চুল পড়া থেকে মুক্তি পাবেন, চুল হবে কালো ও ঘন

in sportblurt •  3 years ago 

আপনি যদি চুল পড়া নিয়ে সমস্যায় পড়ে থাকেন বা চুল লম্বা করতে চান, তাহলে এই খবরটি আপনার কাজে লাগবে। সরিষার তেল আপনাকে এই সমস্যাগুলি থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে, কারণ সরিষার তেল শুধুমাত্র রান্নায় ব্যবহার করা হয় না বরং এটি চুল কালো, ঘন এবং সুন্দর করতেও ব্যবহৃত হয়। ঔষধি গুণে ভরপুর সরিষার তেল প্রাণহীন ও পাতলা চুলের জন্য সবচেয়ে উপকারী।

1362212--hair-.gif

সরিষার তেলে পাওয়া যায় পুষ্টিগুণ
সরিষার তেলে আয়রন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে যা চুলের পুষ্টি যোগায়।কেন এবং কীভাবে সরিষার তেল চুলের জন্য বিশেষ
বিশেষজ্ঞরা বলছেন, সরিষার তেল দিয়ে চুলে ম্যাসাজ করলে চুল পড়া কমে যাবে। চুল পড়া এবং প্রাণহীন চুলের সবচেয়ে বড় কারণ মাথার ত্বকে রক্ত ​​চলাচলের অবনতি। এমন অবস্থায় সরিষার তেল লাগালে রক্ত ​​চলাচল ঠিক থাকে। চলুন নিচের খবরে জেনে নেওয়া যাক এর ব্যবহারের উপায় এবং অসাধারণ উপকারিতা।

baal-jhadne-se-rokne-ke-gharelu-upay-aur-tarike-hair-fall-control-tips-in-hindi.png

আরও পড়ুন- অ্যাজমা রোগীদের ডায়েট প্ল্যান কীভাবে করবেন? এই ৩টি জিনিস খাওয়া বিপজ্জনক
এভাবে চুলে সরিষার তেল ব্যবহার করুন
শ্যাম্পু করার আগে হাতে সামান্য সরিষার তেল নিয়ে তালুর মাঝে ঘষে নিন।এবার হালকা গরম তেল চুলের গোড়া পর্যন্ত লাগান।তেল দিয়ে চুলে কিছুক্ষণ ম্যাসাজ করুন।তারপর ১ ঘণ্টা পর চুলে শ্যাম্পু করুন।
সরিষার তেল আপনার চুলকে করবে নরম ও মজবুত
pic (1).jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!