On the second day of Eid-ul-Azha, I wish you a happy Eid-ul-Azha. And yesterday I am sharing some busyness on Eid day.

in r2cornell •  3 years ago 

Good morning! Today is the second day of Eid-ul-Azha. Yesterday I showed an overall picture of the day's work. I slaughtered the sacrificial animal, took a few pictures step by step until the meat was cut. Eid-ul-Azha is the biggest religious festival of Muslims. Although the joy of Eid is not understood at the present time, the joy of Eid can be felt due to the sacrifice of animals on Eid-ul-Azha. At one time I used to keep myself very happy with Eid. At the present time that joy is no longer felt in me. Music has been playing around since morning though today is the day after Eid-ul-Azha. Anyway, let's see how the sacrifice was made yesterday. First of all let me say we sacrificed a goat. At first the goat was slaughtered. I was scared to see blood. So I was not near at the time of slaughter, but came later. After slaughtering the goat, his body is lying on the ground.

IMG20220710094319.jpg

The goat skin was then removed. If the goat was dead then I looked very bad. The skin of the goat is finished and the flesh inside the body is removed and the skin needs are finished. This is the scene of the goat after the goat skin was removed.

IMG20220710100021.jpg

After removing the skin, the main work is to cut the goat meat. This time I was bringing the pieces inside the house to cut the meat. My mom and my brother were cutting meat. I will not lie, I was cutting meat but for some reason I did not take pictures of anyone here. I just took pictures of the meat cutting. After taking the pictures of the meat cut, I save them in my phone gallery and share them with everyone in the community. After the prayers at the Eidgah ground, I have taken some pictures which I will share tomorrow inshallah.

IMG20220710110145.jpg

Not just goat meat, everyone is busy cutting their own meat. Turning around I took some pictures of everyone. A sight to behold because everyone is working with joy. Because of the enmity of friendship among themselves, everyone is going together and cutting the meat of the sacrifice. Many have sacrificed cows and cut beef.

I do not know the condition of my Muslim brothers in India and whether they have been able to sacrifice. In India, Muslim brothers are inhumanely tortured when they go to sacrifice cows. Good luck to the brothers in India. Eid Mubarak to all the people of the world on the second day of Eid. Everyone will be healthy and well. Allah Hafez 6.

শুভ সকাল! আজকে ঈদুল আযহার দ্বিতীয় দিন সবাইকে জানাই ঈদ মোবারক। গতকাল সারাদিন কাজকর্ম সার্বিক একটা চিত্র দেখিয়েছি। কোরবানির পশু জবাই করেছি, মাংস কাটা শেষ পর্যন্ত ধাপে ধাপে কয়েকটি ছবি তুলে রেখেছি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। যদিও বর্তমান সময়ে ঈদের আনন্দটা বোঝা যায় না, কিন্তু ঈদুল আযহা তে পশু কোরবানি করার কারণে অনেকটা ঈদের আনন্দ টের পাওয়া যায়। কোন একটা সময় ঈদ আসলে নিজেকে অনেক আনন্দে ব্যস্ত রাখতাম। বর্তমান সময়ে সেই আনন্দটা আর এখন আমার মধ্যে অনুভূতি হয় না। সকাল থেকেই আশেপাশে গান বাজনা বাজছে যদিও আজকে ঈদুল আযহার পরের দিন। যাইহোক এবার আসি কিভাবে কালকে কোরবানি টা করা হলো। প্রথমেই বলে রাখি আমরা একটা ছাগল কোরবানি করেছিলাম। প্রথমে ছাগলটাকে জবাই করা হয়েছে আমি রক্ত দেখে ভয় পাই। তাই জবাই করার সময় কাছে ছিলাম না, কিন্তু পরে এসেছি। ছাগল জবাই করার পর তার দেহ মাটিতে পড়ে আছে।

এরপর ছাগলের চামড়া ছিলে ফেলা হয়। যদি ও ছাগলটা তখন মৃত কিন্তু আমার খুবই খারাপ লাগছিল দেখতে। ছাগলের চামড়া শেষ করে শরীরের ভেতরের মাংসগুলো বের করে ফেলা হয় এবং চামড়ার প্রয়োজনীয়তা শেষ। এই হলো ছাগলের চামড়া ছিলে ফেলার পরে ছাগলের দৃশ্য।

চামড়া ছিলে ফেলার পর মূল কাজ হচ্ছে ছাগলের মাংস কাটা। এবার মাংস কাটার জন্য বাড়ির ভিতরে আমি টুকরো টুকরোগুলো নিয়ে আসছিলাম। আমার আম্মু এবং আমার ভাইয়া মাংস কাটছিল। মিথ্যে বলবো না আমি মাংস কাটছিলাম কিন্তু কোন কারণবশত আমি কারো ছবি এখানে ওঠাইনি। শুধু মাংস কাটার ছবিগুলো উঠিয়েছি। মাংস কাটার ছবি উঠানোর পর সেগুলো আমার ফোনের গ্যালারিতে সেভ করে রাখি এ কমিউনিটির সবার সাথে শেয়ার করব বলে। ঈদগাহ্ মাঠে নামাজ পড়ার পর কিছু ছবি উঠেছি যেগুলো আগামীকাল শেয়ার করব ইনশাল্লাহ।

শুধু ছাগলের মাংস নয় সবাই নিজেরা নিজেদেরকে মাংস কাটার ব্যস্ত রেখেছে। আশেপাশে ঘুরে ঘুরে আমি সবার ছবি কিছু কিছু উঠিয়েছি। একটা দেখার মত দৃশ্য কারণ সবাই আনন্দের সাথে কাজ করছে। নিজেদের মধ্যে বন্ধুত্বের শত্রুতা বলে সবাই একসাথে গিয়ে কোরবানির মাংস কাটছে। অনেকে গরু কোরবানি দিয়েছে গরুর মাংস কাটছে।

IMG20220710141147.jpg

জানিনা ভারতে আমার মুসলমান ভাইদের কি অবস্থা তারা কোরবানি করতে পেরেছে কিনা। ভারতে মুসলমান ভাইয়েরা গরু কোরবানি করতে গেলে তাদের ওপর অমানবিক নির্যাতন হয়। ভারতের ভাইদেরকে শুভকামনা রইল। পুরো পৃথিবীর সবাইকে ঈদের দ্বিতীয় দিনে জানাই ঈদ মোবারক। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ‌।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!