রাতে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ। ঘটনা এবার একটা ঘটায়াই ছাড়বো। দলে একদম নতুন তামিম, সাকিব, মুশফিক। প্রাণভোমরা রফিক, বাশার, রাজ্জাক। আবেগের কেন্দ্রবিন্দু মাশরাফি।
সবই ঠিক ছিলো! কিন্তু এলোমেলো করে দিলো পত্রিকার প্রথম পাতার মাঝবরাবর ছাপা একটা নিউজ। মানজারুল ইসলাম রানা আর নেই। সড়ক দূর্ঘটনায় বন্ধু সেতুকে নিয়ে পারি জমিয়ে দিয়েছেন ওপারের অনন্ত যাত্রায়!
রানা নেই, দেড় দশক হলো। ১৫ বছরে হলো অনেক কিছুই। রানাকে উৎসর্গ করা সে রাতের ম্যাচটা বাংলাদেশ জিতেছিলো। ইতিহাস গড়ে সে বিশ্বকাপের সুপার এইটে ওঠেছিলো লাল-সবুজ।
ইতিহাস হয়েছিলো ঘরের মাঠের এশিয়া কাপেও। শচীনের শততম সেঞ্চুরির দিনে আবার হেরেছিলো ভারত। সে জয়ের গড়া ভীতে সেবার প্রথমবার এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ। কাকতালীয়ভাবে, সে জয়টাও এসেছিলো ১৬ মার্চেই।
থামতে চাইলেও থামার সুযোগ কই। নিদাহাস ট্রফির রিয়াদ রূপকথা ভোলার অবকাশ যে নেই। ১৬ মার্চের আরেক শ্বাসরূদ্ধ গল্পের জন্মের দিয়ে প্রথমবার বিদেশের মাটিতে কোনো ট্যূর্ণামেন্ট ফাইনালে বাংলাদেশ।
ওপারে স্রষ্টা ভালো রাখুন আপনায় রানা। বাংলাদেশ ক্রিকেট মিস করে আপনাকে খুব 🍀