Protests against India are taking place in every Muslim country this time. Boycott India with the same slogan on everyone's face.

in r2cornell •  3 years ago 

Our neighboring country India is the country on which every Muslim country in the world is currently roaring. Of the 57 Muslim countries in the world, seven have already warned against attacking India. Nupur Sharma and Naveen Kumar Jindal, one of the leaders of the current ruling party in India, have insulted the heart of these two Muslims, Hazrat Muhammad (PBUH). In protest, various countries have already made preparations to boycott Indian products and boycotts have begun. Protests are taking place in different countries. Protests in Middle Eastern countries are only against the leader of the ruling party. Citizens of Bangladesh are not silent even though they have not taken any preparation from Bangladesh at present. Since the heart of Muslims is Hazrat Muhammad (peace be upon him). That is why everyone in Bangladesh has erupted in protest.

IMG20220613151841.jpg

I just returned home from the protest procession. The protesters in the procession demanded that Muslims should not remain silent if they insulted the Prophet of the world, so the law of India should be enacted. Also, Nupur Sharma should be hanged. Protests have taken place only in the urban areas of Bangladesh but today for the first time protests have started in the rural areas as well.

IMG20220613151805.jpg

This time the soldiers of Islam will spread side by side and will be forced to sever ties with the Bangladesh government and India. Not only the common people but people of all walks of life are protesting against this. Students in particular seem to be protesting a lot. It is just a picture of the common people.

Today and for the last few days students of different colleges and different institutions have been protesting in different places. Yesterday's incident: Students of different colleges have staged a protest procession at Shapla Chattar in Dhaka, a historical place of Bangladesh where many protest processions have taken place before.

IMG20220613095646.jpg

Our institute is Begum Amina Mansoor Textile Engineering Institute where protests and demonstrations have taken place this morning. We all participated there with festoon banners etc. We do this procession with different slogans about Indians.

IMG20220613095638.jpg

The Prophet Muhammad (peace be upon him) is the soul of the Muslims and the heart of the Muslims. All Muslim brothers will protest with their faith consciousness. We Muslims will continue to protest until Nupur Sharma is punished. This time the world will see the strength of faith of Muslims. In the future, the heart of Muslims, Hazrat Muhammad (peace be upon him) will think many times to say something in honor of the Prophet. The action of Muslims is direct action. This time you will be able to love what happens if you say something about the guide of Muslims. Every Muslim in the world should protest against this. Everyone continues to protest with their faithful responsibilities.

আমাদের প্রতিবেশী দেশ ভারত যে দেশের উপর বর্তমানে বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশ গর্জে উঠেছে। বিশ্বের 57 টি মুসলিম দেশ ইতিমধ্যে সাতটি দেশ ভারত কে আক্রমণ করার সতর্কবাণী দিয়েছে। ভারতে বর্তমান ক্ষমতাসীন দলের একজন নেত্রী নুপুর শর্মা এবং নবীনকুমার জিন্দাল এই দুইজন মুসলমানদের কলিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কটুক্তি করেছে। তারই প্রতিবাদে ইতিমধ্যে বিভিন্ন দেশে ভারতের পণ্য বয়কট করার বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে এবং বয়কট করা শুরু হয়েছে। বিভিন্ন দেশে প্রতিবাদে মিছিল হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিবাদে মিছিল হচ্ছে শুধুমাত্র ক্ষমতাসীন দলের নেত্রীর বিরুদ্ধে। বাংলাদেশ থেকে বর্তমান কোন প্রস্তুতি গ্রহণ না করলেও বাংলাদেশের নাগরিক কিন্তু চুপ করে নেই। যেহেতু মুসলমানদের কলিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম। তাই বাংলাদেশেও সবাই বিক্ষোভে ফেটে পড়েছে।

IMG20220613151841.jpg

এইমাত্র প্রতিবাদে মিছিল থেকে ঘরে ফিরে আসলাম আমি। প্রতিবাদী মিছিলে দাবি ছিল একটাই বিশ্ব নবীকে নিয়ে কোন কটুক্তি করলে মুসলমান চুপ করে বসে থাকবে না তাই ভারতের আইন করা হোক বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করলে তার শাস্তি হবে মৃত্যুদন্ড। সেইসাথে নুপুর শর্মাকে ফাঁসির কাঠে ঝুলানো হোক। বাংলাদেশের শহরাঞ্চল দিয়ে শুধুমাত্র প্রতিবাদ হয়েছে কিন্তু আজকে প্রথমবারের মতো গ্রামাঞ্চলেও প্রতিবাদ শুরু হলো।

এবার দিকে দিকে ছড়িয়ে পড়বে ইসলামের সৈনিক রা এবং বাংলাদেশ সরকার ও ভারতের সাথে সম্পর্কচ্যুত করতে বাধ্য হবে। শুধু সাধারণ জনগণ নয় সর্বস্তরের জনগণ এ নিয়ে প্রতিবাদ করছে। বিশেষ করে ছাত্র যেন তারা অনেক বেশি প্রতিবাদ করছে। এটা তো শুধু সর্ব সাধারন জনগনের একটা চিত্র।

আজকে এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে। গত কালকের ঘটনা ঢাকার শাপলা চত্বরে বাংলাদেশের একটা ঐতিহাসিক জায়গা যেখানে এর আগেও অনেক বিক্ষোভ মিছিল হয়েছে সেই ঐতিহাসিক জায়গাতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

আমাদের ইনস্টিটিউট বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেখানে আজকে সকালে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা সকলেই সেখানে অংশগ্রহণ করেছিলাম ফেস্টুন ব্যানার ইত্যাদির মাধ্যমে ইন্ডিয়ান সম্পর্কে বিভিন্ন উক্তি রেখে বিভিন্ন স্লোগান এর মাধ্যমে আমরা এই মিছিলটা করেছি।

IMG20220613095638.jpg

বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম মুসলমানদের প্রাণ মুসলমানদের কলিজা। সকল মুসলমান ভাইয়েরা তাদের ঈমানী চেতনা নিয়ে প্রতিবাদ করবে। ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিমরা প্রতিবাদ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত নুপুর শর্মাকে শাস্তি দেয়া না হবে। এবার মুসলমানদের ঈমানী শক্তি কতটুকু তা দেখবে বিশ্ববাসী। ভবিষ্যতে মুসলমানদের কলিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শানে কেউ কোন কথা বলতে অনেকবার ভাবনা চিন্তা করবে। মুসলমানদের একশন ডাইরেক একশন। এবার ভালবাসতে পারবে মুসলমানদের পথপ্রদর্শক কে নিয়ে কোন কিছু বললে তার পরিণাম কি হয়। বিশ্বের প্রত্যেক মুসলিমের উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করা। সবাই নিজেদের ঈমানী দায়িত্ব নিয়ে প্রতিবাদ করতে থাকুন।

IMG20220613095954.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!