মানুষের দেহের প্রতিটি কোষের একটি নির্দিষ্ট আয়ু আছে। এই আয়ু পার হয়ে গেলে কোষ মরে যায় এবং নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। সেই হিসেবে আপনার ফুসফুসের প্রতিটি কোষ ছয়মাসের মধ্যে প্রতিস্থাপিত হয়ে যায়। তাই বলা যেতে পারে আপনার ফুসফুসটির বয়স মাত্র ছয় মাস।
![collect.jpg](
একই ভাবে লোহিত রক্ত কণিকা প্রতি চার মাসে, শুক্রাণু মাত্র তিন দিনে, বহিঃত্বক দুই থেকে চার সাপ্তাহে, যকৃৎ পাঁচ মাসে, হাড় ১০ বছরে এবং হৃদপিন্ড ২০ বছরে পুরোপুরি প্রতিস্থাপিত হয়ে যায়। সবচেয়ে দীর্ঘস্থায়ী কোষ হচ্ছে মানুষের স্নায়ু এবং চোখের কোষ। এই কোষগুলো আপনার জন্মের আগেই গঠিত হয় এবং সারাজীবনে আর প্রতিস্থাপিত হয় না। তাই আপনার মস্তিষ্ক ও চোখের বয়স আপনার বয়সেরই সমান।
কি? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? কিন্তু এটাই সত্যি।