Fire escape details

in stair •  3 years ago 

আপৎকালীন সিঁড়ি (Fire escape) : অগ্নিকাণ্ড, ভূমিকম্প তথা আকস্মিক যে-কোনাে দুর্ঘটনায় ইমারতে অবস্থানকারীদের
সকলের একসঙ্গে প্রধান সিঁড়িপথ কিংবা Lift বা Elevator ব্যবহারের সুযােগ না থাকায় ইমারতে কিছু কিছু জরুরি নির্গমন পথ নির্মাণ
করা হয়ে থাকে। এ পথকে Fire escape বলে। এই জরুরি নির্গমন পথসমূহ অনেকখানি Duct বা shaft আকারে নির্মাণ করা হয়ে
থাকে। এ Duct বা Shaft আকারের প্রকোষ্ঠে ধাতব নির্মিত মই কিংবা আরসিসি নির্মিত স্বল্প প্রশস্তের সিড়ি দেয়া থাকে। এ Duct বা
Shef-এর সঙ্গে প্রতিটি তলায় সংযােগ পথ বা প্রবেশপথ থাকে এবং নিচের শেষ প্রান্তের অংশটি ইমারত পার্শ্বস্থ
রাস্তার দিকে উন্মুক্ত করে দেয়ার ব্যবস্থা থাকে। প্রতি তলায় অবস্থিত প্রবেশপথটি সহজে নজরে পড়ে এমন নির্দেশক সহযােগে
চিহ্নিত করা থাকে। দুর্ঘটনার মুহূর্তে ইমারতে অবস্থানকারীরা মূল সিঁড়িপথ কিংবা Lift-এর খোঁজে সময়ক্ষেপণ না করে যাতে সহজে
এ Fire escape-টির অবস্থান জানতে পারেন সেজন্য এ ব্যবস্থা থেকে থাকে।
images (21).jpeg
অফিস ভবন যদি ১৮.৩ মিটারের চেয়ে উঁচু হয়
সেক্ষেত্রে অব্যশই একটি অগ্নিনিরােধক সিঁড়ির প্রয়ােজন হয়। এ সিড়ি অবশ্যই ভবনের সমান উঁচু হবে। নিচতলার সাথে
সংযােগসহ অতি সহজে ভােলা জায়গায় চলে যাওয়ার পথ থাকতে হবে। প্রত্যেক ল্যান্ডিং-এর জানালাগুলাে খুলে দেওয়ার
ব্যবস্থা থাকতে হবে। সিড়িতে সবসময় আলােবাতাসের ব্যবস্থা রাখতে হবে। ভবনের প্রত্যেক তলার সাথে এ সিড়ির সংযােগ
রাখতে হবে। সিড়ি তৈরিতে ব্যবহৃত ম্যাটেরিয়ালস অগ্নিরােধক হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!