এক ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ নামাজ,যিকির আযকার করত।শয়তান একদিন এসে তাকে বললো আরে এসব কাজের জন্য বড় হিম্মত লাগে। সারাজীবন ই তো আল্লাহ আল্লাহ করলে,,, কই কোনো সাড়া তো পেলে না,,,কি ফায়দা পেলে????
তোমার এসব ইবাদত কবুল ই হচ্ছে না.।।।।একথা শুনে ঐ ব্যক্তি নিরাশ হয়ে শুয়ে পড়ল,,,,,,নিয়ত করল আজ আর তাহাজ্জুদ এর নামাজ আদায় করব না,,,,সারাজীবন কষ্ট করেও তো কোনো সাড়া পেলাম না।।।
রাতে স্বপ্নে একজন ফেরেস্তা এসে তাকে বললো কি ভাই,,,আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, তুমি আজ তার নাম নেওনি কেন???....
সে বলল,দীর্ঘ দিন ধরে তার নাম নিচ্ছি,কিন্তু তার পক্ষ থেকে কোনো সাড়া পেলাম না,,,তাই ভাবছি আমার আমল হয়ত কবুল হয়না।।।।আর যেহেতু কবুল হয়না তাই আর অনর্থক তা করে কি আর লাভ,,,,,,,
জওয়াবে বলা হল,, তোমার এই আল্লাহ আল্লাহ বলাটাই আমার জওয়াব। তোমার আল্লাহ আল্লাহ বলা যদি আমার পছন্দ না হত তুমি দ্বিতীয় বার এ নাম নেওয়ার সুযোগ পেতে কোথায়??? দুনিয়ায় কত লোকজন ই আছে যারা আল্লাহ নাম নেওয়ার সুযোগ পায় না।তোমার আমল কবুল হয় বলেই বার বার আমার নাম নেওয়ার তাওফিক দিয়েছি!!!!
সুবাহানাল্লাহ।।