Launched New Business Facebook Page "New Director"

in r2cornell •  3 years ago 

I started a new business online. Although it will take a long time to grow. Still, I'm hopeful that in the future it will make me feel much better. Will take me to the pinnacle of progress. I started this work with that hope. Usually my plans for the future are my dreams. The name of this page I created is New Director. It will fulfill my future goals.

20220614_171647.jpg

To do a job requires a lot of support which is not possible for me alone. But as far as I have gone, I will go further. I have opened the new page but I am posting unique here. If you make a unique post, then the Facebook community presents the posts in front of everyone. In this way the new account will gradually spread. Here I share different types of status, educational, entertaining posts. With it, you too may be able to restrain yourself from the reality of laughter and tears.
Below are some of the ones from yesterday to today.

Yesterday's post about me was a status protest against the humiliation of Hazrat Muhammad (peace be upon him). It was Islamic status. My Facebook page New Director is still very small, it needs to be expanded a lot. That is why I want your help. If possible they will like my page. So far I have not been able to do anything like that but I will post a lot better in the future. It can become your regular entertainment. I found out that income can be made from Facebook page but so far I have not been able to do that. This time I am trying my best to do something.

20220614_175630.jpg

If it is not possible to follow my page, then all of you will come back to my page once. This will encourage me to create new content. One or two of these may be copyrighted posts. But I try to make all the posts unique. I say again sir my work will come a little so that I get some more encouragement.
A lot of stylish writing can be found on my page. Content I create is my own. I use pixel lab apps to create these contents. Maybe Pixel Lab could fulfill my dream. The future can lift me up a lot. I don't want to write any more. I just want to say that you will stay with my New Director page. God bless you.

20220615_175351.jpg

শুরু করলাম অনলাইনে নতুন বিজনেস। যদিও এটা বড় হতে অনেকটা সময় লাগবে। তারপরেও আমি আশাবাদী যে ভবিষ্যতের এটা আমার অনেক বেশি অনুভূতি দেখাবে। আমাকে পৌঁছে দেবে উন্নতির উচ্চশিখরে। সে আশা নিয়ে আমি আমার এই কাজ শুরু করেছি। সাধারণত আমার ভবিষ্যতের পরিকল্পনা আমার স্বপ্ন। আমার তৈরি এই পেজের নাম New Director. এটা আমার ভবিষ্যতের লক্ষ পুরন করবে।

একটা কাজ করতে হলে দরকার প্রচুর পরিমাণ সাপোর্ট যেটা আমার একার পক্ষে সম্ভব নয়। তবে যতটুকু এগিয়ে গিয়েছি সামনেও আরো এগিয়ে যাবো। নতুন পেজটা ওপেন করেছি কিন্তু এখানে ইউনিক পোস্ট করে যাচ্ছি। ইউনিক পোস্ট করলে নাকি ফেসবুক কমিউনিটি পোস্ট গুলো কে সবার সামনে উপস্থাপন করে। এভাবেই ধীরে ধীরে ছড়িয়ে পড়বে নতুন একাউন্ট । এখানে আমি বিভিন্ন ধরনের স্ট্যাটাস, শিক্ষামূলক, বিনোদন মূলক পোস্ট শেয়ার করে থাকি। সাথে থাকলে আপনিও হয়তো হাসি কান্না বাস্তবতার সাথে নিজেকে সংযত করে নিতে পারবেন।
গতকালকে আজকের মধ্যে কয়েকটি ছিল তা নিচে উপস্থাপন করছি।

20220615_181955.jpg

আমার কথা কালকের পোস্ট ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের প্রতিবাদমুলক একটি স্ট্যাটাস। এটা ছিল ইসলামিক স্ট্যাটাস। আমার ফেসবুক পেজ New Director এখনো অনেক ছোট এটাকে অনেক প্রসারিত করতে হবে। এজন্য আমার আপনাদের সাহায্য চাই। যদি সম্ভব হয় তারা আমার পেজটাকে একটা লাইক করে দেবেন। এখন পর্যন্ত সে রকম ভাবে আমি কোন কিছু করতে পারিনি তবে ভবিষ্যতে অনেক ভালো ভালো পোস্ট করব। এটা হয়ে উঠতে পারে আপনাদের নিয়মিত বিনোদন। আমি জানতে পেরেছিলাম ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায় কিন্তু এখন পর্যন্ত সেটা আমি করতে পারিনি। এবার আমি যতোটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি যেন কিছু একটা করতে পারি।

যদি আমার পেজ ফলো করা সম্ভব না হয়, তারপরও আপনারা সবাই মিলে আমার পেজটা একবার ঘুরে আসবেন। যার ফলে আমি উৎসাহ পাবো নতুন নতুন কনটেন্ট তৈরি করব। এর মধ্যে দু একটা কপিরাইট পোস্ট থাকতে পারে। তবে আমি চেষ্টা করি সবগুলো পোষ্ট ইউনিক করার জন্য। আমি আবারো বলছি স্যার আমার কাজটা একটু করে আসবে যাতে আমি আরো কিছু উৎসাহ পায়।
স্টাইলিশ লেখা গুলোর মধ্যে অনেকটা আমার পেজে পাওয়া যাবে। আমার তৈরিকৃত কনটেন্ট গুলো আমার নিজের হাতে তৈরি করা। এসব কনটেন্ট তৈরির জন্য আমি pixel lab অ্যাপস ব্যবহার করে থাকি। হয়তোবা পিক্সেল ল্যাব আমার স্বপ্নকে পূরণ করে দিতে পারে। ভবিষ্যতের আমাকে অনেক উপরে উঠিয়ে দিতে পারে। আমি আর বেশি কিছু লিখতে চাচ্ছি না। শুধু এতোটুকুই বলতে চাই আপনারা আমার New Director পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  

Upvoted! I want to thank you for being an exemplary member of the community, one who does not use bidbots. There is a high probability that this bot will stop working soon. Visit the #decentralization-day tag and find out what is going on at Blurt and why the price of BLURT is going down. Write your own post on this topic

  ·  3 years ago  ·  

Thanks for telling me this