ইএসপিএনের তথ্য অনুযায়ী, আইপিএলে চান্স পাওয়া সব দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার টেস্ট খেলার চেয়ে আইপিএল খেলতে বেছে নিচ্ছেন।
সেক্ষেত্রে কেশব মহারাজ ছাড়া দক্ষিন আফ্রিকা একজন মেইন বোলারকেও টেস্ট সিরিজে পাবে না।
দক্ষিন আফ্রিকার ক্রিকেট বোর্ডের সাথে বিসিসিআই এর একটা চুক্তি আছে। আইপিএলের সময় দক্ষিন আফ্রিকার প্লেয়ারদের ছাড়তে বাধ্য তারা। তবে কাগিসো রাবাদাকে প্রথম টেস্টে খেলার অনুরোধ করা হচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে ইনজুরির জন্য আনরিখ নর্খিয়া পুরো টেস্ট সিরিজ মিস করবেন।
দক্ষিন আফ্রিকা কেমন স্কোয়াড নিয়ে টেস্ট খেলবে সেটা দেখার কোনো দরকারই নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ মাথায় রেখে জেতার জন্যই খেলা উচিত। সম্প্রতি পূর্ণ শক্তির নিউজিল্যান্ডকে টেস্টে তাদের মাটিতে হারানো হয়েছে, তাই দূর্বল আফ্রিকার বিপক্ষে জিতলে কোনো গ্লানি থাকার কথা নয়।
আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে অন্তত এই বার্তাটা দেওয়া উচিত, দেশের ক্রিকেট ফেলে ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে গেলে কতটা সম্মান খোয়াতে হয়।
অন্যদিকে দূর্বল আফ্রিকার সাথেও যদি টেস্টে জিততে না পারে, নিউজিল্যান্ডে জেতা টেস্টের মূল্য হারিয়ে যাবে।