Learn to love yourself then you can love creation.

in r2cornell •  3 years ago 

Writing about yourself everywhere, presenting it to everyone is a matter of talent. This work is not done by everyone. No one can present himself well and no one can. I can't present myself to everyone. But I can say the best about myself, because the best knowledge about my own life is none other than me. Learn to love yourself but you love others. Creating love for people is a great quality of the world. Only when you learn to love people do you become a human being.

Screenshot_2022-07-15-05-57-20-62.jpg
Image source

Beauty is revealed through loving people. So just as peace will come to oneself through love to man, so will peace come to all creation. Think of a man in front of you who is in danger, how can you leave him alone? That person will bless you if you help him a little without leaving him alone.

Such an incident happened to my sister this Eid. An old man has three sons but the boys are inhuman and this old man continues to neglect the two of them. During Eid, people are under a lot of pressure and they are sending these two old men home alone from Dhaka to Bogra. The children have homes in Dhaka but no one loves their parents. The son is not coming with the daughter, only the parents are sending home. The old gentleman could not walk in the street so he was resting and walking again. At one point he falls into a crowd of people, but there is no one to pick him up.

1639398892.jpg

Image source

Everyone was walking to and fro with him. That's when my sister caught my eye. My sister tells my brother-in-law to help the little man. At first my brother-in-law did not want to help him. But my sister is forced to show much more insistence and anger and helps her. However, after helping, the gentleman prayed a lot for them. And many praised. Honestly, those who can't love their parents, how can they love others.
So first you should imagine yourself in that endangered place. However, it is possible to help the endangered. I say again learn to love yourself but you can love everyone.

প্রত্যেক জায়গায় নিজেকে নিয়ে লেখা, সবার মাঝে উপস্থাপন করা একটা একটা ট্যালেন্টের বিষয়। এই কাজ সবাইকে দিয়ে হয় না কেউ ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারে আবার কেউ করতে পারে না। আমি নিজেকে সবার মাঝে উপস্থাপন করতে পারিনা। তবে সবচেয়ে ভালো বলতে পারি নিজের সম্পর্কে, কারণ আমার নিজের জীবন সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান আমি ছাড়া আর কারো নেই। ভালবাসতে শিখুন নিজেকে তবে আপনি অন্যকে ভালবাসতে। মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি জগতের একটা বড় গুণ। মানুষকে ভালবাসতে শিখলে তবেই মানুষ মানবতা বাদী হয়।

মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে সৌন্দর্য ফুটে ওঠে। তাই মানুষকে ভালোবাসার মাধ্যমে যেমন নিজের মধ্যে প্রশান্তি আসবে ঠিক তেমনি সকল সৃষ্টির মধ্যে প্রশান্তি আসবে। একটা কথা চিন্তা করে দেখুন আপনার সামনে একজন মানুষ বিপদে পড়ে আছে, আপনি কিভাবে তাকে একা ছেড়ে চলে যেতে পারেন? আপনি তাকে একা না ছেড়ে একটু সাহায্য করলেন তাতে সেই ব্যক্তি আপনাকে দোয়া করবে।

104523dua_.jpg
Image source

এরকম একটা ঘটনা এবার ঈদে ঘটেছে আমার বোনের সাথে। এক বয়স্ক লোক তার তিন তিনটা ছেলে কিন্তু ছেলেগুলো অমানুষের মত এ বয়স্ক লোক দুজনকে অবহেলা করে চলেছে। ঈদের সময় এমনিতেই মানুষজনের অনেক চাপ থাকে তার মধ্যে এই বয়স্ক লোক দুটোকে একা বাড়িতে পাঠিয়ে দিচ্ছে ঢাকা থেকে বগুড়ায়। ছেলেমেয়েদের ঢাকায় বাসা বাড়ি রয়েছে কিন্তু বাবা মায়ের প্রতি কারো ভালোবাসা নেই। ছেলে মেয়ে সাথে না এসে শুধু বাবা মাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। রাস্তার মধ্যে এসে বয়স্ক ভদ্রলোকটি হাঁটতে পারছে না তাই বারবার বিশ্রাম করছে আবার হাঁটছে। এক পর্যায়ে লোকজনের ভিড়ের মধ্যে পড়ে যায়, কিন্তু তাকে তোলার মতো কেউ নেই।

সবাই তাকে পা দিয়ে এদিক সেদিক করে চলে যাচ্ছিল। তখনই আমার বোনের নজরে পড়ে। আমার বোন আমার দুলাভাইকে বলে একটু লোকটাকে সাহায্য করার জন্য। প্রথমে আমার দুলাভাই তাকে সাহায্য করতে চায় না। কিন্তু আমার বোনের অনেক বেশি জোরাজুরি এবং রাগ দেখানোর কারণে বাধ্য হয়ে তাকে সাহায্য করে। অবশ্য সাহায্য করার পর সেই ভদ্রলোক অনেক দোয়া করেছিল তাদের। এবং অনেক প্রশংসাও করেছিল। সত্যি কথা বলতে গিয়ে যারা নিজের বাবা মাকে ভালবাসতে পারে না তারা কিভাবে অন্যকে ভালবাসবে।
তাই প্রথমে নিজেকে সে বিপদগ্রস্তর জায়গায় বসিয়ে কল্পনা করা উচিত। তবে বিপদগ্রস্তকে সাহায্য করা সম্ভব। আমি আবারো বলছি নিজেকে ভালবাসতে শিখুন তবে সবাইকে ভালোবাসতে পারবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  

20220524_185628_0000.png

Do vote @Blurt.Live as your Witness

Posted from https://blurt.live