Bismillahir Rahmanir Rahim
But the English language has a great practice all over the world. Even just 1 century ago where Arabic language was in great circulation only because of the Ottoman Empire. However, among the most popular languages today, English is at the top and if you go to any part of the world, you have to speak English except Russia and China. Even if you go to take the job test, without practicing English or without introducing yourself in English, money is not possible in the job.
Keeping that continuity, the practice of teaching English in the language club went on yesterday in our campus, but there was not only English but also practical education on how to present. This practical education is directly trained by our principal himself. Where we were present about 30 to 35 students, for the first time there was a lot of practice on how to overcome their fear and present a speech.
The Principal Sir is a very enthusiastic man who at every place presents whatever is in his pocket to the best orator or the best speaker. Yesterday, maintaining consistency, he gave the pen in his pocket as a gift to the best speaker. Although we tried a lot, we could not be the best speakers or anything good. It is not our usual thing to go forward and speak, which is why we somehow have the courage to present ourselves.
It was just as much fun as it was learning because many sat there with interest. But an interesting thing is that each person was brought forward and said something. The words were just like that. How to introduce yourself to people. I am saying those words now, "good afternoon friends, this is Sheikh Tuhin son of Mukul Hussain from Kazipur, Shirajganj, Bangladesh. I passed SSC in the year 2021 from Tarakandi high school, Kazipur, Sirajganj. Obtaining GPA now I am student of Begum Amina monsoor textile engineering institute. That's all my self, thank you so much for listening to my peace. Although it was the first time, it felt very good.
The principal corrected our mistakes on his own responsibility, so we had this class for three hours. Hopefully this language practice will help us in the future, inshallah. This is exactly how we will talk when we meet in the future.
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পুরো পৃথিবী জুড়ে কিন্তু ইংরেজি ভাষার দারুন একটা চর্চা রয়েছে। মাত্র ১ শতক আগেও যেখানে আরবি ভাষার দারুন প্রচলন ছিল শুধুমাত্র অটোমান সাম্রাজ্যের কারণে। তবে বর্তমান সবচেয়ে জনপ্রিয় ভাষাগুলোর মধ্যে ইংরেজি সবার শীর্ষে রয়েছে আর পৃথিবীর যেকোনো প্রান্তে গেলেই ইংরেজিতে কথা বলতে হয় শুধুমাত্র রাশিয়া এবং চীন ছাড়া। চাকরি পরীক্ষা দিতে গেলেও ইংরেজি চর্চা ছাড়া বা ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া ছাড়া কোনভাবেই চাকরিতে টাকা সম্ভব নয়।
সেই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল আমাদের ক্যাম্পাসে language club এ ইংরেজি শেখানোর চর্চা চলল, তবে সেখানে শুধু ইংরেজি নয় পাশাপাশি কিভাবে উপস্থাপনা করতে হবে সেটার প্র্যাকটিক্যাল শিক্ষা হয়েছে। ব্যবহারিক এই শিক্ষার মধ্যে সরাসরি আমাদের অধ্যক্ষ মহোদয় নিজে প্রশিক্ষণ দিয়েছে। যেখানে আমরা প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলাম তাদের মধ্যে প্রথমবারের মতো নিজের ভয় ভেঙে কিভাবে বক্তব্য উপস্থাপন করতে হয় সেটা নিয়েও অনেকটা চর্চা হয়েছে।
প্রিন্সিপাল স্যার খুবই আগ্রহী একজন মানুষ যিনি প্রত্যেকটা জায়গাতে নিজের পকেটে যা কিছু থাকে শ্রেষ্ঠ বক্তা বা কথা বলার মধ্যে শ্রেষ্ঠ কাউকে সেই উপহারটা দিয়ে যান। গতকাল ধারাবাহিকতা বজায় রেখে নিজের পকেটে থাকা কলম সেরা বক্তা কে উপহার হিসেবে দেন। যদিও আমরা অনেকটা প্রচেষ্টা করেছিলাম কিন্তু আমাদের পক্ষে সেরা বক্তা বা ভালো কিছু করা সম্ভব হয়নি। সামনে গিয়ে কথা বলা আমাদের অভ্যাস্ত ব্যাপার নয়, যে কারণে কোনভাবে নিজেদের কথা উপস্থাপন করার সাহসটুকু হয়েছে।।
যেমন শিক্ষা হচ্ছিল ঠিক তেমনি অনেক বেশি মজা হয়েছিল যে কারণে অনেকেই আগ্রহের সাথে সেখানে বসে ছিল। তবে একটা মজার বিষয় প্রত্যেক ব্যক্তিকেই সামনে নিয়ে গিয়ে কিছু কথা বলানো হয়েছে কথাগুলো ঠিক ছিল ঠিক এরকম। নিজের পরিচয় কিভাবে মানুষের মধ্যে গিয়ে নিজেকে পরিচিত করতে হবে।। আমি এখন সে কথাগুলো বলছি, " good afternoon friends, this is Sheikh Tuhin son of Mukul Hussain from Kazipur,Shirajganj, Bangladesh. I passed SSC in the year 2021 from Tarakandi high school, Kazipur, Sirajganj. Obtaining GPA now I am student of Begum Amina monsoor textile engineering institute. That's all my self, thank you so much for listening my speace. যদিও প্রথমবার তবুও অনেক ভালো লাগছিল।
অধ্যক্ষ মহোদয় নিজ দায়িত্বে আমাদের ভুলগুলো শুধরে দিয়েছেন তাই তিন ঘন্টা এই ক্লাস হয়েছে আমাদের। আশা করি ভবিষ্যতে এই ভাষা চর্চা আমাদের কাজে দেবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আপনাদের সাথে কখন দেখা হলে কথা হবে ঠিক এভাবেই।