জীবনের সবক্ষেত্রে আল্লাহর বিধান

in r2cornell •  2 years ago 

জীবনের সবক্ষেত্রে আল্লাহর বিধান ও নবি-রাসুলদের কথার অনুসরণেই মানবকল্যাণ নিহিত

kotha-20200701135226 (1).jpg
(source)[https://images.app.goo.gl/uhL61YkNwuywkrKc6]
মাহমুদা তাওহিদের দিকে ইঙ্গিত করে সূর্যের একই নিয়মে পাঠিয়েছিলেন। উদিত হওয়া ও অস্ত যাওয়ার কথা উল্লেখ করেছে। আর শাহিদা পরিশেষে বলা যায়, তাওহিদে বিশ্বাসের সাথে সাথে নবি-রাসুলদের দেখানো রিসালাতের বিষয়ে আলোকপাত করেছে। নবি-রাসুলগণ মানুষকে সত্য ও পথের অনুশীলনের মাধ্যমেই মানবকল্যাণ নিশ্চিত হতে পারে।
আতিক ও আশিক দুই বন্ধু। দু'জনই বর্তমানে চাকরিজীবী।

NatunNakib-1551000863-3d35576_xlarge.jpg
(source)[https://images.app.goo.gl/sd3zEut9D7K1N8z2A]
কর্মস্থলে আতিককে পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে কাজ করতে হয়। তার পেশাগত জীবন কঠিন ও অনিশ্চিত হয়ে পড়েছে। অপরদিকে আশিক শুধু একজন উর্ধ্বতন কর্মকর্তার অধীনে কাজ করেন। সে কারণেই তার জীবন সুশৃঙ্খলভাবে চলছে। একদিন আশিক আতিককে বললেন, অনেকজনের জন্য কাজ করার চেয়ে একজনের জনের জন্য কাজ করা অনেক স্বস্তিদায়ক।

koraner+pics+image+%281%29.jpg
(source)[https://images.app.goo.gl/PD66VZQY7wnBpPFV7]
একজন বেশিরভাগ ক্ষেত্রেই অনেককে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু একজনকে সন্তুষ্ট করা খুবই সহজ
সন্তুষ্ট করতে পারে না। কিন্তু একজনকে সন্তুষ্ট করা খুবই সহজ। আশিকের বক্তব্যে তাওহিদ তথা আল্লাহর একত্ববাদের বিষয়টি ফুটে উঠেছে। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তার সমতুল্য কেউ নেই। এ বিশ্বাস ছাড়া কেউ মুমিন বা মুসলমান হতে পারে না। সব নবি-রাসুল তাওহিদের দিকে মানুষকে আহ্বান করেছেন। তাওহিদে বিশ্বাস দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের উপায়।
মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ ও সফলতা লাভ করতে হলে একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং তার আদেশ-নিষেধ মেনে তাকে খুশি করতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!