The days of Eid have passed, but their joy has not yet left me. Eid, Eid does not feel like Eid, but there are some moments on the day of Eid that can never be forgotten. Among the memorable moments is praying in the field on the day of Eid. At the end of the prayers, everyone hugged. It is a symbol of Muslim brotherhood. At the end of the prayers on the day of Eid, everyone hugs each other saying they are different. Of course I did it with one or two people but I couldn't take the pictures. At the end of the prayers, when everyone left for home, that is, leaving the field, some pictures were taken. Today's article is basically about those pictures.
Eid means joy, Eid is the biggest religious festival of Muslims. It is said that Eid Miladunnabi, Shabe Barat, Shabe Meraj are the religious festivals of Muslims. In fact, Eid is the biggest religious festival of Muslims. Among them, there is more joy in Eid Azha. That Eid-ul-Azha passed through us two days ago.
Eid-ul-Azha passed away from us for a year. Many have been able to celebrate Eid this year. Maybe or many of those who were there last year could not celebrate Eid with us again. Many have died and we pray for the forgiveness of their souls. The current world is a terrible situation in the Ukraine-Russia war. Russia and Ukraine seem to have some Muslims. I don't know how they celebrated Eid or could not celebrate Eid. There was sympathy for them.
I can no longer observe the Eids as I did in my childhood. Earlier, we used to be busy giving mehdi on the day and night of Eid. I used to decorate my hands specially. The days of Eid were then and now those days are no more with us. Why are those days of the past lost in the abyss of time? Now Eid doesn't really seem to have come. But what is the big sign that I have grown up. In a video, I saw a brother saying, "When Eid comes, but there is no joy in the mind, you will understand that you have grown up." I finally grew up. Everyone will be fine and healthy. God bless you!
ঈদের দিন পার হয়ে গেছে, কিন্তু এদের আনন্দ আমার ভিতর থেকে এখনো যায়নি। ঈদে, ঈদ ঈদ মনে না হলেও ঈদের দিনে কিছু মুহূর্তগুলো যা কখনো ভোলা যায় না। স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে রয়েছে ঈদের দিনে মাঠে নামাজ পড়া। নামাজের শেষে সবাই কোলাকুলিতে মেতে ওঠে। এটা একটা মুসলিমদের ভ্রাতিত্ব বন্ধনে প্রতীক। ঈদের দিনে নামাজ শেষে সবাই নিজেদের মধ্যে ভেদাভেদ বলে কোলাকুলি করে। আমিও অবশ্য করেছি দুই একজনের সাথে কিন্তু ছবিগুলো তুলতে পারিনি। নামাজ শেষে সবাই যখন বাড়ির দিকে রওনা দিয়েছে অর্থাৎ মাঠে থেকে চলে যাচ্ছে, সে সময় কিছু ছবি তোলা হয়েছে। ওই ছবিগুলো নিয়ে মূলত আজকের লেখা।
ঈদ মানে আনন্দ, ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বলা হয় ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ এগুলো মুসলমানদের ধর্মীয় উৎসব। প্রকৃতপক্ষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। এদের মধ্যে আবার বেশি আনন্দে হয়ে থাকে ঈদের আযহা তে। সেই ঈদুল আযহা আমাদের মধ্যে দিয়ে গত দুদিন আগে অতিক্রম করে গেল।
এক বছরের জন্য আমাদের মাঝে থেকে চলে গেল ঈদুল আযহা। অনেকেই এই বছরে ঈদ পালন করতে পেরেছে। গত বছরে যারা ছিল তাদের মধ্যে হয়তো বা অনেকেই আবার আমাদের সাথে ঈদ পালন করতে পারেনি। অনেকে মৃত্যুবরণ করেছে আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। চলমান বিশ্বের ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভয়ংকর পরিস্থিতি। রাশিয়া এবং ইউক্রেনে মনে হয় কিছু মুসলমান রয়েছে। জানিনা তারা ঈদ কিভাবে পালন করল নাকি ঈদ পালন করতে পারিনি। তাদের জন্য সমবেদনা রইল।
শৈশবে যেভাবে ঈদগুলো পালন সেভাবে আর পালন করতে পারি না। আগে ঈদের দিন রাতে মেহেদি দেওয়া নিয়ে ব্যস্ত থাকতাম আমরা। হাত সাজাতাম বিশেষভাবে। ঈদের দিনগুলো তখনই ছিল আমাদের মাঝে এখন আর সেই দিনগুলো নেই। কেন যেন সময়ের অতলে হারিয়ে গেছে অতীতের সেই দিনগুলো। এখন ঈদ আসলে মনে হয় না ঈদ এসেছে। তবে কি বড় হয়ে গেছি এটাই কি বড় লক্ষণ। একটা ভিডিওতে দেখেছিলাম এক ভাই বলছে "যখন ঈদ আসবে কিন্তু মনে কোন আনন্দ থাকবে না তখন বুঝে নেবেন আপনি বড় হয়ে গেছেন" অবশেষে বড় হয়ে গেলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ!