সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।"

in r2cornell •  2 years ago 

এক ছেলে মাদ্রাসায় পড় তার নাম রাকিব ছেলেটি মাদরাসা শেষ করে বাড়ি ফিরছিল। মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সে একটি ছোট ঝোঁপের ধারে পাঁচশ টাকার একটি তোড় পড়ে থাকতে দেখল। সে থেমে চারদিকে তাকাল। সে পথ ধরে কাউকে আসতে দেখল না। সে তোড়াটি পকেটে রাখল। সে পুনরায় চারদিকে তাকাল এবং পথের চারধারে কাউকে দেখতে পেল না। তারপর সে বাড়ির দিকে ছুটে গেল । তার বাবা শোবার ঘরে পত্রিকা পড়ছিল। তিনি রাকিব প্রচণ্ডভাবে ঘামতে দেখলেন। “কোনো সমস্যা, রাকিব?” তিনি উদ্বেগের সাথে জিজ্ঞেস করলেন। “না বাবা, আমি ঠিক আছি। কিন্তু দেখুন আমি বাড়ি ফেরার পথে বেশ পরিমাণ টাকা পেয়েছি।” রাকিব তার বাবাকে তোড়াটি খুলে দেখাল। “কিন্তু তুমি এটা বাড়ি নিয়ে এসেছ কেন? -এটা তোমার নয়।” “বাবা, পথে কেউ না থাকায় আমি ভেবেছি এটা আমার হওয়া উচিত। আমি প্রতিজ্ঞা করে বলছি আমি টাকার মালিককে খুঁজে দেখেছি।

Rafiqvai-1602668640-1672f74_xlarge.jpg
(Source)[https://images.app.goo.gl/SLVenJpZmvRWQ3Zz7]
” “বৎস, সেটাই তোমার যা তুমি সৎভাবে উপার্জন কর। এ তোড়াটি কোনো পথিকের কাছ থেকে পড়তে পারে। তোমার তাকে খুঁজে বের করার চেষ্টা করা উচিত।' রাকিবের বাবা মি. জলিল বললেন। “দুঃখিত বাবা, আমি সঠিক কাজ করিনি। এখন আসুন আমরা আসল মালিককে খুঁজে বের করি।” মি. জলিল খুশি হয়ে বলল, “ধন্যবাদ রস। সবসময় মনে রেখ- সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!