Time is over, so dear faces are leaving again to distant lands.

in r2cornell •  3 years ago 

Beloved people are going back again in search of livelihood in distant lands. Came to smile on the faces of loved ones and share the joy of Eid and finally have to leave again to that far country. Two Eids during which all people can be together. These few days have seen a lot of joy, laughter and tears around. But mothers, fathers, brothers and sisters have to leave their dear relatives again for the purpose of that employment. Only a working person knows the pain of leaving loved ones. Since I have lived this life myself, I also know a little. Isn't it really a strange world? When you want to hang out, the stress of studying doesn't go anywhere. And when you don't want to leave home, you don't come home with the urge of action.

IMG_20220715_160646.jpg

Just like that, they have to work and eat away from home. People leave their loved ones and stay in far away countries just because of stomach urges. But it is limited to the country and the lives of those who live in the diaspora are more difficult. They are happy to be able to come home twice a year. Expats cannot come home for 5 to 7 years. Expats may miss loved ones more.

The grief of expatriates is much greater, even if their close relatives do not leave the country of return, they cannot return to the country. Just keeping the pain inside the heart, it has to stay here for a certain period of time. Equally dear faces in exile and in prison are sorely missed at that time.

A few days ago Samash had a song about a life in exile. The name of the song was

My golden bird 🐦🐦...
Kajal washed water in the eyes 😭😭
she cries for me.......
I know, I know.

The song was about an expatriate where his wife was crying while going abroad. His mother was also seen crying there. There, the hardships of expatriate life are also shown in video form. It is also understood that there is no one to look after him when he is sick while abroad.

malaysia-alomgir-1.jpg
Image source

To those who express interest in going abroad, I say that life abroad is not good. Be with loved ones as much as possible, be together as long as possible, stay well, stay healthy. God bless you.

প্রিয় মানুষগুলো ফিরে যাচ্ছে আবার দুর দেশে জীবিকার অন্বেষণে। এসেছিল প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ঈদের খুশি ভাগ করে নিয়ে অবশেষে আবার চলে যেতে হচ্ছে সেই দুর দেশে। দুইটা ঈদ যে সময়টাতে সকল মানুষ একসাথে হতে পারে। এই কয়েকটা দিন আশেপাশে অনেক আনন্দ হাসি কান্না দেখা গেছে। কিন্তু মা বাবা ভাই বোন প্রিয় আত্মীয়-স্বজনদের ছেড়ে চলে যেতে হচ্ছে আবার সেই কর্মসংস্থানের উদ্দেশ্যে। একজন কর্মজীবী মানুষই জানে প্রিয়জনদের ছেড়ে থাকার কষ্ট। যেহেতু আমি নিজেই এই লাইফটা পার করেছি তাই আমিও কিছুটা জানি। সত্যি কি অদ্ভুত দুনিয়া তাই না? যখন বাইরে ঘোরাফেরা করার ইচ্ছে হয় তখন পড়াশোনার চাপে কোথাও যাওয়া হয় না। আর যখন বাড়ি থেকে যেতে মন চায় না তখন কর্মের তাগিদে বাড়িতে আসা হয় না।

ঠিক এরকম ভাবেই নিজেদেরকে বাড়ি থেকে দূরে রেখে কাজ করে খেতে হয়। শুধুমাত্র পেটের তাগিদের কারণে মানুষ প্রিয়জনদের ছেড়ে অনেক দূর দেশে থাকে। তবে এটা তো দেশের মধ্যে সীমাবদ্ধ যারা প্রবাসে থাকে তাদের জীবনটা আরও বেশি কষ্টকর। এরা যেহেতু বছরে দুইবার বাড়িতে আসতে পারছে এটাই তাদের আনন্দ। প্রবাসীরা ৫ থেকে ৭ বছরের মধ্যে বাড়িতে আসতে পারে না। প্রবাসীরা হয়তো প্রিয়জনদের অনেক বেশি মিস করে।

IMG_20220716_054617.jpg

প্রবাসীদের দুঃখ অনেক বেশি তাদের নিকট আত্মীয় যদি না ফেরার দেশে চলে যায় তবুও তারা দেশে ফিরে আসতে পারে না। শুধু কষ্টগুলোকে অন্তরের ভিতর চাপিয়ে রেখে, এখানেই থাকতে হয় নির্দিষ্ট সময় পর্যন্ত। প্রবাস জীবনে আর জেলখানায় থাকা সমান প্রিয় মুখগুলোকে সে সময়ে খুব মিস করতে হয়।

_112215343_gettyimages-474801722-1.jpg.jpeg

Image source
কিছুদিন আগে সামশ্ এর একটা প্রবাস জীবন নিয়ে গান ছিল। গানটার নাম ছিল

আমার সোনার ময়না পাখি 🐦🐦...
চোখে কাজল ধোয়া পানি 😭😭
সে আমার জন্য কাঁদে......
জানি রে আমি জানি।

একজন প্রবাসীকে নিয়ে গানটা ছিল যেখানে প্রবাসে যাওয়ার সময় তার সহধর্মিনী কান্না করছিল। তার মায়েরও কান্নার দৃশ্য ছিল সেখানে। সেখানে প্রবাস জীবনের কষ্টের কাজগুলোকেও ভিডিও আকারে তুলে ধরানো হয়। প্রবাসে গিয়ে অসুস্থ হলে তাকে দেখার মত কেউ নেই সেটাও বুঝানো হয়।

যারা প্রবাসে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি তাদেরকে বলছি প্রবাস জীবন ভালো নয়। প্রিয়জনদের সাথে যতটুক সম্ভব, যতক্ষণ সম্ভব একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  

20220524_185628_0000.png

Do vote @Blurt.Live as your Witness

Posted from https://blurt.live