কোন কালো বস্তু ঠিক কতটা কালো?

in science •  3 years ago 

ছবিতে মাথার দুটি প্রতিকৃতি রয়েছে, তবে ডানপাশেরটিকে বাজারজাতকৃত সবচেয়ে কালো বস্তু Vantablack দিয়ে আবরণ দেওয়া হয়েছে।

কোনো বস্তু হতে আলো আমাদের চোখে এসে পড়লে সেই বস্তুটি আমরা দেখি। কখনো কখনো বস্তু নিজেই আলো নিঃসরণ করে, আর কখনো আলোক উৎস থেকে আলো বস্তুতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে আমরা সেই বস্তু দেখি। আর কালো মানে হচ্ছে রং তথা আলোর অনুপস্থিতি। কালো বস্তু আলো শোষন করে নেয় বলে আমরা সেই বস্তুটিকে কালো তথা অন্ধকার দেখি। কিন্তু পৃথিবীর কোনো বস্তুই পুরোপুরি কালো নয়, অর্থাৎ আলো পুরোপুরি শোষন করতে পারে না, সামান্য কিছু প্রতিফলিত করে। তাই কালো বস্তুর পৃষ্ঠের গড়ন বুঝতেও আমাদের সমস্যা হয় না। কয়লা পৃথিবীর সবচেয়ে কালো বস্তুগুলোর একটি যা প্রায় ৯৬% আলো শোষণ করে আর বাকী ৪% আলো প্রতিফলন করে। একটুকরো কয়লা হাতে নিলে এর পৃষ্ঠের বন্ধুরতা আমরা চোখে দেখেই বুঝতে পারব।

কিন্তু Vantablack ৯৯.৯৬% আলো শোষণ করে, অর্থাৎ প্র্যাকটিক্যালি এর মধ্য থেকে কোনো আলো প্রতিফলিত হয় না। তাই এর দিকে তাকালে কেবল অন্ধকারই মনে হয়। এই কারণে প্রতিকৃতির মুখবৈশিষ্ট্যগুলো কিছুই বোঝা যাচ্ছে না। কোনো বস্তুর উপর এটি স্প্রে করে দিলে একটা নিকষ কালো গহ্বর ছাড়া আর কিছুই মনে হবে না।

Vantablack তৈরি করা হয়েছে কার্বন ন্যানোটিউব দিয়ে। বিভিন্ন আলোকযন্ত্রে যত্রতত্র প্রতিফলনে প্রতিবিম্বের মান হ্রাস পায়, তাই সেসব কোটিংয়ের জন্য এই বস্তুটি কাজে আসে। তাছাড়া মিলিটারি ক্ষেত্রে এবং নানাধরনের গবেষণার ক্ষেত্রে এর ব্যাবহার রয়েছে।

লিখেছেনঃ ইমতিয়াজ আহমেদ, সম্পাদক, বিজ্ঞান পত্রিকা

#vantablack #black #reflection

vantablack.jpg

There are two portraits of the head in the film, but the most black objects marketed on the right are covered with vantablack. If we come to our eyes, we see that object from our eyes. Sometimes the object itself emits the light, and sometimes we see that object in our eyes and in our eyes from light sources. And black means the absence of color or light. Because the black object exploits the light, we see that object black and dark. But no things in the world are completely black, that is, the light can not completely exploit, reflect something little. So we do not have problems in understanding the surface of the black object. Coal is one of the most black objects in the world that absorbs about 96% of the light and the rest reflects 4% of the light. If we take a coal in the coal, we can understand the friend's friend's friend. But Vantablack absorbs the light of 99.96%, that is, no light is reflected from the practice of practically. So it seems only to look at it. Because of this, nothing can be understood by the face of portrait. If it sprayed it on an object, there will be nothing more than a black cavity. Vantablack has been created with carbon nanotube. The value of the reflection in the reflection of various enlightenment reduces the value of the reflection, so this object comes to work for those coating. Besides, there is a use of military field and various research.
Wrote: Imtiaz Ahmed, Secretary, Science magazine
#vantablack #black #regflection

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!