?
ক্লাউন ফিশের সমাজে বিভিন্ন সামাজিক মর্যাদাবিশিষ্ট শ্রেনীকাঠামো খুব কঠোর ভাবে মেনে চলা হয়। একেবারে উপরের স্তরে থাকে সবচেয়ে শক্তিশালী, আকারে বড় এবং আক্রমনাত্মক একটি স্ত্রী মাছ। একটি ঝাঁকে কেবল একজোড়া স্ত্রী ও পুরুষ ক্লাউন ফিশ প্রজননে অংশ নেয়। প্রতিটি ক্লাউন ফিশ পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে। যখন সেই ঝাঁকের স্ত্রী মাছটি মারা যায় বা কোনো কারণে দল ছাড়া হয় তখন তার ঠিক নিচের সামাজিক মর্যাদার অর্থাৎ সবচেয়ে বড় ও প্রভাবশালী পুরুষ মাছটি স্ত্রী মাছে পরিণত হয় এবং বংশগতি অক্ষুন্ন রাখে। পুরুষটি স্ত্রীতে পরিণত হওয়ার পর ফাঁকা পদ ক্রমান্বয়ে নিচের স্তরের মাছ দ্বারা পূরণ হয়।