আলোক পর্যায়, ২. অন্ধকার পর্যায়। সোহার মায়ের শেষ বক্তব্যটি হলো বিশেষ প্রক্রিয়াটি অর্থাৎ সালোকসংশ্লেষণ ব্যতীত আমাদের জীবন বাঁচানো অসম্ভব সালোকসংশ্লেষণ
(source)[https://images.app.goo.gl/PJrg1NVBHdkAyfVE7]
প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। উদ্ভিদ নিজের প্রয়োজন মিটিয়ে এ খাদ্যের বাকী অংশ নিজের দেহে জমা রাখে। প্রাণীরা উদ্ভিদের জমানো খাদ্য গ্রহণ করে। সকল উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর মতো আমাদেরও বেঁচে থাকার জন্য শক্তি দরকার শাসনের মাধ্যমে খাদ্য থেকে সেই শক্তি নির্গত হয়। আবার আমরাসহ সকল প্রাণীরই বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়। তাই বলা যায়, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যতীত আমাদের জীবন বাঁচানো অসম্ভব। অর্থাৎ সোহার মায়ের শেষ বক্তব্যটি যথার্থ।