অনলাইন ব্যাকিং-এর সুবিধা কাজে উচ্চ বিদ্যালয়, পুর একটা সময় ছিল যখন মানুষকে ব্যাংক থেকে টাকা তুলতে সেই ব্যাংকে যেতে হতো, যেখানে তার ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়।
(source)[https://images.app.goo.gl/wh71wH2pHdsPtVc69]
ব্যাংকিং ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের ফলে এখন প্রায় সব ব্যাংক অনলাইন হয়ে গেছে। ফলে ঐ সমস্ত ব্যাংকের গ্রাহকরা ঐ ব্যাংকের যে কোনো শাখা হতে টাকা তুলতে পারেন। এমনকি ব্যাংক কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে যেকোনো সময় টাকা তোলা যায়। ইদানিং মোবাইল টেলিফোন ব্যবহার করেও ব্যাংকিং শুরু হয়েছে। অনলাইন ব্যাংকিং দিয়ে দিনরাত চব্বিশ ঘন্টার যেকোনো সময় টাকা তোলা যায়। আবার যে সব ব্যাংক অনলাইন হয়ে গেছে সেগুলোতে দেশের যেকোনো শাখা হতে টাকা তোলা যায়। প্রশ্ন-৬: দৈনন্দিন জীবনে আইসিটি এর ব্যবহার লেখো। সরকারি বালিকা
উচ্চ বিদ্যালয়, জয়পুরহা উত্তর: বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে আইসিটির ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়। দৈনন্দিন জীবনে আইসিটির ব্যবহার হলো:
প্রশ্ন-৩. চিকিৎসাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান উল্লেখ কর। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট, সিলেট মডেল স্কুল এন্ড কলেজ। উত্তর : আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনাও করা যায় না। কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায়, তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে তার চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি আইসিটি ব্যবহার করে সংরক্ষণ করা সম্ভব। দূর থেকে টেলিফোন ব্যবহার করেও স্বাস্থ্য সেবা দেওয়া যায়। সেটার নাম দেওয়া হয়েছে টেলিমেডিসিন। কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় ও ওষুধের মান নিয়ন্ত্রণের কাজ করলে ভুল হবার সম্ভাবনা কম থাকে। এছাড়া কম্পিউটার নিয়ন্ত্রিত স্ক্যানার মস্তিষ্ক ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ সূক্ষ্মভাবে পরীক্ষা করে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা বলে দিতে পারে। এছাড়াও বর্তমানে ক্যান্সার রোগের চিকিৎসা ও টিউমারের গঠন প্রকৃতি সম্পর্কে কম্পিউটারের সাহায্যে গবেষণা করা যাচ্ছে।