Unfairly Betray

in story •  8 months ago 

Today's story is a memorable incident of college life.
I usually hear everyone say that no one can do anything without giving it. It felt good that I had to get into a lot of trouble for it. So I now try to listen to others less. However, it is very often one of the things that doesn't happen.

Source

When I was in college in the city one of my cousins gave me a mobile to fix. The front glass of the mobile was completely broken. When I showed it to the shop to get rid of it, the shopkeeper told me to pay an amount, then I told his brother that it can be fixed in this way for that amount of money and explained to him in detail about it. What happened could be fixed but it wouldn't be very sustainable. It might be ruined again I talked to him about it and he said ok you fix it. Then I fixed the mobile with the money I had from the shop. I was living in the city and attending college. I paid half of my full month's expenses to fix the mobile with my own money.

But when I gave him the mobile when I told him about the money he said but I will give it to you but two to three to four like this in empty days it started increasing after a whole week when I ran the money to him he told me that the mobile from him was broken again. Went and he said that the skin applied to the mobile was not good and he also refused to pay my money. I told him that you were fixing mobile to me I fixed your mobile now you give my money so that I I can manage my monthly expenses. But I had nothing to do when he refused to pay no matter how hard I tried to convince him.

Source

But when I told this to my family and they all started blaming me saying why didn't you take the money earlier and get it done. Thus everyone puts the entire blame on me. I have nothing to do and nothing to say. I thought him my brother and did this to him, but he was unfaithful to me. And the whole family is blaming me. I suffered a lot because of this and I had to compensate myself by raising money from that house.

From then on, whoever asked me to do any work that required money, I would tell him in advance that if he paid first, I would not be able to do his work. It taught me a lot about not trusting everyone no matter how good they are. Even though I thought of him as a brother, he treated me unfairly.

From my side I feel that it is really unfair to me because he has wronged me in what I did considering him as my brother and now my family members spoke against me saying that it was my fault. I have to pay for the damage. Hope this doesn't happen to anyone else.

Thanks everyone for reading this to the end. I conclude by wishing you well.

In Bangla:-

আজকের গল্পটা কলেজ জীবনের স্মৃতি স্মরণমূলক একটা ঘটনা।

আমি সাধারণত সকলের কথা শুনে থাকি কেউ কোনো কাজ দিলে না করতে পারে না। এটা ভালো মনে হলো তার জন্য আমাকে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়েছে। তাই আমি এখন চেষ্টা করি যাতে অন্যের কথা কম করে শোনার। তবুও অনেক সময় হয়ে ওঠে না এটা খুবই বিষয়ের মধ্যে একটি।

আমি যখন শহরে কলেজ পড়তাম আমার চাচাতো ভাইদের মধ্যে একজন আমাকে একটা মোবাইল ঠিক করার জন্য দেয়। মোবাইলটি সামনের ডিসপ্লে একদমই ভেঙ্গে গিয়েছিল আমি সেটা ছাড়ার জন্য দোকানে দেখালে দোকানদার আমাকে একটা অ্যামাউন্ট এর মধ্যে দিয়ে সরার কথা বলে তখন আমি ওর ভাইকে জানাই যে এটা এত টাকার মধ্যে এভাবে ঠিক করা যাবে তাকে এ বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলি। যা হলো এটা ঠিক করা যাবে কিন্তু এটা খুব একটা টেকসই হবে না। এটা আবারও নষ্ট হয়ে যেতে পারে তার সাথে আমার এ বিষয়ে কথা হয় এবং সে বলে ঠিক আছে তুই ঠিক করে নিয়ে আয় । তারপর আমি মোবাইলটি দোকান থেকে আমার কাছে যে টাকা ছিল সেটা দিয়ে ঠিক করে নিয়ে আসে। আমি তখন শহরে থাকতাম এবং কলেজে পড়তাম। মোবাইল ঠিক করতে রাগ খরচ হয়েছিল তা আমার পুরো মাসের খরচের অর্ধেক আমি আমার নিজের টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসি।

কিন্তু যখন আমি তাতে মোবাইল দিলাম যখন তাকে টাকার কথা বললাম সে বলল কিন্তু আমি তোকে দিয়ে দেব কিন্তু দুই থেকে তিন থেকে চার এভাবে খালি দিনে বেড়ে যেতে লাগলো পুরো এক সপ্তাহ পর আমি তার কাছে টাকা ছুটে গেলে সে আমাকে জানায় তার কাছ থেকে মোবাইলটা আবার নষ্ট হয়ে গেছে আর সে বলে যে স্কিনটা লাগানো হয়েছিল মোবাইলের সেটা ভালো ছিল না এবং সে আমার টাকাও দিতে অস্বীকার করে। আমি তাকে বললাম যে আপনি আমার কাছে মোবাইল ঠিক করছে দিয়েছিলেন আমি আপনার মোবাইল ঠিক করে দিয়েছি এখন আপনি আমার টাকাটা দিয়ে দেন যাতে আমি। আমার মাসের খরচ চালাতে পারি। কিন্তু আমি যখন যতই বোঝাতে চাই সে টাকা দিতে অস্বীকার করে এতে আমার কিছুই করা ছিল না।

কিন্তু আমি যখন এটা আমার পরিবারকে জানাই এবং তারা সবাই আমারই দোষ দিতে থাকে বলে যে তুই আগে টাকা না নিয়ে কেন সেরে দিয়েছিস। এভাবে সবাই আমার উপরেই পুরো দোষটাকে চাপিয়ে দেয়। এতে আমার আর কিছু করার থাকে না আর কিছু বলার থাকে না। আমি তাকে আমার ভাই ভেবে তার এ কাজটা করে দিয়েছিলাম কিন্তু সে আমার সাথে বেইমানি করেছে। এবং পরিবারের সকলে আমাকে দোষারোপ করছে। এতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম এবং ওই বাসা থেকে অনেক কষ্ট করে আমি নিজেকে টাকা জোগাড় করে এর ক্ষতিপূরণ দিতে হয়েছিল।

এরপর থেকে সে যেই হোক সে যাতে আমাকে কোন কাজ করতে বলতো যার জন্য টাকা লাগবে আমি তাকে আগেই বলে দিতাম যে সেজন্য আগে টাকা দেয় তাহলে তার কাজ আমি করতে পারবো না। এতে আমার অনেক শিক্ষা হয়েছিল যে সে যতই আপন হোক সবাইকে বিশ্বাস করা ঠিক না। আমি তাকে ভাই ভাবলেও সে আমার সাথে বেইমানি করেছে।

আমার কাছ থেকে মনে হয় এটা সত্যি আমার সাথে অন্যায় হয়েছে কারণ আমি তাকে আমার ভাই ভেবে যে কাজটা করেছিলাম এতে সে তো আমার সাথে বেইমানি করল এখন আমার বাড়ির লোক আমার বিরুদ্ধে কথা বলল যে এটা আমারই দোষ ছিল। এর ক্ষতি পুরনো আমাকে দিতে হবে। আশা করি আর কারো সাথে এরকম ঘটনা যেন না ঘটে।

সবাইকে শেষ পর্যন্ত এটা পড়ার জন্য ধন্যবাদ। আপনার মঙ্গল কামনা করে আমি শেষ করছি।

Translated using Google Translator
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!