Bangladesh is facing dire flood situation.

in r2cornell •  3 years ago 

Bangladesh is the new danger when Bangladesh dances for development. The catastrophe of natural disasters occurred in Bangladesh at that time. This time Bangladesh understands the severity of natural disasters. The current flood situation in Bangladesh is dire. Almost every area is now flooded. Almost all the districts of Sylhet division are under water. It seems that Bangladesh has not faced such a flood situation for decades. But this time Bangladesh had to face horror. However, the Bangladesh government does not seem to have a headache. The Bangladesh government is now busy with the inauguration of the Padma Bridge. On the other hand, the people of the state are losing their lives by falling under the flood waters. Sheikh Hasina is only busy with her own interests now. The 2022 SSC exams have already been postponed due to floods. On the other hand, the health of people in flood prone areas is at risk.

IMG20220620135320.jpg

There is no big allocation in the financial budget of the government of Bangladesh for the people of flood affected areas. Only the Bangladesh government is now spending time behind the Padma Bridge. It is feared that inflation in Bangladesh may happen very soon. The people of Bangladesh may face extreme crisis. Just like what happened a few days ago in Sri Lanka. However, unlike Sri Lanka, Bangladesh may have more horrors than Sri Lanka. Now let's come to the flood situation.

IMG20220620175346.jpg

Although the floods have flooded the area, there is a rising tide of beauty in some places. This is exactly the place I visited a while ago. I will share some pictures of him now.

IMG20220620175517.jpg

It's not just people who come here to see the beauty. People are doing different kinds of work with joy. Everyone is busy fishing in the fresh water. Everyone is busy catching new fish of Ashar with a well-known net, Chipjal. Many are watching these. Usually I don't go there but I went today. Going there, I saw the sorrows of some people and the joy of some people. Those who are outside the Berry Dam can understand the horrors of the flood. Again many who are inside the city protection dam do not understand these hardships they can only rejoice to see their hardships.

IMG20220620175327.jpg

There is a danger of the river water breaking in the current so the river is being protected by the surrounding blocks. These are just part of the beauty. This time we should stand by the flood affected people. We need to be sympathetic to their suffering without being happy with their plight. Let us not only enjoy the beauty but also stand by the people in danger. May Allah protect us all from all dangers. Everyone will be fine and healthy. Take care of your body. God bless you.

বাংলাদেশ যখন উন্নয়নের খুশিতে নাচে তখনই নতুন বিপদ বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা দেখা দিয়েছে তখন বাংলাদেশে। এবার বাংলাদেশ বুঝতে পারছে প্রাকৃতিক দুর্যোগ এর ভয়াবহতা কতটুকু। বাংলাদেশের বর্তমান বন্যার পরিস্থিতি ভয়াবহ। প্রায় প্রতিটি অঞ্চল এখন পানির নিচে প্লাবিত। সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলায় পানির নিচে। মনে হয় কত দশকে এরকম বন্যার পরিস্থিতির মুখোমুখি হয়নি বাংলাদেশ। তবে এবার বাংলাদেশকে ভয়াবহতার সম্মুখীন হতেই হল। তবে এ নিয়ে যেন বাংলাদেশ সরকারের কোন মাথাব্যথাও নেই। পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বাংলাদেশ সরকার এখন ব্যস্ত। অন্যদিকে রাষ্ট্রের জনগণ বন্যার পানির নিচে পড়ে নিজেদের জীবন হারাচ্ছে সেদিকে ভ্রুক্ষেপ করছে না বাংলাদেশ সরকার শেখ হাসিনা। শেখ হাসিনা শুধু এখন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। ইতিমধ্যে বন্যার কারণে 2022 সালের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে বন্যা কবলিত এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

বাংলাদেশ সরকারের আর্থিক বাজেট এর মধ্যে কোন ভাবেই বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য বড় কোনো বরাদ্দ নেই। শুধুমাত্র বাংলাদেশ সরকার এখন পদ্মা সেতুর পিছনে সময় ব্যয় করছে। আশঙ্কা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের মুদ্রাস্ফীতি ঘটতে পারে। চরম সঙ্কটের মুখে পড়তে পারে বাংলাদেশের জনগণ। কিছুদিন আগে ঠিক যেমনটা হয়েছিল শ্রীলংকার। তবে শ্রীলঙ্কার মতো নয় শ্রীলঙ্কার চেয়ে ভয়াবহতা বেশি হতে পারে বাংলাদেশের। এবার আসি বন্যা পরিস্থিতি ।

IMG20220620175523.jpg

বন্যায় চারিদিকে প্লাবিত হলেও কিছু কিছু জায়গায় সৌন্দর্যের জোয়ার বইছে। ঠিক এ রকমই একটা জায়গা আমি পরিদর্শন করলাম কিছুক্ষণ আগে। তার কিছু ছবি এখন শেয়ার করব।

এখানে শুধু জনগণ সৌন্দর্য দেখতে এসেছে এমনটা নয়। মানুষ আনন্দ উদ্যোগ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে। নতুন পানিতে মাছ ধরায় ব্যস্ত সকলে। পরিচিত একটা জাল, ছিপজাল নিয়ে আষাঢ়ের নতুন মাছ ধরায় ব্যস্ত সকলে। এগুলো দেখছে অনেকেই। সচরাচর আমি ঐদিকে যায় না কিন্তু আজকে গিয়েছিলাম। সেখানে গিয়েই দেখতে পেলাম কিছু মানুষের দুঃখ-কষ্ট আবার কিছু মানুষের আনন্দ। যারা বেরি বাঁধের বাইরে রয়েছে তারা বুঝতে পারে বন্যার কষ্ট কতটা ভয়াবহ। আবার অনেকেই যারা শহর রক্ষা বাঁধের ভিতরে রয়েছে তারা এইসব কষ্ট বুঝতে পারে না তারা শুধু তাদের কষ্ট দেখে আনন্দ করতে পারে।

IMG20220620175336.jpg

নদীর পানি স্রোতে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে তাই আশেপাশের ব্লক দিয়ে নদী রক্ষা করে চলছে। এগুলো একটা সৌন্দর্যের অংশ মাত্র। এই সময় আমাদের উচিত বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো। তাদের দুঃখ দুর্দশা দেখে খুশি না হয়ে তাদের কষ্টের সমবেদনা জানানোর দরকার। আসুন আমরা শুধু সৌন্দর্য উপভোগ না করে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সকল বিপদ থেকে রক্ষা করুক। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিজের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

This case of flooding is a very alarming issue. It is also raining heavily by this time of the year so, those that live on riverine areas will always be at risk of being exposed to flooding.

I hope things gets better over there.

  ·  3 years ago  ·  

Everyone pray that the people here can stay healthy.

Hi, @sheikhtuhin,

Thank you for your contribution to the Blurt ecosystem.

Your post was picked for curation by @onchain-curator.


Please consider voting for the witness @symbionts.
Or delegate to @ecosynthesizer to earn a portion of the curation rewards!