বিসমিল্লাহির রহমানির রহিম
আমাদের এলাকার এক লোকের নাম হচ্ছে আশরাফ সে একজন সফল ব্যবসায়ী হ্যালো সে কিভাবে ব্যবসায় সফল পেয়েছে সে সম্পর্কে কিছু আলোচনা করে
(source)[https://images.app.goo.gl/TuXXjTDaUEWh4X1c8]
জ্ঞানচক্ষু বা বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি বা বুঝতে পারার সামর্থ্যকে দূরদৃষ্টি বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কী হতে পারে যদি ভাবতে না পারেন তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়।
আশরাফ একজন সফল ব্যবসায়ী। তিনি তাঁর ছেলে আরিফের ব্যবসায় করার আগ্রহ দেখে নালিতাবাড়ি বাজারে কয়েকটি ঔষধের দোকানের পাশে একটি ফার্মেসির ব্যবস্থা করে দেন। ভবিষ্যতের কথা চিন্তা করে এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আরিফ তার ফার্মেসিতে ঔষধের পাশাপাশি কিছু প্রসাধন সামগ্রী এবং শিশু খাদ্যসামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করেন। উপরিউক্ত একজন উদ্যোক্তার দূরদৃষ্টি বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, আরিফের ব্যবসায়ী হওয়ার পেছনে তার বুদ্ধি ও চেতনা রয়েছে
সাধারণত একজন উদ্যোক্তা বিভিন্ন ধরনের গুণের অধিকারী হয়ে থাকে। এসব গুণ তাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে সাহায্য করে। একটি ব্যবসায়ের শুরু থেকে সঠিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের সকল কিছুই উদ্যোক্তার ওপর নির্ভর করে বিধায় ব্যবসায় প্রতিষ্ঠানকে লাভজনক করার ক্ষেত্রে উদ্যোক্তার ভূমিকাই মুখ্য।
(source)[https://images.app.goo.gl/GruTxJPtrV2XxSts6]
এছাড়াও বিক্রয়কার্যকে ফলপ্রসু করার জন্য তার ফার্মেসিতে দুইজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। তার এসব গুণের দ্বারা তিনি অল্প কিছুদিনের মধ্যেই ব্যবসায়ে সফলতা লাভ করেন।
এমন একজন ব্যক্তি যিনি ঝুঁকিপূর্ণ ও অনুমাননির্ভর পথযাত্রায় নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হন। আরিফও তার ব্যবসায়ে সফলতার জন্য ঝুঁকিতগ্রহণ করেছেন এবং দূরদৃষ্টি গুণের অধিকারী হওয়ায় ব্যবসায়ে শিশু খাদ্যের ব্যবস্থা করেছেন। ফলে অল্প কিছুদিনের মধ্যেই তিনি একজন ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। তাই বলা যায়, আরিফের মধ্যে একজন সফল উদ্যোক্তার গুণাবলি বিদ্যমান থাকায় তিনি ব্যবসায়ে সফল হয়েছেন। আমরা যে কোন ব্যবসা মনোযোগ সহকারে আমাদের আগে করতে হবে ভাই এই কি হয় না হয় এসব ব্যাপারে চিন্তা ভাবনা করে করতে হবে মনোযোগ সহকারে না করলে ব্যবসায় সফলতা হতে পারবেন না আমি তাদেরকে মাঝে মাঝে দেখে নিজেই অবাক হয়ে যাই যে কিসের মধ্যে কি হয়ে গেল একসময় তাদের সংসারের কতটা না হওয়া শুরু হয়ে যেত আর এখন তারা সেই সফল ব্যবসায়ী এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন