Woman sisuation in our society

in society •  3 years ago 

images (97).jpeg
The position of women in society.

The women's society of our country. We as a government or orally just that women have equal rights with men. But the real picture of society does not say that.

Impact on family and mother in childbirth:
In rural areas it is still seen that if a daughter is born in a family then there is unrest in the family. And the mother who gave birth to the daughter of that family has to listen to a lot. But is it really the case that the woman is standing up for her daughter? Although the girl child is born and grows slowly, it is later seen that there is a lot of inequality in the case of the girl child. That girl child cannot go everywhere. No preference will be given to his views. You have to accept what your parents say.

Barriers to reading:
When the girl child grows up, she studies up to the fifth grade. Then began the obstruction of the life of that ten year or eleven year old girl child. And in our patriarchal society, many people say that girls don't need to read. They just have to know the housework.

The result:
The fact that a boy can only take care of his family is not true. Because we see around us that there are families who have no daughters, they have sons, but those sons and daughters do not see the parents when they are old. The elderly parents have to make a living by begging. And at some point, those parents may or may not have eaten and died without treatment.

Educational requirements for girls:
Her first school in her family for a child. And Ma E is the head teacher of this school. And a mother never thinks she is different from her child. An educated woman is an educated mother, an educated mother and a key role in moving this woman-child forward.

Thanks everyone for reading my article.

সমাজে নারীর অবস্থান।

আমাদের দেশের নারী সমাজ। আমরা সরকার হিসেবে বা মৌখিকভাবে শুধু যে নারীদের পুরুষের সমান অধিকার আছে। কিন্তু সমাজের বাস্তব চিত্র তা বলে না।

সন্তান প্রসবের সময় পরিবার এবং মায়ের উপর প্রভাব:
গ্রামাঞ্চলে এখনও দেখা যায়, কোনো পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে পরিবারে অশান্তি দেখা দেয়। আর সেই পরিবারের মেয়ের জন্ম দেওয়া মাকে অনেক কথা শুনতে হয়। কিন্তু আসলেই কি সেই নারী তার মেয়ের জন্য উঠে দাঁড়াচ্ছেন? যদিও মেয়ে শিশু ধীরে ধীরে জন্ম নেয় এবং বড় হয়, কিন্তু পরে দেখা যায় মেয়ে শিশুর ক্ষেত্রে অনেক বৈষম্য রয়েছে। মেয়েটি সব জায়গায় যেতে পারে না। তার মতামতকে প্রাধান্য দেওয়া হবে না। মা বাবা যা বলবেন তা মেনে নিতে হবে।

পড়ার প্রতিবন্ধকতা:
মেয়ে শিশুটি যখন বড় হয় তখন সে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে। এরপর শুরু হয় সেই দশ বছরের বা এগারো বছরের মেয়ে শিশুর জীবনের প্রতিবন্ধকতা। আর আমাদের পুরুষতান্ত্রিক সমাজে অনেকেই বলে মেয়েদের পড়ার দরকার নেই। তাদের শুধু ঘরের কাজ জানতে হবে।

ফলাফল:
একটি ছেলে যে শুধুমাত্র তার পরিবারের যত্ন নিতে পারে তা সত্য নয়। কারণ আমরা আমাদের চারপাশে দেখি এমন পরিবার আছে যাদের মেয়ে নেই, ছেলে আছে কিন্তু সেই ছেলে মেয়েরা বুড়ো হয়ে গেলে বাবা-মাকে দেখে না। বৃদ্ধ বাবা-মাকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হয়। আর কোনো এক সময়ে সেই বাবা-মা হয়তো না খেয়ে থাকতে পারেন এবং বিনা চিকিৎসায় মারা গেছেন।

মেয়েদের জন্য শিক্ষাগত প্রয়োজনীয়তা:
সন্তানের জন্য তার পরিবারে তার প্রথম স্কুল। আর মা ই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবং একজন মা কখনই ভাবেন না যে তিনি তার সন্তানের থেকে আলাদা। একজন শিক্ষিত নারী একজন শিক্ষিত মা, একজন শিক্ষিত মা এবং এই নারী-শিশুকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল ভূমিকা।

আমার article টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!