম না নিয়ন্ত্রণ বলতে বোঝায়, আপনি যদি কোন ব্যবসা করেন তো কোন পণ্য বা ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী আপনি এক্সপোর্ট ইমপোর্ট করেন। একসময় দেখা গেল যে আপনি যে কোম্পানি থেকে কম্পিউটারের বিভিন্ন অংশ এনে থাকেন ওই কোম্পানি আর আপনাকে সাপোর্ট দিচ্ছে না সেই মুহূর্তে আপনাকে সেকেন্ড কোন অপশন আপনি রেখেছিলেন কা এটা হচ্ছে নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মূল বিষয়। মোট কথা হচ্ছে আপনি যেখানে বিক্রি করেন পণ্য বা ক্রয় করেন ব্যবসার উদ্দেশ্যে এই কোম্পানিগুলোর সাথে দ্বিতীয় কোন অপশন রাখতেই হবে যদি প্রথমটা আপনি মিস করেন দ্বিতীয় টা থেকে পাবেন এটাই হচ্ছে নিয়ন্ত্রণ।

খ) আপনি যে ব্যবসা টা করছেন এটা সবার জন্য কতটা সহজ বা কঠিন?

=জ্যোতি এটা অন্য একজনের পক্ষে খুব সহজে তাহলে ধরে নিবেন আপনার ব্যবসা টা অবশ্যই ঝুঁকিতে রয়েছে। যেমন আপনি একটা দোকান করেছেন এবং সেখানে পণ্যের মান ভালো কিন্তু আপনি দাম কমে বিক্রি করছেন, অবশ্য আপনার দোকানে কাস্টমার বেশি হবে।

গ) ক্রেতার চাহিদা?

= এক্ষেত্রে আমরা একটা বড় ভুল করে থাকি, বাজারে আমরা ব্যবসা শুরু করার আগে সাধারণভাবে সিদ্ধান্ত নেই বাজারে আশেপাশে কোন কোন দ্রব্য বেশি পাওয়া যায়। এটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত কারণ মানুষ আগে থেকেই অন্যান্য দোকান থেকে এগুলো লিখছেন কিন্তু ব্যবসায় সফলতার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে কোন দ্রব্য বাজারে সচরাচর পাওয়া যায় না সেই দ্রব্যটি ব্যবস্থা করতে হবে। এবং মানুষের প্রয়োজনীয় দ্রব্যের ভিতর থাকবে এরকম কোন দ্রব্য নির্ধারণ করতে হবে।

ঘ) সময়?

= সময়কে মূল্য দিতে হবে দেখা যায় এরকম কোন পণ্য বাজারে আনা হলো এবং সেটা একসময় অনেক বেশি জনপ্রিয়তা পেল ওই মুহূর্তে সভে অন্য কোন লোককে রাখতে হবে এমন ব্যবস্থা করতে হবে যে আপনার অনুপস্থিতিতেও ব্যবসাটা চলতে থাকবে সুন্দরভাবে এবং সেই সাথে অন্য কোন পণ্যের সন্ধান বা অন্য কোন ব্যবসায় উন্নতি করা যায় কিনা খেয়াল রেখে এগোতে হবে এভাবে সময়কে কাজে লাগাতে হবে।

ঙ) সীমাবদ্ধতা?

= সীমাবদ্ধতা বলতে বোঝায় যখন কোন কোম্পানি ভাল অবস্থানে চলে যায় তখন যদি সে ওই এক ধরনের দ্রব্য সামগ্রী নিয়ে পড়ে থাকে এটাই সীমাবদ্ধতা তাহলে সফলতা শেষ হয়ে যাবে। যেমন একটা ছবি আঁকার কাজ যেটা আপনি খুবই ভালো পারেন এক্ষেত্রে আপনার অনেক চাহিদা থাকবে কিন্তু গ্রাহকের চাহিদা মেটানো আপনার একার পক্ষে সম্ভব হবে না সুতরাং এমন কোন ব্যবসা পছন্দ করতে হবে যেটার সবকিছু মেনটেইন কন্ট্রোল সময় এবং তৈরি দ্রব্যসামগ্রীর আপনার সরবরাহ করবেন কিন্তু আকৃতি কাঠামো মান সবকিছু আপনার ওপর নির্ভর করবে।

তবে একটা ছোট্ট ধারণা ব্যবসা সম্পর্কে আমার বর্তমান প্রযুক্তির যুগে মানুষ দিন দিন প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে। সুতরাং এই প্রযুক্তির কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তির সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করাটাই সফলতার চাবিকাঠি হতে পারে।

সবাইকে ধন্যবাদ আমার article টি পড়ার জন্য।

We will discuss some of these problems today before starting the business. We see some people around us getting rich by doing business, then I think I started my own business. But a couple of days later, when I started to think a little deeper about the business, I no longer understood how to get started. I know how difficult and messy everything seems.

  1. The second problem is that I see many people getting rich by doing business, but it is not understood what he is actually doing business and how he is getting rich.

  2. The third problem is that many people are seeing losses at the beginning of the business.

And seeing what else to do business creates fear in the mind. And I keep thinking in my mind that even if I do business with everyone, it will not be with me.

But in spite of so many problems, some people are starting a business every day. This is a very good thing indeed but 95% of the people face business losses. They spend all their wealth on time but do not succeed.

  • Now the question is why is that?

= Because they themselves do not understand the mistakes they are making which result in them losing both their time and money success. And then there's the situation where you can't even think about the stock business or be in a position to do it.

And for this I will discuss some business issues with you.

A) First of all, how much control do you have over your business?

By this control we mean that everything is in your own hands but this is not the case. Control means that if you do any business then you export any product or electronics. Once upon a time it was seen that the company from which you were importing different parts of the computer was no longer supporting you. At that moment, what second option did you have? The bottom line is that you have to have a second option with these companies for business purposes where you sell or buy products. If you miss the first one, you will get it from the second one. This is the control.

B) How easy or difficult is the business you are doing for everyone?

= Jyoti It is very easy for someone else to assume that your business is at risk. Like you have a shop and the quality of the product there is good but you are selling at a lower price, of course your store will have more customers.

C) Buyer demand?

= In this case we make a big mistake, we usually do not decide before we start business in the market which products are more available in the market. This is a totally wrong decision because people are already writing these from other stores but for business success we have to keep in mind which products are not commonly available in the market. And we need to determine which products will be inside the human needs.

D) Time?

It takes time to figure out which product is on the market and once it has become so popular that you have to put someone else in the meeting at that moment so that the business will continue to run smoothly in your absence as well as look for another product or any other business. We have to keep track of whether we can improve or not.

E) Limitations?

= Limitation means that when a company is in a good position, if it is stuck with that one type of product, that is the limitation, then the success will end. You will have a lot of needs but you will not be able to meet the needs of the customer alone so you have to choose a business that will provide you with maintenance control time and finished products but the shape structure is all up to you. Will depend.

But a small idea about business in my current technology age people are rushing towards technology day by day. So keeping this technology in mind and starting a business with new technology content can be the key to success.

Thanks everyone for reading my article.

Twitter

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!