নেক সুরতে শয়তানের ধোঁকা শয়তানের অবিরাম প্ররোচনায় আবেদ মেয়েটিকে হত্যা করে ছেলেটির সাথে একগর্তে নিক্ষেপ করে। বিশালাকৃতির পাথর দিয়ে সে তাদেরকে ঢেকে দেয়। অতঃপর আবেদ গির্জায় আরোহণ করে আল্লাহর এবাদতে মনোনিবেশ করে।
(Source)[https://images.app.goo.gl/DdWukeyWCAvbEkq37]
কিছুদিন পর অভিযান শেষে ফিরে ভাইয়েরা আবেদের কাছে বোনের কথা জিজ্ঞাসা করে। সে তাদেরকে বোনের মৃত্যুসংবাদ জানিয়ে বোনের প্রতি সহানুভূতি দেখিয়ে কাঁদতে কাঁদতে বলে, সে যুগের সর্বোত্তম মেয়ে ছিলো। তোমরা তাকিয়ে দেখো, এটাই তার কবর। ভাইয়েরা কবরের কাছে গিয়ে বোনের জন্য কান্নাকাটি করে সহানুভূতি প্রকাশ করে। তারা বোনের কবরের নিকট কিছুদিন অবস্থান করে নিজ নিজ পরিবারের কাছে চলে যায়।
যখন রাত অন্ধকার হলো এবং ভাইয়েরা শয্যা গ্রহণ করলো, তখন শয়তান এক মুসাফির ব্যক্তির আকৃতিতে তাদের কাছে গিয়ে প্রথমে বড় ভাইকে তার বোন সম্পর্কে জিজ্ঞাসা করলো।
বড় ভাই বোনের ব্যাপারে আবেদের বক্তব্য, সহানুভূতি ও তার কবর দেখানোর বিষয়টি শয়তানকে বিদিত করলে শয়তান আবেদের সংবাদকে মিথ্যা প্রতিপন্ন করে বললো, আবেদ তোমাদের বোনের বিষয়ে তোমাদেরকে সত্য সংবাদ দেয়নি। সে তোমার বোনের সাথে অপকর্মে লিপ্ত হয়ে তাকে গর্ভবতী করলে সে একটি বাচ্চা প্রসব করে; অতঃপর সে বাচ্চাসহ তোমার বোনকে হত্যা করে বোনের জন্য আবেদ নির্ধারিত ঘরের পেছনে একটি গর্ত খনন করে তাতে উভয়কে দাফন করেছে। আর এটাও জেনে রাখো যে, ঘরে প্রবেশের ডান দিকে তার কবরের অবস্থান। সুতরাং তোমরা সেখানে গিয়ে বোনের অবস্থানরত কামরায় প্রবেশ করে আমার বিবরণ মোতাবেক অনুসন্ধান অবশ্যই