Today is my day job and meeting a very close friend.

in r2cornell •  3 years ago 

Assalamualaikum friends, I hope everyone is well? I'm fine too. I wrote something about my new page new director yesterday. Today I will write more about my page. However, today's articles are a regular post on my page or it should be written as my daily routine. Daily routines are usually written when nothing is written. Today I will write about my page along with my daily routine. First of all let me tell you about my daily routine. I wake up this morning and perform Fajr prayers then get ready to go to the institute. My friend texted me when I was out on the street, where am I? I say at home. Then he told me, will not come to the institute? I will say. I say his house is near our institute. My friend's name is Abir.

IMG20220406134953.jpg

Before I introduce Abir: Abir my friend last year we took the SSC exam together. At present he is studying at Dhaka Polytechnic Institute. I wanted to study together but my result was bad so I was in one place. I have already posted about where I study. He tells me I'm at home. Then the joy increased a little. I will meet my good friend after a long time. I went to the institute and called Abir to come out. Then we chatted for a long time with a few friends. He was in a bad mood today because he will leave today. If my class didn't start, I would stay with him for a while longer. But that did not happen. There is a picture taken

IMG20220618090746.jpg

Now come to my page New Director. No posts were made today in New Director. I don't have time for how to do it and I can't spend time with my busy schedule. Today I will share the link on my page and share some photos on the page. Although no new posts have been made on my page. Below I will give the link of my page. Please follow my page a little. I will go far with your love. I will walk in a new way in a new way. In this way in the coming days I will share with you all the activities of my day. I will always try to write unit posts. The only request is for everyone to follow and like my page. God bless you.

আসসালামুআলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমি গত কালকে আমার নতুন পেজ নিউ ডাইরেক্টর সম্পর্কে কিছু লিখেছিলাম। আজকে আমার পেজ সম্পর্কে আর কিছু লিখব। তবে আজকের লেখাগুলো আমার পেইজের নিয়মিত পোস্ট বা এটা আমার ডেইলি রুটিন হিসাবে লেখা যেতে। যখন কোন কিছু লেখা না থাকে তখন সাধারণত ডেইলি রুটিন গুলো লেখা হয়। আজকে আমি আমার ডেইলি রুটিন এর সাথে সাথে আমার পেজ সম্পর্কে লিখব। প্রথমেই বলি আমার ডেইলি রুটিন সম্পর্কে। আজকে সকালেই ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করি তারপর ইনস্টিটিউট এ যাওয়ার জন্য প্রস্তুত হই। রাস্তায় বের হওয়ার সময় আমার বন্ধু আমাকে এসএমএস করে আমি কোথায়? আমি বলি বাড়িতে। তখন সে আমাকে বলে, ইনস্টিটিউটের আসবেনা? আমি বলি যাব। আমি বলি ওর বাড়ি আমাদের ইনস্টিটিউটের কাছে। আমার বন্ধুর নাম আবির।

IMG20220618090742.jpg

আগে আবিরের পরিচয় দেইঃ আবির আমার বন্ধু গত বছরে আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি। বর্তমান সময়ে ঢাকা পলিটেকনিকেল ইনষ্টিটিউটে লেখাপড়া করে। ইচ্ছে ছিল আমরা একসাথে লেখাপড়া করব কিন্তু আমার রেজাল্ট করছে খারাপ ছিল তাই আমি এক জায়গায় এক জায়গায়। আমি কোথায় লেখাপড়া করি সেটা নিয়ে আগেও পোস্ট করেছিলাম। ও আমাকে বলে আমি বাড়িতে। তখন আনন্দ টা একটু বেড়ে যায়। অনেকদিন পর আমার ভালো বন্ধুর সাথে দেখা করব। আমি ইনস্টিটিউটের কাছে গিয়ে আবিরকে কে ফোন করি বাইরে আসার জন্য। এরপর আমরা কয়েক বন্ধু মিলে অনেকক্ষণ আড্ডা দেই। আজকে ওর মনটা অনেক খারাপ ছিল কারণ ও আজকে চলে যাবে। আমার ক্লাস শুরু না হলে আরো কিছুক্ষণ ওর সাথে থাকতাম। কিন্তু সেটা আর হলো না। একটা ছবি তোলা আছে

IMG20220618090723.jpg

এবার আসি আমার পেজের কাছে নিউ ডাইরেক্টর। নিউ ডাইরেক্টর এ আজকে কোন পোস্ট করা হয়নি । কিভাবে করব সময়ই তো পাচ্ছি না সেইসাথে আমার পরিক্ষার ব্যস্ততা নিয়ে সময় দিতে পারছি না। আজকে আমি আমার পেজের লিংকটা শেয়ার করব এবং পেজে কিছু ফটো শেয়ার করব। যদিও আমার পেইজের নতুন কোন পোস্ট করা হয়নি। নিচে আমি আমার পেজের লিংক দেবো সবাই আমার পেজটা একটু দয়া করে ফলো করে আসবেন। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব অনেক দূরে। নতুন ভাবে নতুন পথে হাঁটবো। এভাবে আগামী দিনগুলোতে আমি আমার দিনে সকল কাজকর্ম গুলোকে আপনাদের সাথে শেয়ার করে দেবো। সব সময় চেষ্টা করব ইউনিট পোস্ট লেখার জন্য। অনুরোধ একটাই সবাই আমার পেজটাকে ফলো এবং লাইক করে আসবেন। আল্লাহাফেজ।
Page link

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  

Excellent work promoted in the discord r2cornell.
Excelente trabajo promocionado en el discord r2cornell.