Bengali drama Darod starring Mushfiq Farhan, which is deeply related to real life.

in r2cornell •  3 years ago 

Mushfiq Farhan is the best face in the acting world of dramatic films. Mushfiq Farhan mostly acts in emotional dramas. Finally, this time he acted in such a play which was released on Eid. In which he acted about what kind of accidents happen during Eid. Sudden accident, tears for the whole life and even losing loved ones, such a picture is shown in this play. The play is titled "Dard". Just like the name of the play, so is the character. One accident is enough to break the dream of a happy family.

Screenshot_2022-07-18-17-38-02-80.jpg

In the first stage of the drama "Dard" no one will understand that it can be an emotional drama. In this play, just like laughter and emotional aspects, how much responsibility as a family son is shown on Eid. In this drama, Mushfiqur Farhan is doing hakari where he is selling itch medicine. Mushfiq Farhan is doing a tie just like the real hawkers who are selling itch ointment with various words. And in a world of lack, a girl and her wife are the smile of his world.

Screenshot_2022-07-18-17-35-17-24.jpg

There is a lot of laughter about his daughter and wife wanting to eat Fuchka. Then he sold the itch ointment and bought clothes for Eid. The parents, in-laws, daughter and wife of the family do the Eid market for everyone but, buy nothing for themselves. His wife asked him did you buy anything for yourself? Farhan says I have new clothes. Then his wife replied, I knew you wouldn't buy anything for yourself so I bought you a beautiful red tuktuk Punjabi.

Farhan asks his wife, where did you get the money? His wife replies I have kept it. This is how they leave to go home on Eid vacation. The accident started immediately after they boarded the steamer and there was a lot of fun and laughter. But after that a real picture emerges. Suddenly her daughter wants to go to the toilet and takes her daughter there. On his way back he saw a fire accident and his wife got burnt.

Screenshot_2022-07-18-17-37-35-62.jpg

Everyone is jumping into the water but he is finally rescued with his daughter in his arms. After losing consciousness, he searched for his daughter but found nowhere and finally found his daughter in a dead body. And she cries a lot. She cried a lot saying that she could not fulfill her daughter's dreams. He hugged his daughter's body and cried for a long time. Although it was an act, it was very similar to reality. At first everyone laughs, but later everyone is bound to have tears in their eyes. Although Bengali dramas are not very funny, there are many emotional scenes.

নাটকীয় ফিল্মের অভিনয় জগতে সেরা একটা মুখ মুশফিক ফারহান। মুশফিক ফারহান বেশিরভাগ সময় ইমোশনাল নাটকের অভিনয় করে থাকেন। অবশেষে এবার ও সেই রকম একটা নাটকের অভিনয় করে দেখালেন যা ঈদে মুক্তি পেয়েছে। যেখানে তিনি ঈদের সময় কি রকম দুর্ঘটনা ঘটে তা নিয়ে অভিনয় করেছেন। হঠাৎ দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না এমন কি হারিয়ে ফেলতে হয় প্রিয় মানুষগুলোকে, সেরকম একটা চিত্র ফুটে তুলেছে এই নাটকের মধ্যে। নাটকের নাম দেওয়া হয়েছে "দরদ"। যেমন নাটকের নাম ঠিক তেমনি এর অভিন । একটা সুখের সংসারের স্বপ্ন ভেঙে দিতে একটা দুর্ঘটনায় যথেষ্ট।

Screenshot_2022-07-18-17-34-20-12.jpg

"দরদ" নাটকের প্রথম অবস্থায় কেউ বুঝতে পারবে না এটা একটা ইমোশনাল নাটক হতে পারে। এই নাটকের মধ্যে যেমন হাসি তেমন ইমোশনাল দিক ঠিক তেমনি ঈদে একজন পরিবারের ছেলে হিসেবে কতটুকু দায়িত্ববান সবই তুলে ধরা হয়েছে। এই নাটকের মধ্যে মুশফিক ফারহান হকারি করছে যেখানে তিনি চুলকানির ঔষধ বিক্রি করছে। একদম বাস্তবের যেরকম হকাররা বিভিন্ন কথাবার্তা বলে চুলকানির মলম বিক্রি করে থাকে ঠিক সেই রকম টাই করছে মুশফিক ফারহান। এবং অভাবের সংসারের মধ্যে একটা মেয়ে এবং তার স্ত্রী যেন তার সংসারের হাসি।

তার মেয়ে এবং বউ ফুচকা খেতে চায় সেটা নিয়ে অনেকটা হাসি হয়। এরপর সেই চুলকানির মলম বিক্রি করে ঈদে জামা কাপড় কিনে। পরিবারের বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, তার মেয়ে এবং বউ সবার জন্যই ঈদের মার্কেট করে কিন্তু, নিজের জন্য কিছুই কেনে না। তার বউ তাকে জিজ্ঞাসা করে তুমি নিজের জন্য কিছু কিনো নি? ফারহান বলে আমার তো নতুন জামা রয়েছে। তখন তার স্ত্রী উত্তর দেয়, আমি জানতাম তুমি নিজের জন্য কিছু কিনবে না তাই আমি তোমার জন্য সুন্দর লাল টুকটুকে একটা পাঞ্জাবি কিনেছি।

Screenshot_2022-07-18-17-36-24-42.jpg

ফারহান তার বউকে জিজ্ঞেস করে, তুই টাকা কোথায় পেলি? তার বউ উত্তর দেয় আমি জমিয়ে রেখেছি। এভাবেই ঈদের ছুটিতে তারা বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। দুর্ঘটনা শুরুটা তখনই স্টিমারে উঠার পর তারা অনেক আনন্দ ফুর্তি করে সেখানেও হাসাহাসি হয় অনেক। কিন্তু এর পরে একটা বাস্তব চিত্র তুলে ধরে সেখানে। হঠাৎ করে তার মেয়ে টয়লেটে যেতে চায় এবং সেখানে তার মেয়েকে নিয়ে যায়। ফিরে আসার সময় দেখে অগ্নি দূর্ঘটনা ঘটেছে এবং তার স্ত্রী আগুনে পুড়ে গেছে।

সবাই পানিতে ঝাঁপ দিচ্ছে কিন্তু তার মেয়ে তার কোলে অবশেষে তাকে উদ্ধার করা হয়। সে জ্ঞান ফেলার পর তার মেয়েকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায়না অবশেষে তার মেয়েকে মৃত্যু লাশের মধ্যে খুঁজে পায়। এবং সে অনেক কান্নাকাটি করে। তার মেয়ের স্বপ্নগুলো পূরণ করতে পারেনি সেগুলো বলে আর অনেক কান্নাকাটি করে। মেয়ের লাশকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে। যদিও এটা একটা অভিনয় ছিল, কিন্তু বাস্তবের সাথে অনেকটা মিল ছিল। প্রথমে সবাই হাসলেও পরবর্তীতে সবার চোখে পানি আসতে বাধ্য। বাংলা নাটক তেমন মজা না থাকলেও ইমোশনাল দৃশ্য অনেক বেশি থাকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!