Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu!
Back again after a long time, not able to spend time online due to many busy schedules and various frustrations.But even if you have some time now, online is not that suitable to set up your real life.But here I met some people whom I miss a lot, because of which I came back after a thousand obstacles.Viewers are already aware that the whole world is almost flooded, including Asia!
A branch of India's Yamuna river, the longest river in Bangladesh, Yamuna, this river in India has ruined the condition of the current capital of India, New Delhi.Our Jamuna River in Bangladesh is already in a much more vulnerable state.Bridges are lowlands in almost all places of Bangladesh, so there are floods now in almost all places of Setu Bangladesh.Spent some time today along the banks of the Yamuna, it was a very nice time to spend leisure time.
There are two countries in the world, India and America, when someone dies, that country does not need any more enemies.It has insulted Bangladesh in terms of water distribution.It does not give water during drought but drowns during flood.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!
অনেক দিন পর আবার ফিরেছি, অনেক ব্যস্ততার কারণে অনলাইনে সময় কাটাতে পারিনি এবং বিভিন্ন হতাশার কারণে। কিন্তু এখন আপনার কাছে কিছুটা সময় থাকলেও, অনলাইন আপনার বাস্তব জীবন সাজানোর জন্য ততটা উপযুক্ত নয়। কিন্তু এখানে আমি কিছু মানুষের সাথে দেখা করেছি যাদের সাথে অনেক মিস করছি, যার কারণে হাজার বাধার পর ফিরে এসেছি। দর্শকরা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে এশিয়াসহ গোটা বিশ্ব প্রায় প্লাবিত!
ভারতের যমুনা নদীর একটি শাখা, বাংলাদেশের দীর্ঘতম নদী, যমুনা, ভারতের এই নদীটি ভারতের বর্তমান রাজধানী নয়াদিল্লির অবস্থাকে নষ্ট করে দিয়েছে। বাংলাদেশে আমাদের যমুনা নদী ইতিমধ্যেই অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুগুলো নিম্নভূমিতে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রায় সব জায়গায়, তাই সেতু বাংলাদেশের প্রায় সব জায়গায় এখন বন্যা আছে। যমুনার তীরে আজ কিছু সময় কাটিয়েছি, অবসর সময় কাটানোর খুব সুন্দর সময় ছিল।
পৃথিবীতে দুটি দেশ আছে, ভারত ও আমেরিকা, কেউ মারা গেলে সে দেশের আর কোনো শত্রুর প্রয়োজন নেই। পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশকে অপমান করেছে। খরার সময় পানি দেয় না, বন্যায় ডুবে যায়।