Everyone has sorrow, I also have it, but there is no benefit in sharing it with anyone because the world is selfish.

in r2cornell •  3 years ago 

Assalamu Alaikum friends, I hope everyone is well? Alhamdulillah, I am also fine with your prayers. I came back to share the stories of my life with you. Due to my busy schedule, I have not been able to write for a long time. But I will try to post regularly from now on. First let me tell you something about my busy schedule. For the last one month I have been under a lot of pressure with the exam busyness. I have exams almost every day. What test pain my condition is worse. After being admitted there, I realized how difficult it is to be a diploma engineer. But there is nothing to do. Since the dream was to be an engineer, the dream must be realized. It is also normal to have a little more trouble to realize the dream. I wish you blessings in this regard. But no matter how hard it is, if in the middle of the trouble, at the end of the day, a lot of pearly smiles come out of my mouth. No one can understand whether I am in trouble or in peace.

IMG_20220704_102312.jpg

There are many secrets behind this laughter which not everyone has the ability to understand. I don't want anyone to come and find out the secret of my laughter. But with this smile, I want to hide my real life sorrows all the time. The biggest enemy of human life is depression. It is never possible to move forward if you are depressed. It is not possible to move forward in life. Depression makes life miserable. In my case, there was no alternative. I always try to make myself look happy by hiding my sorrows with a lot of difficulty. And I share these words in different block chains.

IMG_20220701_155812.jpg

The picture you see is my current picture. No one will understand that there can be so much sorrow inside me. However, there is no benefit in sharing these things with anyone. Because no one in the world will help you, everyone in the world is selfish. If you have depression, present yourself as happy and good as I am. Remember that the Creator will never leave you. The Creator will always bless you.

আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের দোয়ায়। আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে আমার জীবনের গল্প গুলো শেয়ার করার জন্য। নানান ব্যস্ততার মধ্যে থাকার কারণে আমি অনেকদিন ধরে লেখালেখি করতে পারি না ঠিকমতো। তবে চেষ্টা করব এখন থেকে নিয়মিত পোস্ট করার জন্য। প্রথমে ই আমি আপনাদেরকে আমার ব্যস্ততার সম্পর্কে কিছু বলি। গত এক মাস যাবৎ আমি পরীক্ষা ব্যস্ততা নিয়ে অনেক চাপের মধ্যে আছি। আমার প্রতিদিন প্রায় পরীক্ষা লেগে আছে। কি পরীক্ষা যন্ত্রনা আমার অবস্থা খারাপ। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া যে কতটা কষ্টের সেটা সেখানে ভর্তি হওয়ার পরে আমি বুঝতে পেরেছি। কিন্তু কিছু করার নেই সবে নিয়তির খেলা। যেহেতু স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার তাই স্বপ্নকে বাস্তবায়ন করতে তো হবেই। স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে কষ্ট একটু বেশি হবে এটাও স্বাভাবিক। এ বিষয়ে আপনাদের কাছে দোয়া চাই। কিন্তু যতই কষ্টে থাকে না কেন কষ্টের মাঝে যদি দিন শেষে আমার মুখ থেকে বের হয় একরাশ মুক্তাঝরা হাসি। কেউ বুঝতেই পারেনা আমি কষ্টে আছি নাকি শান্তিতে আছি।

IMG20220702175413.jpg

এই হাসির পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য যা বুঝবার ক্ষমতা সবার নেই। আমি চাইনা কেউ আমার এই হাসির রহস্যটাও খুঁজতে আসুক। তবে এই হাসির মাধ্যমে আমি আমার বাস্তব জীবনের দুঃখগুলোকে সব সময় লুকিয়ে রাখতে চাই। মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশনে থাকলে কখনোই অগ্রসর হওয়া সম্ভব হয় না। জীবনে এগিয়ে যাওয়া সম্ভব হয় না। ডিপ্রেশন জীবনকে অতিষ্ঠ করে তোলে। আমার ক্ষেত্রেও তার বিকল্প ঘটেনি। অনেক কষ্টে নিজের দুঃখগুলোকে লুকিয়ে রেখে নিজেকে সবসময় হাসিখুশি দেখানোর চেষ্টা করি আমি। আর এই কথাগুলো বিভিন্ন ব্লক চেইনের মধ্যে লিখে শেয়ার করি।

যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা আমার বর্তমান ছবি। দেখে কেউ বুঝতে পারবে না আমার ভিতরে এতটা দুঃখ কষ্ট থাকতে পারে। তবে এসব কিছু কারো সাথে শেয়ার করে কোন লাভ নেই। কারণ পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করবে না দুনিয়ার সবাই স্বার্থপর। যদি আপনার ভেতরে ডিপ্রেশন থাকে তবে আপনিও আমার মত নিজেকে হাসিখুশি আর ভালো আছেন এরকম করে উপস্থাপন করুন। মনে রাখবেন স্রষ্টা কখনো আপনাকে ছেড়ে যাবে না স্রষ্টা সর্বদাই আপনার মঙ্গল করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!