অনান্য কাজের মত গবেষণার জন্যও সময় দেয়া প্রয়োজন হয় । গবেষণা এমন একটি পেশা বা নেশা যার জন্য অনেক কিছু থেকে নিজেকে বিরত রাখতে হয় । মনে রাখতে হবে এটি সবার জন্য উন্মুক্ত নয় । সবাইকে গবেষক হতে হবে তাও নয় । তবে সমাজে অনান্য পেশার মতো অনেক গবেষক প্রয়োজন । আমাদের সমস্যা হলো আমরা অন্যের দেখাদেখি অনেক কিছু করতে চাই । সেটার ভাল দিক থাকলেও হুজুকে গবেষক হওয়া প্রায় অসম্ভব । গবেষক হওয়ার জন্য নিন্মোক্ত গুনবালী থাকা প্রয়োজন:
১. তত্তীয় বিষয়গুলো নিয়ে ব্যপক পড়াশুনা ও গভীরভাবে চিন্তা করা, শুধু ফলাফল ভাল করার জন্য পড়া নয়; বিষয়টি বুঝা ও সহজভাবে উপস্হাপন করতে শেখা
২. গবেষণার কাজ নিজে নিজে শুরু করা যায় না । গুরুর অধীনে কাজ শুরু করতে হয় । প্রথমদিকে তিনি যেভাবে করতে বলেন সেভাবে গবেষণা করতে থাকা । সঠিকভাবে কাজ করতে থাকলে তুমি যেভাবে চাবে তিনি তোমাকে সেভাবে করতে দিবেন । গুরুকে অন্তর থেকে শ্রদ্ধা করা । মনে রাখতে হবে গবেষণা হলো গুরুবিদ্যার সম্পদ । গুরু ছাড়া পাহাড় সমান এইবিদ্যা অর্জন করলেও কোনো লাভ নেই ।
৩. কোন নতুন বিষয় শিখতে হাল না ছেড়ে সুপারগ্লুর মতো লেগে থাকা । অনেকটা একরোখা বা জেদী বাচ্চাদের মতো
৪. কোন বিষয়ে ক্রমাগত ব্যর্থ হওয়ার পরও হতাশ না হয়ে দ্বিগুন উৎসাহে ঐ কাজ করতে থাকা
৫. নিজের গবেষণা কাজের সমালোচনা নিজেই করা ও কাজটিকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায় তার জন্য চিন্তা ও কাজ করতে থাকা
৬. গবেষণা কাজ ও চিন্তার জন্য যেসমস্ত বিষয় বাঁধা সৃষ্টি করতে পারে তা থেকে নিজেকে বিরত রাখা ।
লেখা- Mohammad A. Halim স্যার