3
"অন্য রকম ভাবে বিবাহ বার্ষিকী পালন করলাম"
tanuja (80)Verified Member 🇮🇳🌾in আমার বাংলা ব্লগ • 19 hours ago
বন্ধুরা
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে সুন্দর মিষ্টি একটা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের বিবাহ বার্ষিকী গেলো। আমরা প্রতি বছর বাড়ীতে সবাই মিলে কেক কাটা হয় আর। খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব কিছু বাড়ীতে করি।
তবে এবার বিবাহ বার্ষিকী আমরা বাইরে পিকনিক স্পট করেছিলাম। তবে আগে থেকে সেরকম কোন প্ল্যান ছিলো না। এটা হটাৎ করেই হয়ে গেল। তবে অনেক দিন থেকেই ভাবছি পরিবারের সবাই মিলে বাইরে কোথাও গিয়ে পিকনিক করবো। আসলে ডিসেম্বর মাস চলছে শীতকাল পিকনিক না করলে ভালো লাগে। কিন্তু যাবো যাবো করতে সময়ই হচ্ছে না। একটার পর একটা কাজ সামনে চলে আসছে। আমরা প্রতিবছর আমাদের ছাদে পিকনিক করা হয়। বাইরে যাওয়ার সময় হয় না।
তবে একদিন রাতে আমাকে বলে এবার বিবাহ বার্ষিকী বাইরে গিয়ে পালন করলে কেমন হয়। আমি বললাম কোথায় যাবে? শুধু বললো তুমি দেখো কোথায় যাবে। উত্তরে বললাম কোথাও যেতে হবে না বাড়ীতে একটু কেক কাটলে হবে।কিছু না বলে চুপ করে থাকলো। আমি ও আর গুরুত্ব দেয় নি।
Greetings
Beautiful article. Please do not forget to support other Blurtconnect publications.
Thank you for more engagement on posts in the Blurtconnect community.
Upvotes are regularly obtained on posts published by authors that engage with fellow Blurtians through comments under articles.
Your vote, by clicking here, will mean a lot to the Witness team
Peace