আমি ব্যাক্তি জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির জগতে চলতে গিয়ে অনেক সময় ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ভাবতে ভালবাসি! তাই আজ এই ভাবনাটা মাথায় ঢুকলো ! চিত্রে দেখানোর চেষ্টা করেছি একটি স্থির চাকার পরিধিকে স্পর্শ করে একটি ছোট চাকা গড়িয়ে ঘুরে চলেছে !
এখন প্রশ্ন হলো ঐ ঘুর্ণায়মান ছোট চাকাটি বড় চাকাটির পরিধি বরাবর একবার ঘুরে আসতে নিজের অক্ষে কত পাক ঘুরবে? দেখোনো চিত্রটিতে বলা আছে বড় চাকার ও ছোট চাকার ব্যাসার্ধ যথাক্রমে ১২ মিলিমিটার ও ৩ মিলি মিটার !
আন্দাজে উত্তর নয়! উত্তরের সাপেক্ষে যথাযথ প্রমাণের নামই বিজ্ঞান !
বিনয়ের সাথে জানাই এটা বিজ্ঞান নিয়ে দাদাগিরি করছি না --শুধু বিজ্ঞান চর্চাকে আকর্ষণীয় করতেই এই রকম আলোচনার অবতারণা ! সবাইকে সুপ্রভাত জানাই !
(এক দুজন সঠিক উত্তর ও ব্যাখ্যা দিয়েছেন তাই সচিত্র উত্তরটা দিয়ে দিলাম ! কত সোজা অথচ কত জটিল!)
© ---সমীর ব্যানার্জী