আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গতকালের সারাদিনের কাজকর্ম এখন ডাইরি আকারে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।
গতকাল ছিলো পবিত্র জুম্মার নামাজের দিন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নাস্তা করে পড়তে বসলাম। প্রায় দুই ঘন্টা বই পড়ার পর মোবাইলে কিছুক্ষন ভিডিও দেখলাম। তারপর ভাত খেয়ে কিছুক্ষন বিশ্রাম নিয়ে চলে গেলাম কোচিং এ। আমি বর্তমানে ঢাকায় ভার্সিটির ভর্তি কোচিং করতেছি। গতকাল ছিলো সাপ্তাহিক পরীক্ষা। পরীক্ষা দিয়ে একটু ঘুরাঘুরি করে চলে আসলাম হোস্টেলে। হোস্টেলে এসে ফ্রেস হয়ে একটু বিশ্রাম নিলাম। আমাদের হোস্টেলে স্মার্টফোন ব্যবহার করা নিষেধ আছে তবুও লুকিয়ে লুকিয়ে চালাই আমি।
কিছুক্ষন পর আযান দিয়ে দিলো। গোসল করে পাঞ্জাবি পড়ে চলে গেলাম মসজিদে। জুম্মার নামাজ পড়তে। নামাজ পড়ার পর হোস্টেলে এসে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমার মোবাইলে ক্যান্ডি ক্রাস গেম খেললাম। ৫টা লাইফ শেষ হয়ে গেলে মোবাইল রেখে পড়তে বসলাম। বই পড়তে পড়তে বিকাল হয়ে গেলো। আছরের আগে পড়ার টেবিল থেকে উঠে ফ্রেস হয়ে নিলাম। তারপর আমার রুমমেট এসে বললো যে বাইরে ঘুরতে যাবে। তাই রেডি হয়ে নিলাম।| একটি শিমুল ফুলের গাছ ও নার্সারীতে থাকা গাছ
যেহেতু শুক্রবার ছুটির দিন তাই বেড়িয়ে পড়লাম তিনজন মিলে। আমি ঢাকার মোহাম্মদপুরে শহর থেকে একটু দূরে একটি এলাকায় থাকি। তাই এখানকার পরিবেশটা একটু ভালোই আছে। তেমন যানযট দেখা যায় না। তিন বন্ধু মিলে একটি পার্কে বেড়াতে গেলাম। সেখানে ঘুরাঘুরি করে নাস্তা করার জন্য গেলাম। জীবনে প্রথম আমি বেলপুরি খেয়েছি। এর আগে বেল্পুরি কোথাও খাই নি। নাস্তা করার পর দেখলাম যে ছোট বাচ্চারা পার্কের মধ্যে খেলা করছে। একটা বাচ্চা দেখলাম যে ছোটো চার্জার মটরসাইকেল চালিয়ে বেড়াচ্ছে আর একটি ছেলে ওর গাড়ির দিকে দেখিয়ে ওর বাবা-মার কাছে বায়না ধরেছে গাড়ি নেয়ার জন্য। সেখানে অনেক ভালো সময় কাটলো আমাদের।
সন্ধার সময় আবারো হোস্টেলে ফিরে আসলাম। এসে ফ্রেস হয়ে পড়তে বসলাম। বই পড়ার পর রাত নয়টায় আমার রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমার মা-বাবার সাথে ফোনে কথা বললাম। তারপর কিছুক্ষন মোবাইল চালালাম। এভাবে প্রায় আধা ঘন্টা ধরে মোবাইলে ফেসবুক ও মেসেঞ্জার চালালাম। তারপর আবারো বই পড়তে বসলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেলো। আর ঘুমও পাচ্ছিলো তাই এক কাপ চা খেয়ে আবারো পড়তে বসলাম। তারপর রাত ১টায় শুয়ে পড়লাম।
তো বন্ধুরা এই ছিলো আমার গতকালের ডাইরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমি এই কন্টেস্টটিতে অংশ নেয়ার জন্য