প্রিয় ইমরুল কায়েস ভাইয়াকে নিয়ে কিছু কথা

in r2cornell •  3 years ago 

Imrul.jpg

আন্ডাররেটেড আর অবহেলিত ট্যাগ নিয়ে নিয়ে এখনকার সময়ে সবচেয়ে ওভারহাইপড প্লেয়ার ইমরুল কায়েস। তিনি ঘরোয়ায় পারফর্ম করেন আর না করেন সবসময় লাইমলাইটে থাকেন,মিডিয়া তার পিছনে সবসময় ঘুরে। ঘরোয়ায় অনেকে টানা পারফর্ম করেও আবদুল মজিদ,মিজানুর রহমানরা লাইমলাইট কাড়তে পারেন না সেখানে কেনো জানি ইমরুল কায়েস অবহেলিত বলে ঢোল পিটানো হয় সবসময়। তিনি নিজেও কান্নাকাটি করতে যথেষ্ট পছন্দ করেন মিডিয়ার সামনে। বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ৩৯ টেষ্ট খেলেছেন যেটা মোটেই কম নয়। পারফরম্যান্স তার সবসময়ই বিলো এভারেজ ছিলো। এভারেজ ২৫ এরও নিচে। টি-টোয়েন্টির পারফরম্যান্স এর কথা বাদই দিলাম। ওইটা আলোচনা করার মতোই না। তামিম বাদে সমসাময়িক কোনো টেষ্ট ওপেনারই আপ টু দ্যা লেভেল না। ইমরুল কায়েসও আহামরি কোনো কিছুই দেখাননি যে তাকে অপরিহার্য হিসেবে ভাবতে হবে। ওয়ানডে অধিনায়ক তাকে আবার সামনের ওয়ার্ল্ডকাপের জন্য মিডল অর্ডারে বিবেচনা করতে চান। ইমরুল কায়েস দলে এলে তিনি সহ একাদশের ৫জনের বয়স হবে ৩০এর উপর। আধুনিক ক্রিকেটে শুধু ব্যাটিং দিয়ে টিকে থাকতে পারবেন না। ফিল্ডিংটাও সমানতালে ডেলিভার করা লাগবে। ইমরুল কায়েসের ফিটনেস আর ফিল্ডিং এর তথৈবচ অবস্থা। তিনি একটা টি-টোয়েন্টি ম্যাচের ২০ বল খেললেই খোড়ানো শুরু করেন ক্র‍্যাম্প এর জন্য। এত বছর খেলেও লেগসাইড ছাড়া অন্যদিকে শটের রেঞ্জ নাই তার। শুধু অভিজ্ঞ এই ফেনা তুলে তাকে দলে চাওয়া কোনো যুক্তিতেই আসে না। আর জাতীয় দল কোনো রিহ্যাব সেন্টার না যেখানে অভিজ্ঞ আর বয়স বেশি বলেই শুধু হাইপের জোরে সুযোগ দেওয়া যাবে। এর চেয়ে অন্য যারা নিয়মিত পারফর্ম করেন তাদের লাইমলাইট দেওয়াটাই যুক্তিযুক্ত।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!