I feel the best in a rainy day

in rainyday •  3 years ago 

20210525_160852.jpg

This year, Bangladesh is facing a catastrophic climate change crisis. The humidity has dropped dramatically. Extreme droughts and severe droughts have made it impossible for animals to survive. When in danger, misguided believers remember their Creator at the last moment. This is what happened in Bangladesh even in this moment of danger. People of all religions began to call on their Creator in their temples for a little rain. Each time there was a specific moment in the prayer for rain. Finally, as the infinite mercy of the Creator, it is raining heavily today. Alhamdulillah.

এবছর বাংলাদেশ স্মরণকালের ভয়াবহ এক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হল। বাতাসের আদ্রতা ভয়াবহ রকম কমে গিয়েছে। অনেকদিক তীব্র অনাবৃষ্টি আর প্রখর খরার ফলে জীবজগতের বেঁচে থাকাটাই অস্বাভাবিক হয়ে উঠেছিল। বিপদে পড়লে বিপথগামী আস্তিকরা নাকি সর্বশেষ পর্যায়ে নিজেদের সৃষ্টিকর্তাকে স্মরণ করে। এই বিপদের মুহূর্তেও এটাই দেখা দিল বাংলাদেশে। সব ধর্মের মানুষ তাদের উপাসনালয়ে নিজেদের সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলো একটু বৃষ্টির জন্য। প্রতিবার প্রার্থনায় একটা নির্দিষ্ট মুহূর্ত থাকলো বৃষ্টির জন্য। অবশেষে সৃষ্টিকর্তার অশেষ রহমত হিসেবে আজকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ।

20210525_160847.jpg

Now, however, this area of ​​Bangladesh and West Bengal in India is in the midst of a storm called Yash. In India, the torrential rains brought danger to them, but in Bangladesh it is now a blessing. Because the violence of this storm is very low in Bangladesh. The storm has basically passed beside Bangladesh.

এখন অবশ্য বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের এই এলাকায় ইয়াশ নামের ঝড়ের মধ্যে পড়েছে। ভারতে এই ঝড় বৃষ্টি তাদের জন্য বিপদ ডেকে আনলেও বাংলাদেশে এটা এখন আশির্বাদ স্বরূপ। কারণ বাংলাদেশে এই ঝড়ের তান্ডব খুবই কম। ঝড়টি মূলত বাংলাদেশের পাশ দিয়ে চলে গেছে।

It is because of this adverse effect of climate change over the years that we are now facing so many natural disasters. We are responsible for climate change. Throughout the year we have been cutting down trees indiscriminately, destroying nature in the name of urbanization and industrialization, emitting thousands of tons of carbon dioxide every day from the mills. Climate change and its effects on thousands of natural disasters, these are our own hands.

বছরের পর বছর ধরে জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রতিক্রিয়ার প্রভাবেই আমরা এখন এত প্রাকৃতিক দূর্যোগের সম্মুখীন হচ্ছি। জলবায়ু পরিবর্নের জন্য আমরাই দায়ী। সারা বছর ধরে আমরা নির্বিচারে গাছ কেটে চলেছি, নগরায়ন আর শিল্পায়নের নামে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, প্রতিদিন হাজার হাজার টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করি কল কারখানা গুলো থেকে। জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে হাজার রকম প্রাকৃতিক দূর্যোগ, এগুলা আমাদের নিজেদেরই হাতের কামাই।

20210525_160802.jpg

Twenty-five percent of the total geographical area of ​​a country needs to be forested to maintain the right climate and weather. You will be surprised to hear that Bangladesh has only seven percent of its total forest area. And it is also declining rapidly day by day. Fifteen years ago, the size of the Sundarbans in Bangladesh, the largest mangrove forest in the world, was 16,000 square kilometers. But its area is now less than four thousand square kilometers.

জলবায়ু ও আবহাওয়া ঠিক রাখার জন্য একটা দেশের মোট ভোগলিক আয়তনের পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। শুনে অবাক হবেন যে, বাংলাদেশে এর মোট আয়তনের মাত্র সাত ভাগ বনভূমি রয়েছে। এবং এটাও দিনের পর দিন দ্রুত কমে যাচ্ছে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, বাংলাদেশের সুন্দরবনের আয়তন আজ থেকে পনের বছর আগেও ষোল হাজার বর্গকিলোমিটার ছিল। অথচ এর আয়তন এখন চার হাজার বর্গকিলোমিটারের ও কম।

Bangladesh is a densely populated area. In order to meet the housing and food needs of the rapidly growing population, forests and habitats are being created by constantly clearing forests. As a result, the amount of forest has decreased and our climate and climate is changing significantly.

বাংলাদেশ একটি ঘন জনবসতি পূর্ণ এলাকা। দ্রুত ক্রমবর্ধমান জনসংখ্যার বাসস্থান ও খাবারের চাহিদা মেটাতে প্রতিনিয়ত বন উজার করে বাসস্থান ও চাষাবাদের জায়গা তৈরি করা হচ্ছে। ফলে বনভূমির পরিমাণ কমে গিয়ে আমাদের আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হচ্ছে উল্লেখযোগ্য ভাবে।

Again Bangladesh is a coastal region. As a result of climate change, the earth's temperature is rising rapidly. As a result, the coastal districts of Bangladesh, where sea levels have risen due to the melting of polar ice caps, are slowly sinking. According to various international organizations, if the sea level continues to rise as it is now, ten districts of Bangladesh could be submerged in the next fifty years.

আবার বাংলাদেশ একটি সমুদ্র তীরবর্তী অঞ্চল। জলবায়ু পরিবর্নের ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়ছে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া বাংলাদেশের সমুদ্র তীরবর্তী জেলা গুলো আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে বর্তমানের মত করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের দশটি জেলা সমুদ্রের পানির নিচে তলিয়ে যেতে পারে।

20210525_162323.jpg

As a developing country that gained independence five decades ago, Bangladesh has to deal with thousands of problems. On top of that again it is really difficult for us to deal with this adverse reaction of climate change. Yet we have to deal with these disasters.

পাঁচ দশক আগে স্বাধীনতা লাভ করা একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এমনিতেই হাজার রকম সমস্যা মোকাবেলা করতে হয়। এর উপর আবার জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলা করা সত্যিই আমাদের জন্য দুরূহ। তবুও আমাদেরকে এসব দূর্যোগ মোকাবেলা করতেই হবে।

Today, after a long time, it rained profusely in our district. When it was raining I was sitting at home watching the rain through the window. It's a beautiful feeling. Thanks.

আজকে আমাদের জেলায় অঝোর ধারায় বৃষ্টি নেমেছে অনেকদিন পরে। বৃষ্টির সময় আমি ঘরে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম। এটা অনেক সুন্দর একটা অনুভূতি। ধন্যবাদ।

All photos are taken by my Samsung M21 mobile phone camera.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord

Manually curated by @abiga554

logo3 Discord.png

Felicitaciones, su publication ha sido votado por @r2cornell. También, encuéntranos en Discord

Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.